Massive power up (এক সাথে ১৪০০ স্টিম পাওয়ার আপ)

in Incredible India3 months ago (edited)
Brown Polaroid Fashion Photo Collage Instagram Post_20240803_020152_0000_020158.png
"Edited by canva"

Hello,

Everyone,

আমরা যারা এই স্টিমিট প্লাটফর্মে দীর্ঘদিন যাবৎ কাজ করছি পাওয়ার আপ শব্দটি তাদের প্রত্যেকের কাছেই আশা করছি পরিচিত।

তবে এমন অনেকেই আছেন যারা সবেমাত্র এই প্লাটফর্মে যুক্ত হয়েছেন, তারা অনেকেই পাওয়া আপ কথাটির সঙ্গে সদ্য পরিচিত হয়েছেন। তবে এটির সুফল সম্পর্কে অনেকেরই হয়তো তেমন কোনো ধারণা নেই। আজ এই পোস্টের মাধ্যমে পাওয়ার আপ সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু অভিমত ও কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো।

গত প্রায় চার বছর এই স্টিমিট প্লাটফর্মের সঙ্গে আমি যুক্ত রয়েছি। তবে একটা সময় আমিও একদমই নতুন ছিলাম। এই প্লাটফর্মে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন, আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির ফাউন্ডার তথা অ্যাডমিন @sduttaskitchen ম্যামের হাত ধরে আমার এই প্লাটফর্মে যুক্ত হওয়া।

যখন আমি এখানে প্রথম যুক্ত হয়েছিলাম, তখন সমস্ত কিছুই আমার জন্য অনেক বেশি নতুন ও কঠিন ছিলো। তবে যে জিনিসটি অনেক আকর্ষণীয় মনে হয়েছিল, সেটি ছিল নিজের মনের অভিব্যক্তি গুলি এখানে নির্দ্বিধার প্রকাশ করা যাবে। তবে শুধুমাত্র এই কারণেই আমি এই প্লাটফর্মে যুক্ত হয়েছি তা বললেও ভুল বলা হবে।

এই প্লাটফর্মে কাজ করলে আর্থিক দিক থেকে কিছুটা হলেও স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে, এইখানে কাজ করা নির্দিষ্ট কোনো বয়সের সময়সীমা নেই, নিজের মাতৃভাষায় নিজের অনুভূতিগুলি সকলের সাথে শেয়ার করার এটি একটি মাধ্যম হতে পারে, তার পাশাপাশি অন্যান্য অনেকের লেখা বিভিন্ন ধরনের পোস্ট পড়ার সুযোগ পাওয়া যাবে, ইত্যাদি বিষয়গুলি আমাকে এই প্লাটফর্মের প্রতি আকৃষ্ট করেছিল।

সব মিলিয়ে এই চারটি বছর এই প্ল্যাটফর্মে কাজ করার অনেক ভালো এবং বেশ কিছু তিক্ত অভিজ্ঞতাও হয়েছে। কাজ শুরু করার পর থেকে প্রতিদিন ম্যামের কাছ থেকে একটু একটু করে জিনিস শিখে, আজ আমার পথ চলার প্রায় চার বছর পূর্ণ হয়েছে।

তবে এই চার বছরের মধ্যে আজ আমি সবথেকে বেশি পরিমাণে স্টিম পাওয়ার আপ করার সুযোগ পেয়েছি এবং বলতে পারেন এই সুযোগটিকে কাজে লাগিয়েই, পাওয়ার আপ সম্পর্কে নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি।

এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে ব্যক্তিগত সূত্রে পরিচিত না হলেও, কাজের সূত্রে বেশ পরিচিতি হয়েছে। অনেকের কাছ থেকে অনেক ভালো কিছু যেমন শিখেছি, তেমনি এমন অনেক মানুষের সাথেও পরিচিত হয়েছি, যারা সামনে নিজেদেরকে পথপ্রদর্শক হিসেবে প্রকাশ করলেও, পিছন দিক থেকে ক্ষতি সাধনের মানসিকতাই বহন করেন।

শুরুর দিকে সেগুলো অনুভব না করলেও, একটা নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারলাম, ক্ষমতার অপপ্রয়োগ করতে তারা বেশ সিদ্ধহস্ত। তবে একথা সত্যি, আজ যে নতুন আছে একটা সময় সে পুরনো হবেই। তাই আজ কাউকে মিথ্যে বুঝিয়ে বোকা বানানো গেলেও, একটা সময় কাজের মাধ্যমে যখন সেই মানুষের অভিজ্ঞতা অর্জিত হবে, তখন সে ঠিক ভুল বিচার করতে পারবেই।

ঠিক এইরকম ভাবেই অ্যাডমিন ম্যামের মতোই আমার নিজেরও অনেকের সম্পর্কে অনেক ভুল ধারণা ভেঙেছে। বুঝতে পেরেছি যে, এই জীবনে অনেকেই আমাদের সামনে ভালো থাকলেও, পিছন দিকে আমাদের ক্ষতি করাই তাদের প্রধান উদ্দেশ্য হয়ে থাকে। তবে একথা বলতেই হবে এতো বছর ম্যামের সাথে কাজ করার সুবাদে এইটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি যে, যদি কারোর উপকার করতে নাও পারি, কারোর ক্ষতি করার মানসিকতা কোনোদিনও হবে না।

1672344690977_010726.jpg

"পাওয়ার আপ কেন করবেন?"

যাইহোক আজ পাওয়ার আপে কিছু সুফল সম্পর্কে আমি আপনাদের সাথে ব্যক্তিগত অভিমত শেয়ার করব। চলুন তাহলে শুরু করি,

➡️ স্টিমিট প্ল্যাটফর্ম তথা আমাদের কমিউনিটিতে কাজ করার ক্ষেত্রে ক্লাব মেইনটেইন করাটা একটি নিয়মের মধ্যে পড়ে। যেখানে প্রতিটি ইউজারকে club5050/club75/ club100 এর মধ্যে যেকোনো একটি ক্লাব মেইনটেইন করতে হবে।

  • যে সকল ইউজার club5050 মেইনটেইন করবেন, তারা এক মাস তাদের অর্জিত স্টিমের মধ্যে থেকে 50% পাওয়ার আপ করবেন।

  • যে সকল ইউজার club75 মেইনটেইন করবেন, তারা আগামী দু মাস তাদের অর্জিত স্টিমের 75% পাওয়ার আপ করবেন।

  • আর যারা club100 মেইনটেইন করবেন, তারা আগামী তিন মাস অর্জিত সব স্টিম পাওয়ার আপ করবেন।

  • এই নিয়ম রক্ষার্থে আমরা আমাদের কমিউনিটিতে সকল ইউজারকে প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে পাওয়ার আপ করার কথা বলে থাকি, যাতে কোনো ইউজার ক্লাব বহির্ভূত না হয়ে যান।

➡️ যে সকল ইউজাররা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এই স্টিমিট প্লাটফর্মে কাজ করছেন, তাদের ক্ষেত্রে পাওয়ার আপ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে এটুকু বলতে পারি, এই প্লাটফর্মে আপনার নিজের ওয়ালেটে স্টিম পাওয়ারই আপনার ক্ষমতা নির্ধারণ করে।

➡️ আপনাদের মধ্যে অনেকেই ভোটিং সিএসআই মেইনটেন করার পদ্ধতি জানেন এবং আপনার কাছে আপনার স্টিম পাওয়ার যত বেশি থাকবে, অন্যকে ভোট দেওয়ার মাধ্যমে আপনি ততোধিক কিউরেশন রিওয়ার্ড পেতে পারেন। সেটাও কিন্তু এই প্লাটফর্মে আপনার ইনকামের একটি মাধ্যম।

➡️ আপনারা জানেন এই কমিউনিটিতে কাজ করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সের সীমা নেই। সুতরাং আপনি যদি এখন পরিশ্রম করে নিজের ওয়ালেটের স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারেন, তাহলে একটা সময় আপনি যদি শারীরিক কারণে বা ব্যক্তিগত অন্য কোনো কারণে নিয়মিত পোস্ট লেখার মতন অবস্থায় নাও থাকেন, তবুও সেই পাওয়ার দিয়ে অনেক সমস্যার সমাধান করতে পারবেন।

1672344690977_010726.jpg

"Power Up করার পদ্ধতি"

এই কমিউনিটিকে যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের প্রত্যেকের কাছে হয়তো পাওয়ার আপ করার পদ্ধতিটি জানা। তবে যে সকল ইউজাররা এই প্লাটফর্মে নতুন যুক্ত হচ্ছেন, তাদের অনেকের কাছে বিষয়টা অজানা থাকতে পারে, এই কারণে আজকে যখন আমি পাওয়ার আপ করলাম, তখন তার স্ক্রিনশটগুলো রেখেছি, যাতে এই পাওয়ার আপের প্রতিটি ধাপ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

IMG_20240803_005522.jpg
Screenshot_2024-08-03-00-14-32-688_com.android.chrome.jpg

প্রথমে আপনাকে আপনার অ্যাক্টিভ কী টি কপি করে রাখতে হবে, কারণ নিজস্ব ওয়ালেটে লগ ইন করার ক্ষেত্রে অ্যাক্টিভ কী প্রয়োজন হয়। প্রথমে আপনার ওয়ালেট এ ক্লিক করে, উপরে থাকা তিনটি দাগে ক্লিক করতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20240803_005638.jpg
IMG_20240803_005600.jpg

এরপরসাইন ইন এ ক্লিক করে, দুটো বক্স দেখতে পাবেন। যার প্রথমটিতে আপনার স্টিমিটে ব্যবহৃত নিজের ইউজার নাম লিখতে হবে এবং নিচের বক্সে অ্যাক্টিভ কী দিয়ে ওয়ালেটে লগ ইন করতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20240803_005737.jpg
IMG_20240803_005714.jpg

এরপর আপনাকে ওয়ালেটের একদম উপরে যেখানে স্টিম লেখা আছে, তার পাশের ড্রপ ডাউন বক্সে ক্লিক করে, পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20240803_012432.jpg
IMG_20240803_012418.jpg

এরপর আপনার কাছে উপরোক্ত পেজটি ওপেন হবে। সেখানে আপনি আপনার ওয়ালেটে থাকা মোট স্টিমের সংখ্যা নিচে দেখতে পাবেন। আপনাকে উপরের Amount লেখা বক্সে শুধুমাত্র সেই নির্দিষ্ট সংখ্যা বসাতে হবে, যতটা পরিমাণ স্টিম আপনি পাওয়ার আপ করতে চাইবেন।সেই সংখ্যাটি লেখার পর নিচে power up অপশনে ক্লিক করতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20240803_010028.jpg
IMG_20240803_005956.jpg

আপনি দেখতে পারবেন এখানে from এবং to দুটি জায়গাতেই আপনার নিজের একাউন্টের নাম থাকবে। এরপর আপনাকে ওকে অপশনে ক্লিক করতে হবে এবং আপনি দেখতে পারবেন উপরের স্টিম অপশনের সংখ্যা আগের থেকে কমে যাবে এবং নিচে স্টিম পাওয়ার অপশনে সংখ্যাটি বেড়ে যাবে। তার মানে পাওয়ার আপের মাধ্যমে আপনি যে সংখ্যক স্টিম পাওয়ার আপ করেছেন, তাতে আপনার স্টিম পাওয়ার বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক যেমনটা আপনারা আমার ক্ষেত্রেও দেখতে পারছেন।

1672344690977_010726.jpg

IMG_20240803_010028.jpg
"পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটের স্ক্রিনশট"
IMG_20240803_010102.jpg
"পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটের স্ক্রিনশট"

এটি হলো পাওয়ার অআপ করার নিয়ম, যেটিকে পর্যায়ক্রমে আমি স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আশা করছি নতুন যারা কমিউনিটিতে তথা প্লাটফর্মে যুক্ত হয়েছেন, তাদের জন্য এটি অনেক তথ্যবহুল হবে।

1672344690977_010726.jpg

"Conclusions"

এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, এই প্লাটফর্মে এমন অনেক মানুষ আছেন, যাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। তবে আমার এই পোস্টটি আমি শুধুমাত্র তাদের জন্যে শেয়ার করলাম, যারা এই স্টিমিট প্লাটফর্মে নতুন যুক্ত হয়েছেন এবং এই প্লাটফর্মে কাজ করার একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনাও তাদের রয়েছে।

যাতে এই পোস্ট পড়ার মাধ্যমে তারা স্টিম পাওয়ার বৃদ্ধি করার সুফল সম্পর্কে জেনে, নিজেদেরকে এই প্ল্যাটফর্মে আরও বেশি সময়ের জন্য যুক্ত রাখার ইচ্ছা প্রকাশ করেন। সেই সকল ইউজারদের জন্য এটি আমার ছোট্ট একটি প্রয়াস। এই পোস্ট সম্পর্কে আপনাদের সকলের নিজস্ব মতামত, অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
 3 months ago 

আসলেই আমাদের জীবনের সাথে, আমাদের প্রোফাইল গুলো কেও পরিবর্তন করা উচিত। আজকে আপনার পাওয়ার আপ দেখে সত্যিই বেশ ভালো লাগছে। আশা করি আমি নিজেও এভাবে অনেকগুলো স্টিম পাওয়ার আপ করতে পারবো। ধন্যবাদ বিষয়টি আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার পোস্ট পড়ে অনেকেই উৎসাহিত হবে এবং নিজেদের একাউন্ট ভারি করার চেষ্টা করবে, ধন্যবাদ ভালো থাকবেন।

 3 months ago 

Wow, that is really a powerful boost!

 3 months ago 

Thank you ma'am. 🙏

 3 months ago 

আসলে আমাদের প্রত্যেকের উচিত যে নিজের জায়গা থেকে স্টিমিট প্ল্যাটফর্মে একটি জায়গা করে নেওয়া। আর এই জায়গাটা পড়তে হলে অবশ্যই নিজের পাওয়ারের শক্তি থাকতে হবে।

আপনি একদম ঠিক কথা বলছেন যে এ কমিউনিটি যারা দীর্ঘদিন কাজ করছে তাদের প্রত্যেকের উচিত নিজের ওয়ালেট ভারি করার। অনেকেই কিছু টাকা উত্তোলন করলেও আমি এখনো পর্যন্ত এখান থেকে একটি টাকাও উত্তোলন করে নাই আরও মনে মনে ভাবি যে কিছুটা এখানে ইনভেস্ট করি যাতে করে আমার সামনে ভবিষ্যৎ আরো ভালো হয়।

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর পরামর্শ আমাদের দেওয়ার জন্য ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি এভাবে চেষ্টা করে যাব সব সময় আমার আপ করার।

Loading...

Wow, 1400 steem power is huge .. You are doing amazing... keep Growing..

 3 months ago 

আমি সঠিক ভাবে জানতাম না কিভাবে পাওয়ার অফ করতে হয়। তবে আপনার এই পোস্ট থেকে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। তবে আমাদের সব সময় উচিত দীর্ঘ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

একসাথে আপনি ১৪০০ স্টিম পাওয়ার আপ করেছেন যা দেখে অনেক ভালো লাগলো এবং পাওয়ার আপ আমাদের আইডির জন্য কতোটা গুরুত্বপূর্ণ তা আমি এখন বুঝতে পারিনি। এবং এটা একদম সত্য যে যারা নতুন এসেছে তারা পাওয়ার অফ সম্পর্কে খুব ভালো জানে না যারা জানে না তারা আপনার পোস্ট পড়ে খুবই সুন্দর ভাবে বুঝতে পারবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 months ago 

ভীষণ ভালো লাগছে আমার,আজ আপনি অনেক গুলো steem
পাওয়ার অফ করেছেন। আমাদের প্রত্যেকের উচিত আমাদের ওয়ালের টা কে ভারী করা,,,এতে আমাদের প্রোফাইল টা আরো বেশি হাইলাইট হবে। অবশ্যই এগিয়ে নিয়ে যাবো এবং কোন না একদিন আমিও এতগুলো স্টিম পাওয়ার আপ করবো ইনশাআল্লাহ। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে।

 3 months ago 

Congratulations on your achievements

Great. Nice to learn about it.
Is there any way to add INR to steem.
Researched, but there might be easy way, I am sure...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 87757.32
ETH 3103.63
USDT 1.00
SBD 2.75