Better life with steem || The Diary Game || 6th May, 2024 ||

in Incredible Indialast month
IMG_20240507_130435.jpg

"আজকের সারাদিনের বেশকিছু মুহুর্ত"

Hello,

Everyone,

নেটওয়ার্কের সমস্যার কারণে গতকাল রাতে পোস্ট ভেরিফিকেশন করতে গিয়ে, আর পোস্ট লেখার সময় হয়নি। তাই আজ সকালের সমস্ত কাজ সম্পন্ন করে পোস্ট লিখতে বসলাম।

অনেকদিন বাদে আজকে সকালে সেই তীব্র গরম অনুভূত হচ্ছে না। কারণ গতকাল সন্ধ্যার পর থেকে প্রবল ঝড় বৃষ্টির কারণে, আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে।

তবে এই আবহাওয়া কত দিন থাকবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। যাইহোক আজকে এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার গতকালের সারাদিনের কার্যাবলী। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"সকালবেলা"

IMG_20240506_124329.jpg

রুটিন মাফিক গতকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম। তারপর যথারীতি সকালের সমস্ত কার্যক্রম শেষ করে কমিউনিটির কাজ নিয়ে বসেছিলাম। গতকাল ছিলো আমাদের এনগেজমেন্ট চ্যালেঞ্জের চতুর্থ সপ্তাহের উইনার অ্যানাউন্সমেন্টের দিন, সুতরাং সকালের দিকে কাজের চাপ একটু বেশি ছিলো।

IMG_20240506_125004.jpg

কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারের ডিটেলস বের করে, সেই সমস্ত কিছু অ্যাডমিন ম্যামকে মেলের মাধ্যমে পাঠিয়ে, তারপর বসেছিলাম পোস্ট ভেরিফিকেশন করতে। ব্রেকফাস্ট হিসেবে গতকাল আমি চা দিয়ে পাউরুটি খেয়েছিলাম।

1672344690977_010726.jpg

"দুপুরবেলা"

কমিউনিটির কাজ শেষ করতে আমার দুপুর হয়ে গিয়েছিলো। এরপর উঠে যথারীতি ঘরের কাজে হাত দিলাম। পরশুদিনের অনেকগুলো ধোয়া জামাকাপড় ছিলো, সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে রাখলাম। কারণ গতকাল আমি আয়রন করার সময় পাইনি, এর মধ্যে অল্প অল্প করে আয়রন করতে হবে।

এরপর ঘর মোছার কাজ শেষ করে, আমি স্নান করতে চলে গেলাম। গত দুদিন গরমের কারণে পিকলু দুপুরবেলায় কিছুই খাচ্ছিলো না। তাই স্নান করতে যাওয়ার আগে প্রতিদিনই নিয়ম করে ওকে একটু ওআরএসের জল খাইয়ে যাই।

IMG_20240506_124304.jpg

যাইহোক স্নান করে এসে আমি ঠাকুর পূজা দিয়ে নিলাম। ততক্ষণে শাশুড়ি মা সমস্ত কাজ গুছিয়ে স্নান করে নিয়েছিলেন। শ্বশুর মশাইয়ের শরীর খুব বেশি ভালো না থাকায়, ওনাকে একটু সকাল সকাল স্নান করিয়ে দেওয়া হয়েছিলো।

IMG_20240506_130347.jpg

পুজো দেওয়ার শেষে আমরা তিনজনে মিলে লাঞ্চ করে নিয়েছিলাম। গতকাল লাঞ্চ করতে করতে বেশ কিছু সময় টিভি দেখেছিলাম। অনেকদিন বাদে টিভিতে কাল পছন্দের একটি সিনেমা হচ্ছিলো, তারই কিছু অংশ দেখেছিলাম।

1672344690977_010726.jpg

"বিকালবেলা"

খাওয়া-দাওয়া শেষ করে যথারীতি বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছিলাম। রাতে জাগার কারণে দুপুরের এই ঘুমটা আমার জন্য খুবই জরুরী, না হলে রাতে কমিউনিটির কাজ করা একটু অসম্ভব হয়ে পড়ে। তাই কমিউনিটিতে কিছু পোস্ট দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি।

যখন ঘুম ভাঙলো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এই সময় ঘুমটা আরও বেশি পায় বলে আমি এলার্ম দিয়ে রাখি। তবে গতকাল এলার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে গিয়েছিলো।

1672344690977_010726.jpg

"সন্ধ্যাবেলা"

সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা পূজো শেষ করে, আমি বুমিং এর কাজ নিয়ে বসে পড়লাম। হিসেব মতন আজকাল যেন ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে, বাড়ির কাজ ও কমিউনিটির কাজ করতে অভ্যস্ত হয়ে পড়েছি। কমিউনিটির কাজ করতে করতে কিছুক্ষণের মধ্যে শুভ অফিস থেকে বাড়ি এলো এবং জানালো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে ভালোই।

IMG_20240506_125722.jpg

হয়তো বৃষ্টি হতেও পারে। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হল ঝোড়ো হাওয়া, আমি দৌড়ে গিয়ে উপরের দরজা জানালা গুলো আগে বন্ধ করে এলাম, না হলে ধূলোতে সারা ঘর ভর্তি হয়ে যাবে।

কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে গেলো। ফোনে যতটুকু চার্জ ছিলো তাতে কমিউনিটির কাজে কোনো ব্যাঘাত হবে না। তাই কারেন্ট নিয়ে খুব একটা চিন্তিত ছিলাম না, তবে হ্যাঁ নেটওয়ার্ক নিয়ে অবশ্যই একটা চিন্তা ছিলো।

বেশ কিছুক্ষণের মধ্যে ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে আবহাওয়া একেবারে ঠান্ডা হয়ে গেলো। এইরকম আবহাওয়ার জন্য অনেকদিন যাবৎ অপেক্ষা করছিলাম। কারণ প্রচন্ড গরমে আমরা সকলেই প্রায় অতিষ্ট হয়ে উঠেছিলাম।

IMG_20240506_125536.jpg

শুধু আমরা নয়, এই বৃষ্টির কারণে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। যদিও প্রতিদিন নিয়ম করে গাছে জল দেওয়া হয়, কিন্তু তবুও বৃষ্টির পর তাদেরকে যতটা সতেজ মনে হয়, জল দিলে ততটাও সতেজ মনে হয় না।

1672344690977_010726.jpg

"রাত্রিবেলা"

বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম কারেন্টের জন্য, তবে ঝড় বৃষ্টি যে অবস্থা ছিলো তাতে কারেন্ট আসার কোনো সম্ভাবনা ছিল না। তাই খুব বেশি দেরি না করে, আমি রান্নাঘরে গিয়ে রুটি তৈরি করে নিলাম শ্বশুরমশাই ও পিকলুর জন্য।

আমি পিকলুকে ডিনার করিয়ে দিলাম এবং শাশুড়ি মা শশুর মশাইকে খেতে দিয়ে দিলেন। এরপর আমি, শাশুড়ি মা ও শুভ একসাথে ডিনার করে নিলাম। গতকাল একটু তাড়াতাড়ি ডিনার শেষ হয়েছিল আমাদের।

ডিনার কমপ্লিট করে আমি সমস্ত কাজ গুছিয়ে কমিউনিটির কাজ নিয়ে বসলাম এবং সেই সময় পিয়া দিদির সাথে কথা বলে জানলাম, বাংলাদেশে ঝড় বৃষ্টির কারনে সেখানকার নেটওয়ার্ক এবং কারেন্ট দুটোই আসার সম্ভাবনা খুবই কম।

তখনও পর্যন্ত নেটওয়ার্ক ছিলো তাই তিনি কাজ করতে পেরেছিলেন। পরবর্তীতে আর কাজ করা সম্ভব ছিল না। তবে কমিউনিটিতে পোস্ট ছিল অনেক, তাই আমি ও আমাদের নাইজেরিয়ান মডারেটর মিলে কমিউনিটির ভেরিফিকেশন বেশ কিছুটা এগিয়ে রাখলাম।

তারপর কমিউনিটির কাজ শেষ করে, আমি রাত তিনটে নাগাদ ঘুমাতে গেলাম। গতকাল রাতের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে, শোয়ার কিছুক্ষণের মধ্যেই কখন যেন ঘুমিয়ে পড়লাম। তবে অন্যান্য দিন শোয়ার পরেও গরমের কারণে এদিক ওদিক করে অনেকটা সময় নষ্ট হতো।

যাইহোক এইভাবে আমি আমার গতকালের দিনটা কাটিয়েছি। খুব বেশি কর্মব্যস্ততার মধ্যে না হলেও, কাজের চাপ মোটামুটি ভালোই ছিলো। তবে সবথেকে বেশি উপভোগ্য ছিল কালকের সন্ধ্যার পর থেকে বয়ে চলা ঝড়ো হাওয়া এবং অঝোর বৃষ্টি।

যাইহোক ভালো থাকবেন আপনারা সকলে। ভালো কাটুক আপনাদের আজকের সারাদিন।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

Sort:  
Loading...

D2CA581D-BDF5-470C-86B0-D3334D0F3161.png

Congratulations! This post has been upvoted through Curation Team#3. We support quality posts, and good comments anywhere and with any tags.

Wow..there is also raining. In our country as well, the atmosphere is very windy and cold. When I woke up at 4 o clock in morning and went to terrace for feeling the cool windy winds. I got running nose and felt need to have warm water.
Your snacks must be tempting. Thank you .

 last month 

প্রতিদিনের মতোই সঠিক সময় ঘুম থেকে উঠেছেন। কিন্তু সকাল থেকে বলতে গেলে দুপুর পর্যন্ত কমিউনিটির কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলেন। করে দুপুরের দিকে নিজের কাজকর্ম সেরে নিয়েছেন।
আপনি ঠিক বলেছেন কয়েকদিন আগে যে রোদের তীব্রতা ছিল বর্তমানে অনেকটাই কমে গেছে।

সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66419.93
ETH 3546.03
USDT 1.00
SBD 2.47