"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India27 days ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...1zE8wywvWWpaqTrijCHai5YBXrVN3YvoGzLNtZvDXMjr6VyN7z51cRrvgRwtM8fa6bcRpZ4EkK7N1mv69ag7hxcsznzubSeJ1eAD5frGi4RBJ8Kcrpcsg27kXp.png
"Edited by canva"

Hello,

Everyone,

সপ্তাহের পর সপ্তাহ কিভাবে পার হয়ে যায় বুঝতে পারিনা। যখনই নিজের মডারেটর রিপোর্ট বা কমিউনিটির সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট লিখতে বসি, তখনই মনে হয় ইতিমধ্যে একটা সপ্তাহ পার করে এলাম।

কিন্তু সময় কোথা দিয়ে বয়ে যাচ্ছে, সত্যিই বুঝতে পারি না। সংসারিক ব্যস্ততা, পাশাপাশি কমিউনিটের দায়িত্ব গুলো পালন করতে গিয়ে সময় যেন কম পড়ে যাচ্ছে। একদমই যে হাঁপিয়ে উঠি না একথা বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার জন্য এই ব্যস্ততা সুফল বয়ে এনেছে।

যাইহোক এর কারণগুলো পরের কোনো একটা পোস্টে অবশ্যই বলবো, চলুন আজ এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করি,

1672344690977_010726.jpg

কমিউনিটি কর্তৃক আয়োজিত নতুন উদ্যোগ আর্ট ক্লাস

IMG_20240607_020326.jpg

গত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসের আলোচ্য বিষয় নিয়ে কথা বলার সময় আমি আপনাদের জানিয়েছিলাম যে, আমাদের কমিউনিটি একটি নতুন উদ্যোগ নিতে চলেছে। আজ খুব আনন্দের সহিত জানাচ্ছি, ইতিমধ্যে এই উদ্যোগের শুভ সূচনা হয়ে গেছে।

গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যাবেলায় আমাদের কমিউনিটি আয়োজিত প্রথম আর্ট ক্লাস হয়েছিলো। যেখানে কম সংখ্যক মানুষ অংশগ্রহণ করলেও, ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি হয়েছি এই ক্লাসে অংশগ্রহণ করে।

ছোটবেলায় পারিবারিক উদ্যোগ হোক কিংবা আর্থিক সমস্যা যেকোনো কারণবশতই কখনো আঁকা শেখার সুযোগ হয়নি। তবে আঁকতে ছোটবেলা থেকে ভালোই লাগতো। গতকাল এই সুযোগটা পেয়ে কোথাও একটা ছোটবেলায় মনের কোণের সুপ্ত ইচ্ছে পূরণের সুযোগ পেয়েছি বলে মনে হলো।

অনেক বেশি উৎসাহ নিয়ে আমি কালকে ক্লাসে যুক্ত হয়েছিলাম এবং ক্লাসের শেষে আমার মনে হল সত্যিই কিছু শিখলাম। এই উদ্যোগটি নেওয়ার জন্য আমাদের অ্যাডমিন ম্যামকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ @crafter অর্থাৎ আমাদের টিচার নেহা ম্যামকে, এত ধৈর্য্য সহকারে আমাদেরকে সময় দিয়ে, সঠিক পদ্ধতিতে প্রথম দিন আঁকা শেখানোর জন্য।

1672344690977_010726.jpg

"নতুন দায়িত্ব"

এই বিষয়ে লেখা শুরু করার আগে আমি শুভেচ্ছা জানাই আমাদের কমিউনিটিতে যুক্ত @whizzbro4eva, @sur-riti, @sualeha@miftahulrizky নতুন মডারেটরদের। আশা করছি আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে দেখেছেন, তারা এই কমিউনিটিতে পোস্ট ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে শুরু করেছেন। প্রতিটি কমিউনিটির নির্দিষ্ট নিয়ম থাকে, সেই অনুযায়ী মডারেটররা কাজ করে।

আমাদের কমিউনিটির কাজ কিভাবে হয় এই জিনিসটি নতুন মডারেটরদেরকে শেখানোর দায়িত্বটা অ্যাডমিন ম্যাম আমাকে দিয়েছিলেন। যদিও ভাষার বিভিন্নতার কারণে হয়তো অনেক সময়ে অনেক কিছু বুঝতে সমস্যা হয়েছে, কিন্তু তবুও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে কমিউনিটির সমস্ত নিয়মাবলী ও ভেরিফিকেশন এর সমস্ত নিয়ম তাদেরকে ভালোভাবে শেখাতে পারি।

কমিউনিটিতে এখনও আমার নিজেরই অনেক কাজ শেখা বাকি আছে, একথা অস্বীকার করার জায়গা নেই। তবে যতটুকু আমি নিজে শিখেছি, চেষ্টা করেছি সেইটুকুই নতুনদেরকে শেখানোর।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1TnyQ6arnxXqZEM1AJqAiqbDX1F5NFxZScDfUVjm6tr4BZRUZHcLYotrPMWcsrBdrqZH5irXyWwjicbUz.png

এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত একটি কনটেস্ট চলছে। ইতিমধ্যে অনেকেই এই কনটেস্ট অংশগ্রহণ করলেও কমিউনিটির তরফ থেকে খুব কম সংখ্যক মানুষ কনটেস্টে অংশগ্রহণ করেছেন।

তাই অনুরোধ করবো সকলে যেন এই কনটেস্টে অংশগ্রহণ করে নিজেদের মতামত শেয়ার করেন। কারণ প্রত্যেকবারের মতন কনটেস্টের বিষয়বস্তু আমাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা নিরিখেই অ্যাডমিন ম্যাম বেছে নিয়েছেন।

অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট

1672344690977_010726.jpg

" কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzuN9fswW17pEfR8wZZhu6kXVXt5c1zatRNA1XFcAaSZFbGDF2dv9gsuo2aATuUfLFqR4FoJjhzQ7zUHiN.png

কমিউনিটি কর্তৃক আয়োজিত গত মাসের দ্বিতীয় কনটেস্টটি মাসের শেষ দিনে সমাপ্ত হয়েছিলো। আর প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও কনটেস্টের সমস্ত ডিটেলস এবং উইনারদের ডিটেলস অ্যাডমিন ম্যামকে মেলের সাহায্যে পাঠানোর দায়িত্ব আমি পালন করেছিলাম। কনটেস্টে বিজয়ী প্রত্যেককে পুনরায় আরো একবার শুভেচ্ছা জানাই।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

গত সপ্তাহে যে এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করেছিলাম, সেটি সম্পর্কে আমার অনুভূতি স্পষ্টভাবেই তুলে ধরেছিলাম এনগেজমেন্ট রিপোর্টেও। কিন্তু এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আবার সেই নিরাশা জনক জায়গায় পৌঁছে গেছে। শুধুমাত্র কমেন্ট নয়, ইউজারদের পোস্টের সংখ্যাও যথেষ্ট খারাপ ছিলো।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20240603_103606.jpg

বুমিং সংক্রান্ত কার্যাবলিটি নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, কারণ আমার বিশ্বাস এনগেজমেন্ট রিপোর্ট পড়ে আপনারা প্রত্যেকেই এতদিনে জেনে গেছেন যে, সাপ্তাহিক কার্যক্রম নয় বুমিং কার্যক্রমটি আমার একটি প্রতিদিনকার দায়িত্ব। যেটা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আমাকে পালন করতে হয়। আর আমিও চেষ্টা করি, এই কমিউনিটির প্রতি আমার দায়িত্ব গুলোকে যথাযথভাবে পালন করার।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে পালিত আমার আরও কিছু দায়িত্ব"

এই কমিউনিটির শুরুর দিন থেকে আমি একজন সদস্যই ছিলাম। আজ হয়তো আমার পদোন্নতি হয়েছে, তবে শুরুর দিন থেকে চেষ্টা করেছি এই প্লাটফর্ম তথা এই কমিউনিটির নিয়মাবলী মেনেই কাজ করার।

IMG_20240607_021223.jpg

তবে গত সপ্তাহে এমন একটি অনৈতিক কার্যক্রমে পড়েছিল যেটা এর পূর্বেও একবার ঘটেছিলো। একজন পুরোনো ইউজার হয়েও এই ধরনের অনৈতিক কাজ করার জন্য, তাকে সেকেন্ড ওয়ার্নিং এর ট্যাগ দিতে বাধ্য হয়েছিলাম। সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, এটাই তার জন্য শেষ সুযোগ। এই নিয়মটি আমাদের সকলের ক্ষেত্রেই সমান ভাবে প্রযোজ্য।

1672344690977_010726.jpg

যাইহোক চলুন এবার সদস্য হিসেবে কমিউনিটিতে প্রতিদিন আমি কি কি পোস্ট শেয়ার করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি, -

No.DateTitleThumbnail
01.30-05-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...1zE8wywvWWpaqTrijCHai5YBXrVN3YvoGzLNtZvDXMjr6VyN7z51cRrvgRwtM8fa6bcRpZ4EkK7N1mv69ag7hxcsznzubSeJ1eAD5frGi4RBJ8Kcrpcsg27kXp.png
No.DateTitleThumbnail
02.31-05-2024Incredible India monthly contest of May#2-Significance of Education!.hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAFiivaERvYhPu8xe5sQ5woG7CSMuJxm8Uw6dGvr3xLWG5TfP9Phe9ucsN3i5Mg...5vBcWLdRhuRJ27fSRj2JhQUQBWvjfTh58xdKohVjXshxKVQPEyDRCn6oZGMWnjNNW1DAk9sREySKCGoFq42ZsD4UUgdSr2kXCoZwvNJ4QxKLXWM4SDde2toq7C.png
No.DateTitleThumbnail
03.01-06-2024"Better life with steem-The Diary Game-31st May, 2024 "JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9kNnXhj9aM87fniYgjLRiBUQvPJr3X38tzZL3u1VGkfx2KRZGAwQkX5Yc4KUiyWhhPPdEwAXj7NuDKLCbzurXuNxFzH4.jpeg
No.DateTitleThumbnail
04.02-06-2024Better life with steem-The Diary Game-1st June, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xrxt5u4c7X62Z16NxwDQWWN35WbgAyHpJWKdHq6S8YoN5B3EJLH4FYcaNe5WryndJxDS6fzRzGC5hFEeuasc2WYMRKTfL.jpeg
No.DateTitleThumbnail
05.03-06-2024"Travel diary- Explored Digha-(Part-1)"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81KoULzY7NjyN81WVScimYZi4X3LzjGumZdCGZLfk346qxPuNxcMqwWmQhVUYnf1TvBxu7am8kZnBPtGKkEyXyXpzu7xvS.jpeg
No.DateTitleThumbnail
06.04-06-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT "3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
07.05-06-2024"Travel diary- Explored Digha-(Part-2)"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yDcqj8B1XX3AJNZTzUD6AsnEEj4tJhrL3tHoYSuuLb1XHSRHMzTqcynkJjCzMT4ojEvo4tEZ5iyv3am2xR5KbHPZuod7C.jpeg
No.DateTitleThumbnail
08.06-06-2024"Travel diary- Explored Digha-(Part-3)"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yVL7Un5WGuXsPpu9oSg38UW2Ka8fVK79epM2AtzWTS9yQqpEQa8s7z9nmvvivYwq1sYSUEs8EGcA7NaRYCqAAzYzxsvkN.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

সাপ্তাহিক রিপোর্ট একটি দিন নয়, পুরো সপ্তাহের কার্যাবলীর বিবরণ সংক্রান্ত। যার মাধ্যমে এই কমিউনিটির প্রতিদিনের দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সাথে শেয়ার করে থাকি। তবে এছাড়াও প্রতিনিয়ত ডিসকর্ডের সময় দিতে হয়।

অনেক সময় ইউজারদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবগত করার জন্য তাদের সাথে যোগাযোগ করে থাকি। এই সমস্ত কিছু মিলিয়ে কমিউনিটির কার্যাবলী সম্পন্ন করার চেষ্টা করি। এই সপ্তাহে দুটো নতুন কার্য যুক্ত হয়েছিলো, সেই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে শেয়ার করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
 26 days ago (edited)

Thanks for the recommendation 🙏.

The session was really good, thanks everyone for attending

 26 days ago 

Respected @sampabiswas, Co-Administrator, #Incredibleindia

I got emotional after reading your post. The way you have presented the details of your work shows the height of your dedication towards work.
It has been only 8-10 days since I have been working under you, but the love I am getting from you and respected admin madam @sdattaskitchen ji, it feels like I have joined a family in which I get the love and scolding of an elder sister and mother.

I salute your dedication towards work and immense hard work from the bottom of my heart.

 24 days ago 

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য আমার কাজ করার আগ্রহ অনেকখানি বাড়িয়ে তুললো। আপনার ডেডিকেশন ও আমাকে উৎসাহিত করে স্যার। আপনার কাজ করার আগ্রহ আমাকে অনুপ্রাণিত করে। আপনার মতো একজন মানুষের সাথে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত। আরও অনেক কিছু শেখার আছে আপনার থেকে। অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সর্বদা।

 24 days ago 

হ্যালো ম্যাডাম ,
আপনার কাজের প্রতি আপনার নিবেদন এবং আপনার দয়ার সাথে সম্প্রদায়ের নতুনদের আপনার সমর্থন এবং নির্দেশনা দিতে থাকুন।
সম্মান ও সম্মানের সাথে।

Loading...
 26 days ago 
  • আপনাকে অনেক ধন্যবাদ আপনার দায়িত্বগুলো আমাদের সামনে উপস্থাপন করে সেই সম্পর্কে আমাদের ধারনা দেওয়ার জন্য। আপনার এই রিপোর্টটা দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। যেখানে আপনি সারা সপ্তাহ জুড়ে এত এত দায়িত্ব পালন করেন আর সেখানে আমরা সদস্যরা নিজেদের এনগেজমেন্টটাও ভালো ভাবে বৃদ্ধি করতে পারি না যেটা আমাদের জন্যই লজ্জাজনক। আপনাদের সকলের রিপোর্ট আমাদের কাজ করার প্রতি অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।

  • আমাদের সকল নতুন মডারেটরদের প্রতি শুভকামনা রইল। নতুন মডারেটরদের কাজ বুঝিয়ে দেওয়ার দায়িত্বটাও আপনার উপর পড়েছে যেটা অন্তত্য গুরুত্বপূর্ণ একটা কাজ। এখানে আপনি শিক্ষকের ভূমিকা পালন করছেন।

  • সেই সাথে বুমিং, এনগেজমেন্ট ও কনটেন্ট সংক্রান্ত কার্যাবলী তো রয়েছেই, যেগুলো খুব দক্ষতার সাথে সম্পন্ন করেন আপনি।

  • আপনাকে অনেক ধন্যবাদ নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করার জন্য। ভালো থাকবেন।

 24 days ago 

নতুন মডারেটরদেরকে কাজ করার পদ্ধতি গুলো বোঝানো আমার জন্য একটু কষ্টকর ও চ্যালেঞ্জিং ছিলো। তার একমাত্র কারন ছিলো ভাষার বিভিন্নতা। তবে আমি চেষ্টা করেছি তাদেরকে যথাযথ ভাবে গাইড করার। আর তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা সবকিছু বেশ ভালোই বুঝতে পেরেছেন। এই সপ্তাহে এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিলো। ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। ভালো থাকবেন।

 24 days ago 

সম্পূর্ণ নতুন কোনো বিষয়ে কাউকে কিছু শেখানো খুব কষ্টসাধ্য একটা কাজ। মডারেটরদের অনেক অনেক জটিল কাজ সম্পন্ন করতে হয় তাই নতুন অবস্থায় তাদের এগুলো শেখানোটা খুব চ্যালেঞ্জিং। আর ভাষার ভিন্নতার কারনে এই চ্যালেঞ্জ টা আরও কয়েকগুন বেড়ে যায়। আমাদের মডারেটরা তাদের দায়িত্বগুলো খুব ভালো ভাবেই পালন করছে। আপনাকে অনেক ধন্যবাদ আমার মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।

 26 days ago 

কমিউনিটি কর্তৃক আয়োজিত নতুন উদ্যোগ আর্ট ক্লাসের আয়োজন করেছিলেন।এরপর আপনি সাপ্তাহিক বুমিং রিপোর্ট প্রকাশ করেছেন এরপর আপনি পুরোসপ্তাহ জুড়ে কি কি পোস্ট শেয়ার করেছেন সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন।বিষয়টি খুবি ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন সুস্থ থকবেন।

 24 days ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্য। সাপ্তাহিক কার্যক্রম গুলো নিয়মিত হলেও, এই সপ্তাহে নতুন মডারেটরদেরকে গাইড করার দায়িত্ব ও আর্টক্লাসের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন ছিল। তবে এই দুটোই আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করছে। ভালো থাকবেন।

 26 days ago 

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে তুলে ধরার জন্য। এই কমিউনিটিতে কিভাবে ভালো ও সুন্দরভাবে কাজ করতে হয় তা আপনাদের লেখা পড়েই বোঝা যায়। আপনার লেখার মাধ্যমে বোঝা যায় যে আপনি এই কমিউনিটির প্রথম দিন থেকেই কতটা সচেতন ছিলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 24 days ago 

কমিউনিটির শুরুর দিন থেকে যুক্ত থাকার কারনে এই কমিউনিটির প্রতি একটি আলাদা অনুভূতি ও দায়িত্ববোধ কাজ করে একথা অনস্বীকার্য। তবে হ্যাঁ শুরুর দিন থেকে এতো দায়িত্ব পালন করতে হয়নি। সময়ের সাথে সাথে তা বেড়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 25 days ago 

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে ভাগ করার জন্য। কমিউনিটিতে সদ্য যুক্ত হওয়া মডারেটর বৃন্দের সকল কিছু পর্যবেক্ষন এবং তাঁদের কাজ শেখানোর দায়িত্ব এ্যাডমিন ম্যাম আপনাকে দিয়েছে। এই বিষয়টি জানতে পেরে অনেক ভালো লাগলো। কেননা আমরা প্রতিনিয়তই আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি এবং জানছি।

এছাড়াও কমিউনিটিতে নতুন আরেকটি ক্লাস চালু হয়েছে। এই ক্লাসে যদিও আমি অংশগ্রহন করতে পারি নি তবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দিদি বুমিং সংক্রান্ত তথ্যও আপনি আমাদের জানিয়েছেন। এছাড়াও কমিউনিটিতে চলমান প্রতিযোগীতা সম্পর্কে আমাদের অবগত করেছেন। সব মিলিয়ে আপনার সাপ্তাহিক রিপোর্ট থেকে আমি বেশ কিছু তথ্য পেলাম।

ভালো থাকবেন দিদি। শুভ কামনা রইলো।

 24 days ago 

আপনার শুভ কামনার জন্য ধন্যবাদ। নতুনদের কাজ শেখাতে গিয়ে আমিও অনেক কিছু শিখেছি। আসলে যেকোনো নতুন কাজ আমাদের জীবনে নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। আপনার মত অনেকেই নতুন আর্ট ক্লাসে যোগাদান করতে পারেনি। তবে আমার জন্য এটাও নতুন ও উপভোগ্য অভিজ্ঞতা ছিলো। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 25 days ago 

প্রথমেই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। সত্যি আপনার পোস্টগুলো পড়লেই নিজের মধ্যে কাজ করার ইচ্ছা আরো বৃদ্ধি পায়। আবার মনে মনে হিংসেও হয় 😁।যাক মজা করে বললাম। আসলে আপনি একা একজন মানুষ যতগুলো কাজ করে থাকেন, তাহলে আমি কেন পারব না। আপনার সম্পূর্ণ পোস্ট পড়লেই বোঝা যায়, পরিশ্রম ছাড়া জীবনে কখনো সফলতা আসে না।
আসলেই পুরনো ইউজারের ক্ষেত্রে একই বিষয়ে বারবার বলার ক্ষেত্রেও ভুল করলে বিষয়টা অন্যরকম হয়।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 24 days ago 

আপনি ঠিক বলেছেন, পুরোনো ইউজারদের এক ভুল বারংবার করার বিষয়টি বড্ড বিরক্তিকর। তবে দুঃখের বিষয় নতুনদের তুলনায় পুরোনোরাই ভুল বেশি করে। একদমই সফলতা একদিনে আসে না। আমার বিশ্বাস আপনিও একদিন আমার মতোই এই কমিউনিটির অনেক দায়িত্ব পালন করতে পারবেন। অপেক্ষা শুধু সেই সময়ের। শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকবেন

 24 days ago 

আমার কাছে মনে হয়, একজন পুরনো ইউজার বারবার ভুল করলে সেটা বিরক্তকর লাগে। তবে তারপরও সেটা সংশোধন করে দেওয়ার ইচ্ছা করে। কিন্তু হ্যাঁ! একজন পুরনো ইউজার যদি কোন অপরাধ করে তাহলে সেটা ক্ষমার অযোগ্য। দোয়া করবেন আপু, আমিও যেন এই কমিউনিটির একজন ভালো সদস্য হয়ে কাজ করে যেতে পারি।

আমার কমেন্টের সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 24 days ago 

আপনি আপনার সাংসারিক দায়িত্বে সামলেও খুবই চমৎকার ভাবে কমিনিটির সব দায়িত্ব সামাল দিতেছেন৷ এর মাঝে আবার নতুন করে
আর্ট ক্লাস যোগ হয়েছে। এখানে আপনি খুবি উসাহের সাথে সব দায়িত্ব পালন করে চলছেন। যা অন্যদেরকেও কাজ করার প্রতি আগ্রহী করে।
এত চমৎকার ভাবে এই রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

 24 days ago 

ধন্যবাদ আপনাকে আমার রিপোর্ট পড়ার জন্য। আর্ট ক্লাসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছি। ব্যস্ততার মাঝে নিজের ভালো লাগার জন্য এইটুকু সময় না দিলে বেশি খারাপ লাগতো। সংসার ও কর্মজীবন দুটোকেই সমান ভাবে চালিত করার মতো মানুষ আমি একা নই। অনেকেই এটা করেন। তাই আমিও চেষ্টা করি, কতটুকু পারি সত্যিই জানি না। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60514.11
ETH 3335.86
USDT 1.00
SBD 2.48