"I achieved the pathway to evolving first dolphin."

in Incredible India2 years ago (edited)
png_20230530_072712_0000_072721.png
Edited by canva

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলকে জানাই সুপ্রভাত।

আজ আমার জন্য একটি অনেক বড়ো দিন। কারনটা বলার আগে নিজের মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। কথায় আছে সব খারাপের মধ্যেও কোনো না কোনো ভালো লুকিয়ে থাকে। লকডাউন আমাদের সকলের জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছিলো। একদিকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আর অন্যদিকে লকডাউন।

হঠাৎ করেই সবকিছু বন্ধ। জীবনে প্রথমবার একটা এন. জি. ও তে একটা চাকরি করতে শুরু করেছিলাম। কিন্তু এক বছর যেতে না যেতেই অফিস বন্ধ হয়ে গেলো। কিন্তু যেমন বললাম সব খারাপের পিছনে হয়তো কিছু না কিছু ভালো থাকে। অফিস বন্ধ হলেও শেষ হয়নি একটি নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক। অফিসে সবার অলক্ষ্যে কবে, কিভাবে জানিনা আমার টিম লিডার আমার মায়ের মতো হয়ে উঠলেন।

হ্যাঁ ব্যক্তিগত জীবনে আমি তাকে মায়ের মতোই ভালোবাসি কিন্তু কর্মজীবনে তার ভূমিকা একেবারেই আলাদা। আর কিভাবে ব্যক্তিজীবন ও কর্মজীবনকে ব্যালেন্স করতে হয় সেটাও আমি তার থেকেই প্রতিনিয়ত শিখছি।

অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি, হ্যাঁ তিনি আমাদের অ্যাডমিন ম্যাম @sduttaskitchen

২০২০ সালের আগে "ব্লকচেন" শব্দটির সাথে আমার বিন্দুমাত্র পরিচয় ছিলো না। @rme দাদার হাত ধরে সুনীতা ম্যাম স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হন। তার কিছু মাস বাদে ম্যামের হাত ধরে ও দাদার সাহায্যে, আমিও এই প্ল্যাটফর্মে যুক্ত হই। একদম নতুন এক অভিজ্ঞতা।

শুরুর দিকে হয়তো সব কাজেই একটা অজানা ভয় কাজ করে। আমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবে কাজটাকে আরও ভালো ভাবে বোঝার জন্য আমি বহুবার ম্যামের কাছে গিয়েছি। অনেক নতুন কিছু শিখেছি। এখনও শিখে চলেছি। আর কখন যেন এই কাজটি আমার ব্যক্তিগত জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। এক অন্য ধরনের ভালোলাগা জন্মেছে এই প্ল্যাটফর্মের প্রতি।

কিন্তু যেমনটা আপনারা সকলেই জানেন, জীবনের সকল সময় কিন্তু সমান ভাবে কাটে না। ভালো-মন্দ মিলিয়ে কিন্তু আমাদের সকলের জীবন। সেটা ব্যক্তি জীবন হোক বা কর্মজীবন।

ঠিক তেমন ভাবেই একটা সময় এই প্লাটফর্মে কাজ করতে গিয়ে আমরা অনেক খারাপ সময়ের সম্মুখীন হয়েছি। তবে খারাপ সময়ে থেমে না থাকার শিক্ষাটাও কিন্তু আমি আমাদের ম্যামের থেকেই পেয়েছি এবং তার কথা অনুসরণ করেই, আমি আমার ভালোলাগা থেকে কাজটা নিয়মিত করে গিয়েছি।

যখনই খারাপ লেগেছে, আমরা দুজন দুজনের সঙ্গে কথা বলে দুজন দুজনকে মোটিভেট করেছি, এই কাজটি করে যাওয়ার জন্য। আর কোথাও না কোথাও তখন আমরা থেমে যায়নি বলেই, আজকে আমাদের এই ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটি তৈরি হয়েছে।

কিন্তু সেদিন যদি আমরা দুজনেই হার মেনে নিতাম, তাহলে হয়তো আজকে আপনাদের সামনে আমি আমার এই পোস্ট শেয়ার করতে পারতাম না। কারণ আমার পথ চলা সেই সময়ে সমাপ্ত হয়ে যেতো।

আজ দীর্ঘ প্রায় তিন বছর আমি এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছি এবং আগামীতে যত বছর সম্ভব আমি শুধুমাত্র এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে চাই। তবে কেবলমাত্র টাকা ইনকাম করার উদ্দেশ্যে, আমি এই প্লাটফর্মে যুক্ত রয়েছে এমনটা নয়। এখন এটা আমার ব্যক্তি জীবনের অনেক অনুভূতি প্রকাশের একটি মাধ্যম হয়ে উঠেছে।

কারণ আমাদের জীবনে এমন অনেক কথা থাকে যেগুলো অনেক সময় আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। সেগুলোকেই লেখার মাধ্যমে উপস্থাপন করলে, আমাদের মন কিছুটা হালকা হয়।

IMG_20230530_074414.jpg
পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেট

বলতে পারেন সেই রকম ভালোলাগা থেকেই কাজ করতে করতে, আজকে আমার জীবনে এই আনন্দের দিনটি এসেছে। আজকে আমার আপনাদের সকলকে জানাতে ভালো লাগছে যে, আজ প্রায় তিন বছর বাদে আমি প্রথম ডলফিনে পৌছাঁলাম। পথটা খুব সহজ ছিলো বলবো না, তবে আজকে এই পর্যন্ত পৌঁছে অনেক আনন্দ হচ্ছে।

IMG_20230530_074210.jpg
১০০ স্টিম পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেট

একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে মনের ভিতরে , যেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পারবেন, যারা আমার মত অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে, অনেক খারাপ পরিস্থিতি, অনেক খারাপ ঘটনা, অনেক খারাপ লাগা মেনে নিয়েও এই প্লাটফর্মে নিজেকে যুক্ত রেখেছেন।

তবে নিজস্ব অভিজ্ঞতা থেকে একটা কথা অবশ্যই আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই, যদি আপনি সৎ হন, যদি আপনি সঠিক পথে নিজের কাজ করেন, তাহলে অবশ্যই খারাপ সময় পিছিয়ে আসবেন না। কষ্ট করে, ধৈর্য ধরে, অপেক্ষা করুন, ভালো সময় অবশ্যই আসবেই। যেমন আমার এসেছে।

এই প্লাটফর্মে অনেকের কাছ থেকে, অনেকের পোস্ট পড়ে, আমি অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে আরো অনেক কিছু শিখতে চাই। এই কারণেই আমি এই প্লাটফর্মে সেই সকল ব্যক্তির কাছে আমি কৃতজ্ঞ, যারা আমার কাজের প্রশংসা করেছেন বা আমার কাজের ত্রুটি ধরেছেন। আপনাদের জন্যই আমি নতুন কিছু শিখতে পেরেছি।

আমার এই পথ চলায় আমার পাশে থাকার জন্য আমি আমাদের অ্যাডমিন ম্যামের সাথে সাথে, @piya3 দিদিকেও ধন্যবাদ জানাই কারন, ব্যক্তিগত জীবনে আমার বাবা এবং ঠাকুরমা দুজনকে নিয়েই যখন আমি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন এই কমিউনিটির কাজে তিনি আমার হয়ে অনেক সাহায্য করেছেন, যার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।

আজকে প্রথম ডলফিনে প্রবেশ করে আমি সত্যিই আনন্দিত। এই ভাবেই ধীরে ধীরে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে কাজ করে যেতে চাই এবং আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারাও আপনাদের লক্ষ্য স্থির করে, সততার সঙ্গে কাজ করতে থাকুন।

আর অবশ্যই এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন, একদিন আপনাদেরও অবশ্যই লক্ষ্য পূরণ হবে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ🙏। আপনাদের সকলের আজকের দিনটা অনেক ভালো কাটুক, এই প্রার্থনা রইল।

Sort:  

Happy Dolphin Day !

Enjoy this special #clubdolphin vote...

#club5050 😀 🐬

 2 years ago 

Thank you so much for your support. 🙏

 2 years ago 

Congratulations 🎉 for your achievement and thank you for mentioning me but the truth is we all are individually responsible for any consequences whether it is good or bad. Your dedication and not giving up attitude help you to reach the path.

I wish you will go many more miles. Stay blessed and honest like the same you are. 🤗🫂❤️

 2 years ago 

I have learned a lot from you and continue to learn and want to learn more in the coming days. Thank you very much for your nice comments ma'am. I will try my best to do my work with patience and honesty like you.

 2 years ago 

প্রথম ডলফিন অর্জন করেছেন! সেটা জানতে পেরে বেশ ভালো লাগলো! তার চাইতেও বেশ ভালো লাগলো! এই ডলফিন অর্জনের ক্ষেত্রে আপনি যে কষ্ট করেছেন,,, সেটা জানতে পেরে।

আপনার কষ্ট এবং সততার কারণে,,, আজকে আপনি আপনার এই জায়গাটা অর্জন করতে পেরেছেন! আমাদের প্রত্যেকেরই উচিত! যে কোন জায়গায় ধৈর্য ধরে কাজ করা! ধৈর্যের ফল অনেক মিষ্টি! যেটা আজকে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! আপনি ভবিষ্যতে আরও বেশি ডলফিন অর্জন করুন! এটাই কামনা করছি সৃষ্টিকর্তার কাছে! ভালো থাকবেন।

 2 years ago 

আপনার শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। আপনি আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনি এইরকম ভাবে কাজ করুন তাহলে খুব তাড়াতাড়ি আপনিও লক্ষ্য পূরন করতে পারবেন। ভালো থাকবেন।

 2 years ago 

জি দিদি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো আমার জন্য দোয়া করবেন ।

আপনাকে অভিনন্দন ও অনেক অনেক শুভকামনা, আপনি সামনে আরো ডলফিন ক্লাব এচিভ করুন। 💗

 2 years ago 

অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবে মন্তব্য করার জন্য। আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।

আমার জন্য এটা সৌভাগ্যের যে আমার মন্তব্যটি আপনার ভালো লেগেছে. ভালো থাকুন বোন

 2 years ago 

দিদি আপনার কাছ থেকে ও এডমিন ম্যমের কাছ থেকে আমাদের সকলের অনেক কিছু শেখার আছে। আপনাদের ধৈর্য্য ও সততা দেখে আমরা প্রতিনিয়ত অনেক কিছুই শিখছি। আপনাদের মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনাদের পরিশ্রমের ফলে আমাদের এই কমিউনিটি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনারা না থাকলে হয়তো আমরা এখানে কাজ করার সুযোগ পেতাম না। তাই স্মৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক।

আর ডলফিনে প্রবেশ করার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। আসলে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে এই কমিউনিটিকে চালানো সম্ভব হতো না। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ🙏।

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভ কামনা দিদি। এভাবেই এগিয়ে চলুন।

 2 years ago 

আপনকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

Loading...

Well done! The biggest task is to reach that first dolphin. Once you have reached it you get the energy to do so much more.
Keep on swimming for that next one!

 2 years ago 

Thank you so much ma'am for commenting on my post. I really feel blessed to have comments from people like you. I heard a lot about you from our admin ma'am. Then when I joined this platform, I learned a lot from you. Thanks ma'am for guiding us in this way. I will continue to work on this platform honestly in the coming days. Stay well, stay healthy.🙏

It is only a pleasure! 🎕

!upvote 40


This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven. Your post was promoted on Twitter by the account josluds

the post has been upvoted successfully! Remaining bandwidth: 40%

 2 years ago 

সর্বপ্রথম আপনাকে জানাই অনেক অনেক শুভকামনা, আপনার প্রথম ডলফিন এই সম্মানটি অর্জন করার জন্য।

আসলেই একজন সফল ব্লগার হিসাবে মানুষের মাঝে পরিচিতি লাভ করার জন্য, অনেক কাট খড় পোড়াতে হয়।

এই যাত্রা পথে কত সমস্যা সম্মুখীন হতে হয়েছে, সকল সমস্যা সমাধান করে আজকে আপনি একটা পর্যায়ে এসে পৌঁছেছেন, এবং আপনি আপনার প্রথম পাঁচ হাজার স্টিম পাওয়ার সম্পূর্ণ করেছেন এটা শুধু আপনার একা পাওয়ার নয় এটা থেকে আমরাও অনুপ্রাণিত হতে পারি।

অবশ্যই আমিও চেষ্টায় আছি যাতে এই সম্মানটি আমিও খুব তাড়াতাড়ি লাভ করতে পারি।

আবারো আপনাকে অনেক অনেক শুভকামনা এভাবেই আপনি আমাদের মাঝে থাকুন এভাবেই কাজ করে যান আর সকল সমস্যার সমাধান এভাবেই আপনি আপ হয়ে যাবে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। আশাকরি খুব তাড়াতাড়ি আপনিও আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95317.76
ETH 3302.38
USDT 1.00
SBD 3.31