"আসামে দেখা ভিন্ন প্রজাতির সাদা ফুল"

in Incredible India2 years ago
IMG_20230326_233618.jpg

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে?

আশা করছি সকলের খুব ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আজকে আমি আপনাদের সাথে কথা বলব একটি ফুলের বিষয়ে। ফুলটিকে আমরা কম বেশি সকলেই সাদা ফুল হিসেবে চিনি, কিন্তু আমি যখন আসাম গিয়েছিলাম তখন এই সাদা ফুলের একটা ভিন্ন প্রজাতি দেখেছিলাম।

আসামে গিয়ে আমি যে কেবলমাত্র এই সাদা ফুল দেখেছি এমনটি নয়, সেখানে আমি বিভিন্ন ধরনের ফুল দেখেছি। যেগুলো আমি নিশ্চয়ই পরবর্তীতে আমার পোষ্টের মাধ্যমে আরো শেয়ার করব, কিন্তু যত রকম ফুল দেখেছি সব থেকে আমি কিন্তু এই সাদা ফুলের বীজ দেখে বেশি অবাক হয়েছি।

সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকে যেটা জেনে বড় হয়েছি, এক পলকে সেটা ভুল জেনে, আমি একটু বেশিই অবাক হয়েছিলাম। কিন্তু পরে ভেবে দেখলাম যে, দেখতে এক হলেও এই সাদা ফুল গুলির প্রজাতি ভিন্ন বলেই হয়তো, এই গাছগুলি থেকে এমন বীজ হতে দেখা যায়।

কারন ওখানে আশে পাশে যত জায়গাতেই আমরা ঘুরতে গিয়েছিলাম এবং যে যে জায়গাতে এই সাদা ফুলের গাছ চোখে পড়েছে, সমস্ত গাছেই এই ধরনের বীজ দেখতে পেয়েছি।

IMG_20230326_233456.jpg

কিন্তু আমাদের এখানে প্রায় বাড়িতেই আমরা সাদা ফুল গাছ দেখি অথচ সেই সকল গাছে কোনদিনই বীজ চোখে পড়ে না। আমাদের বাড়িতে থাকা সাদা ফুল গাছের সাথে এই ফুল গাছের কিছুটা পার্থক্য রয়েছে।

IMG_20230326_233522.jpg

আসলে আমরা আমাদের বাড়ির আশেপাশে সাদা রঙের যে ফুলগুলি দেখে থাকি, এই ফুলগুলিও সেই একই রকম দেখতে, কিন্তু ফুলটির পাপড়ি গুলি একটু বড় ও পুরু ধরনের।

আমি তো প্রথমে এই ফুলগুলি কে শুধুমাত্র সাদা ফুল ভেবেই আলাদা কোনো গুরুত্ব দিইনি। কিন্তু একদিন মামী আমাকে ডেকে দেখালো সাদা ফুলের বীজ।

IMG_20230326_233540.jpg

জীবনে প্রথমবার আমি ওই ফুলের বীজ দেখলাম। আমি বরাবর জানি সাদা ফুলের ডাল ভেঙে লাগিয়ে দিলেই সেখান থেকে গাছ হয়, কিন্তু সাদা ফুলেরও যে বীজ হয়, সেটা আমি জানতামই না।

কথায় কথায় জানতে পারলাম, মামি খুব ছোটবেলায় এই গাছের বীজ দেখেছিল, তার কোনো এক পিসি বাড়িতে গিয়ে। সত্যি কথা বলতে ফুলটি যতটা সুন্দর, কেন জানি না তার থেকে অনেক বেশি সুন্দর লাগলো তার ফল গুলি।

IMG_20230326_233559.jpg

যখন ফলগুলো পেঁকে গিয়ে নিজে থেকেই ফেটে যায়, তখন আরো বেশি সুন্দর দেখায়। ফুলগুলো সাদা রংয়ের হলেও ফুলের বীজগুলো কিন্তু লাল রংয়ের হয়। আর সেই লালটা একদম ডালিমের মতো। এমনকি বীজগুলোও ডালিমের দানার মতনই ছোট ছোট হয়ে থাকে।

আমি এর আগে কখনো সাদা ফুলের বীজ দেখিনি বলেই হয়তো, আমি অনেকটা অবাক হয়েছি। যাইহোক সেই ছবিগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কেউ এর আগে এই সাদা ফুলের বীজ দেখে থাকেন,তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।

আর আমার তোলা এই ছবিগুলো আপনাদের কেমন লাগলো, সেটা জানাতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  
 2 years ago 

Lovely photos my friend ☺️

I love nature and of course flowers.

💐 Thank you for sharing with us 😊

 2 years ago 

ধন্যবাদ দিদি এত সুন্দর একটি পোস্ট আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনার তোলা প্রতিটি ফুল এবং বীজের ছবি অসাধারণ সুন্দর হয়েছে। এই সাদা ফুল এবং বীজের সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত।আমি যখন প্রাথমিক বিদ্যালয়ের পড়তাম আমার প্রাথমিক বিদ্যালয় প্রান্তে এই ফুলের একটি গাছ ছিল আমি সেখান থেকেই এ ফুল এবং বীজ সম্পর্কে জেনেছি। অনেকদিন পর আপনার তোলা ছবিতে আবার এই ফুল এবং বীজ দেখে অনেক ভালো লাগলো। আমার প্রাথমিক বিদ্যালয় জীবনের কথা মনে পড়ে গেল।

Loading...
 2 years ago 

আপনার পোস্টে আপনি প্রথম যেই ফটোগ্রাফি টা শেয়ার করেছেন, যে ফুলের সেই ফুল আমার বাড়িতেও আছে। এই ফুল গাছগুলো অসম্ভব রকম বড় হয়ে যায়। কয়েকদিন পরপর কেটে দিতে হয় তা না হলে বিরাট গাছে পরিণত হয়।

বিশেষ করে এই ফুল রাতে অনেক সুন্দর দেখায় গাছের নিচে কত গুলো পড়ে থাকে। সেগুলো অনেক সুন্দর ভাবে যেন কেউ সাজিয়ে রেখেছে এমন দেখায়।

দ্বিতীয় যে ফুলটি শেয়ার করেছেন। সেই ফুলটি আমার লাইফে আমি প্রথম আপনার ফটোগ্রাফিতেই দেখলাম খুবই ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোকপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন।

 2 years ago 

এতো সুন্দর পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।সত্যি আমার এই ফুল সম্পর্কে তেমন কোন কিছু জানা ছিলো না। কিন্তু আপনার পোস্ট টি পড়ে অনেক কিছু জানতে পারলাম।আর আপনার তোলা এই ফুলের ছবিগুলোও ছিলো অনেক অনেক সুন্দর।

 2 years ago 

ধন্যবাদ দিদি, আপনার এই পোস্টের মাধ্যমে নতুন একটি ফুল সম্পর্কে জানার সৌভাগ্য হলো

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94126.54
ETH 2654.67
USDT 1.00
SBD 0.69