"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India4 days ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...xkzbSmMZop4uhwwDE7FcPLNtoxVmrQpeFTvA5JghDXuGyEDEGQUYCQ3GUyy3fUS43t6MRidaYVAkqbqPBW15EaeEDZj8iagGvqreTFKwzh3kivt7C6sG6SD7QA.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কাটেছে।

প্রতি সপ্তাহের মতন আবারও এই সপ্তাহে উপস্থিত হলাম আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপনের জন্য যার মাধ্যমে গত সপ্তাহে কমিউনিটিতে করা আমার সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক, -

1672344690977_010726.jpg

"ট্যাগ পরিবর্তন"

IMG_20250207_135400.jpg

কমিউনিটির কো-এডমিন হিসেবে বেশ কিছু দায়িত্ব অনেক সময় আলাদাভাবে পালন করার প্রয়োজন পড়ে। তেমনই একটি দায়িত্ব হলো ট্যাগ পরিবর্তন। আমাদের সঙ্গে যুক্ত হওয়া একজন সদস্য তিনি ক্লাব বহির্ভূত হয়ে গিয়েছিলেন। সেই কারণে তার ট্যাগ একটা পরিবর্তন করে সেখানে নো ক্লাব ট্যাগ দিয়েছিলাম এই সপ্তাহে।

সত্যি কথা বলতে ক্লাব সম্পর্কে হয়তো এই মুহূর্তে প্লাটফর্মে তেমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আমি মনে করি কোনো একটি জিনিসকে ধারাবাহিকভাবে পালন করাই ভালো। কারণ আগামীতে যদি স্টিমিট প্ল্যাটফর্মের নিয়ম পরিবর্তন হয়, সেক্ষেত্রে হঠাৎ করে ক্লাবের অন্তর্ভুক্ত হওয়ার মতো পরিস্থিতি নাও থাকতে পারে। তার থেকে নিয়ম মেনে যেকোনো একটা ক্লাবে মেইনটেইন করাই উপযুক্ত সিদ্ধান্ত বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি।

IMG_20250207_135424.jpg

এছাড়াও যেমনটা আপনারা জানেন আমাদের কমিউনিটিতে কোনো নতুন ইউজার আমাদের সঙ্গে যুক্ত হয়ে টানা তিন মাস কাজ করলে, তার আর নিউকামার্স হ্যাশট্যাগ ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এরকমই একজন ইউজারের ট্যাগ আমি এই সপ্তাহে পরিবর্তন করেছি, কারণ ইতিমধ্যে এই প্লাটফর্ম তথা আমাদের কমিউনিটিতে তিনি তিন মাসের বেশি যুক্ত হয়েছেন, তাই তার ট্যাগ পরিবর্তন করা আবশ্যক ছিলো।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

aiVb1SUiufHHkh3xGs2bSRnh2RG2R16igFNq41UwyQ9JabgqYjqCLBu93iw1c4kZiZbfWrhoU7rmczx8RniEuGKjErejwkExnrLb6CsGSf...284PCsR7ktw2nfACczDnLSHRqyRNvMY9snmBZG2WYGUFdscsE2UaMdN1ENW8xjzKBigtdTGySsfybKU3LyFxtHRQ9EYaegeeB7fTGweFDBdzWW6GiTb59ditW2.png

আশাকরি ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন, এই মাসের প্রথম সপ্তাহ থেকে আমি একটি নতুন পদক্ষেপ নিয়েছি। সেটি হলো প্রতি মাসের প্রথম সপ্তাহে কমিউনিটিতে আমি একটি কনটেস্টের আয়োজন করবো, ঠিক যেমনভাবে এতদিন অ্যাডমিন ম্যাম ও কমিউনিটির দ্বারা কনটেস্ট চলতো।

আশাকরব আমাদের কমিউনিটির সকল একটিভ ইউজাররা এই সকল কনটেস্টে অংশগ্রহণ করে কমিউনিটিকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যারা এখনও পর্যন্ত অংশগ্রহণ করেননি, তাদের জন্যে লিঙ্কটি শেয়ার করলাম। আজ এই কনটেস্টে অংশগ্রহণের শেষ দিন, তাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই কনটেস্টে অংশগ্রহণ করে, বিষয়বস্তু সম্পর্কিত মতবাদ ও অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন।

কমিউনিটিতে চলমান কনটেস্টের লিঙ্ক

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznBtoB6BwxfkKrSvnsS5Ny25uZ7ERmE4o93m6MfG9Eg3onDdfJysg8aVZCZgSp6Eoh1pCRqAUAX3ww9Yr.jpeg

যেমনটা আমি উপরে বললাম, কমিউনিটিতে প্রতি মাসে অ্যাডমিন ম্যাম কর্তৃক দুটো কনটেস্টের আয়োজন করা হয়, যার মধ্যে একটি কনটেস্ট এই মুহূর্তে কমিউনিটিতে চলমান, যার লিংকটি আমি নিচে শেয়ার করছি। বিষয়বস্তুটি প্রত্যেক সপ্তাহের মতনই অনেক বেশি আকর্ষণীয়, আশা করছি প্রত্যেকে নিজের মতামত এই কনটেস্ট অংশগ্রহণের মাধ্যমে শেয়ার করবেন।

কমিউনিটিতে চলমান কনটেস্টের লিঙ্ক

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png

গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করতে গিয়ে অনেক বেশি আনন্দ পেয়েছি, কারণ বহুমাস বাদে নিজের কমিউনিটিকে আবার এনগেজমেন্টের শীর্ষে দেখে আপ্লুত হয়েছি। আসলে পূর্বে কমিউনিটি বেশিরভাগ সপ্তাহেই এনগেজমেন্টের জন্য শীর্ষে থাকতো, তবে মাঝখানে বেশ কিছু সপ্তাহ সকলের উৎসাহ এতটাই কম ছিল যে, আমরা অনেকটাই পিছিয়ে পড়েছিলাম।

কিন্তু নতুন উদ্যোগে বেশ কিছু ইউজার আবার পুনরায় এনগেজমেন্ট বৃদ্ধিতে সক্রিয় হয়েছেন এবং ফলস্বরূপ আমাদের কমিউনিটি গত সপ্তাহে সর্বসেরা ছিলো। আশাকরছি প্রত্যেকেই রিপোর্টটি পড়েছেন, যারা পড়েননি তাদের জন্য রিপোর্টের লিংকটি আরও একবার নিচে শেয়ার করলাম, -

সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

মাঝখানের দুটো সপ্তাহ এই বুমিং সংক্রান্ত কার্যাবলীর দায়িত্ব অ্যাডমিন ম্যাম নিয়েছিলেন এবং সেই অনুযায়ী দুই সপ্তাহ দায়িত্বটি আমাকে পালন করতে হয়নি। তবে এডমিন ম্যামের নির্দেশ অনুযায়ী এই সপ্তাহ থেকে আবার নতুন করে এই বুমিং সংক্রান্ত কার্যাবলীর দায়িত্ব আমার উপরে রয়েছে। চেষ্টা করছি প্রতিদিন নিজের এই দায়িত্বটি সঠিকভাবে পালন করার, ঠিক যেমনভাবে পূর্বে করতাম।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20250207_141038.jpg

পোস্ট ভেরিফিকেশন এর দায়িত্বটি আমাদের সকলের উপরেই রয়েছে। নির্দিষ্ট সময় মেনে আমরা প্রত্যেকে চেষ্টা করি কমিউনিটিতে আগত পোস্টগুলিকে সঠিকভাবে ভেরিফাই করার। অনেক সময় ব্যক্তিগত সমস্যার কারণে যদি কোনো মডারেটর উপস্থিত হতে না পারে, সেই সময় এগিয়ে এসে তার কাজটা দায়িত্ব সহকারে করাটা বোধহয় আমাদের প্রত্যেকেরই কর্তব্য। আর সত্যি কথা বলতে যারা এই মুহূর্তে আমরা একসাথে কাজ করছি, তাদের মধ্যে এই সহযোগিতা করার মানসিকতা রয়েছে বলেই, নির্দিষ্ট সময়ের পূর্বে প্রতিটি পোস্ট ভেরিফাই করা হয়ে থাকে।

ভেরিফিকেশনের মাধ্যমে আমরা যেমন কারোর লেখার প্রশংসা করতে পারি, তেমনি কারোর লেখাকে আরো কিছুটা উন্নত করার জন্য কোনো পরামর্শ কমেন্ট এর মাধ্যমে দিতে পারি। এই সপ্তাহে আমি এরকমই একটি পরামর্শ একজন ভাইকে দিয়েছিলাম এবং পর দিনই তিনি সেই অনুযায়ী নিজের পোস্ট শেয়ার করেছিলেন, যেটা দেখে আমি বেশ খুশি হয়েছিলাম।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

অনেকদিন বাদে এই সপ্তাহে আমি প্রতিদিন নিজের লেখা আপনাদের সাথে শেয়ার করেছি, অর্থাৎ সক্রিয়তা পূর্বের মতন বৃদ্ধি করার চেষ্টা করেছি। তাই গত সপ্তাহে কি কি পোস্ট শেয়ার করেছিলাম, তার এক ঝলক সব রিপোর্টের মতনই রিপোর্টে উপস্থাপন করলাম, -

No.DateTitleThumbnail
01.30-01-2025"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...8SqDHM2q5pizaMAzUKMBVb5Tev66mM7kyscBizgwRf5WUDa2xNwcbtNa6XvZvK7teR3Aov3BPbos4E7kpQSoyGwm2CdcBfcVGVkGL43LW7r324einENxt2PyJE.png
No.DateTitleThumbnail
02.01-01-2025"Incredible India monthly contest of February#1 by @sampabiswas/Experience of the beginning of the new year"aiVb1SUiufHHkh3xGs2bSRnh2RG2R16igFNq41UwyQ9JabgqYjqCLBu93iw1c4kZiZbfWrhoU7rmczx8RniEuGKjErejwkExnrLb6CsGSf...284PCsR7ktw2nfACczDnLSHRqyRNvMY9snmBZG2WYGUFdscsE2UaMdN1ENW8xjzKBigtdTGySsfybKU3LyFxtHRQ9EYaegeeB7fTGweFDBdzWW6GiTb59ditW2.png
No.DateTitleThumbnail
03.02-02-2025""ভিন্ন স্বাদের মেথি চিকেন রেসিপি""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81CDPdKrHykicii2fdoZEQmSXvsoCmmXniGNADQMDf5eaf7XtxP6wUcroZ7Y3hfRFxXBvY8E9rRbnox96cEfo5wFuMJvES.jpeg
No.DateTitleThumbnail
04.03-02-2025"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
05.04-02-2025""সরস্বতী পুজোতে বান্ধবীদের সাথে কাটানো বিশেষ মুহুর্ত""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xaaEFia9a2ijiKmGVNV2SwSrTrV6hkCe6dX79UvNm5hR5UW8TYmqo22wJqWNuniRRXtCJPPhDEGTzPqikMGJkoW7mCrES.jpeg
No.DateTitleThumbnail
06.05-02-2025""গতকাল সারাদিনের কিছু কথা""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ytdMPaRb8zWStEKNSmu4oapioYy5ujNtJVBWQEVW1mEqxY11iTQ8r5bKbVPa2fvDNrBGmEQhYqLuBWQAp5CGYSKy6wNHL.jpeg
No.DateTitleThumbnail
07.06-02-2025""আমার প্রিয় পোষ্য পিকলুকে নিয়ে নিজস্ব কিছু‌ কথা""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ykrpjN81rV8p7FU5pteip5SnNZtnQH5rqE9u1gRRV71euRnLTN8PQJJ7x4mHvUCPMqzpVPtj4F3fBbaakkCk1vNFBKe2A.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিল আমার এই সপ্তাহের সকল কার্যাবলীর বিবরণ, যেগুলো আমি এই সাপ্তাহিক রিপোর্টে উপস্থাপন করলাম। আশা করছি আপনারা সকলে রিপোর্টটি মনোযোগ সহকারে পড়বেন এবং এই রিপোর্ট সংক্রান্ত আপনাদের যেকোনো রকম মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন, যাতে পরবর্তীতে আমি আমার এই রিপোর্টটি আরো বেশি উন্নত করতে পারি। সকলের সুস্থতা কামনা করে এই সপ্তাহের রিপোর্ট এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।

Sort:  
Loading...
 4 days ago 

আপনার একটা সপ্তাহের কার্যক্রম আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন।আপনি ঠিকই বলেছেন আসলে বর্তমান সময়ে প্লাটফর্ম এর মধ্যে ক্লাব নিয়ে তেমন একটা সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে যদি প্লাটফর্মের মধ্যে ক্লাব নিয়ে আসা হয়। তাহলে কিন্তু যারা ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যাবে।

আমার কাছে মনে হয় আমরা যদি 10 টাকা ইনকাম করি, অন্ততপক্ষে ওখান থেকে ছয় টাকা জমা রেখে আর বাকি টাকা নিজেদের খরচের জন্য আমরা ব্যয় করতে পারি। এতে করে কিন্তু পরবর্তী সময়ে আমাদের বিপদের সময় এই টাকাটা কাজে লাগাতে পারি, আর যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তাদেরকে বলব প্রতিনিয়ত এখানে কাজ করেন ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক ভালো হবে। অসংখ্য ধন্যবাদ একটা সপ্তাহের কার্যক্রম শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

প্রথমেই দিদি আপনাকে সাধুবাদ জানাই এতোটা পরিশ্রম করে আমাদের জন্য কাজ করার জন্য। আজকের রিপোর্টটা পরে আরও বুঝতে পারলাম এডমিন বা মেডারেটররা কতটা দায়িত্ব পালন করে থাকেন। এতোটা দায়িত্বের মাঝেও আপনারা আমার ব্যাক্তিগত জীবন, পোষ্ট রেগুলার চালিয়েছেন। যা আমাদের জন্য অনুপ্রেরণা। আজকের রিপোর্ট টা অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 days ago 

আপনার কমিউনিটির প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয় আপু। পুরো সপ্তাহের কার্যকলাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা নতুন ও পুরাতন সদস্যের জন্য দারুন দিক নির্দেশনা হতে পারে। বিশেষ করে ট্যাগ পরিবর্তন কনটেস্ট পরিচালনা ও এনগেজমেন্ট বৃদ্ধির প্রচেষ্টা সত্যি প্রশংসার যোগ্য। এভাবেই কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 97843.38
ETH 2700.40
USDT 1.00
SBD 4.52