"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India20 days ago (edited)
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...MsVFFufaM9mc5pAoMGD8EmkXSQeWAuhFx8v6phgfLj795EHtJwusTN5c46JodvYBG5SD9uosyvmvsBdUftRVtpoMpFRorzXz9THMQekTqrLz8Y1gmDQdcUWRLa.png
"Edited by canva"

Hello,

Everyone,

আজ সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপনের দিন। সকালের কাজ মোটামুটি শেষৃ করে তাই বসে পড়লাম পোস্ট লিখতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন।চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি, গত সপ্তাহে কমিউনিটিতে আমি কি কি কাজ করেছিলাম, তার সংক্ষিপ্ত বিবরণ সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্টে।

1672344690977_010726.jpg

নতুন সদস্যদের সাথে কথোপকথন

IMG_20241129_120045.jpg

এর পূর্বে হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি পরিবারে যখনই নতুন কেউ যুক্ত হয়, সেটি আমাদের সকলের জন্য অনেক বেশি আনন্দের হয়। নতুন আগত সকল সদস্যদের সাথে শুরুর দিন থেকে কথা বলার চেষ্টা আমরা করি। তাদের পাশে থাকা, তাদের কাজ সংক্রান্ত কোনো যে সমস্যার সমাধানে এগিয়ে এসে সাহায্য করার চেষ্টা, আমাদের কমিউনিটির মডারেটর তথা পুরনো ইউজার সকলেই করে থাকেন।

যদিও এই প্লাটফর্ম একটি স্বাধীন প্লাটফর্ম। এখানে প্রত্যেকেই নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করেন বা করতে পারেন। তবে আমাদের পরিবারে আগত সকলকে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করে থাকি এবং আগামীতেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।

গত সপ্তাহে আমি অ্যাডমিন ম্যামের সাথে উপস্থিতিতে আমাদের কমিউনিটিতে আগত দুজন সদস্যের সাথে কথা বলেছিলাম, তাদের ভেরিফিকেশন করেছিলাম। তারা হলেন- @roy.saikat @mdsuhagmia.

আশা করি আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থেকেই তারা আগামী পথ চলবেন। আমাদের পরিবারের সকলের তরফ থেকে আপনাদের দুজনের জন্য অনেক শুভেচ্ছা রইলো। আপনাদের চলার পথ অনেক সুদীর্ঘ হোক।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzaRkDtnbbrfe5LvUu5oGRU2XHAAhpmnrxjZgGCCPvKNrfuyVGJRrkSzafwQTSDBWJekdBhb7Xo2w9mGXY.png

এই মুহূর্তে কমিউনিটিতে যে কনটেস্ট চলছে সেখানে অংশগ্রহণ করার আজ শেষ দিন। প্রত্যেকবারের মতন একটি অন্য ধরনের বিষয় নির্বাচন করে অ্যাডমিন ম্যাম কনটেস্টের আয়োজন করেছিলেন।

শপিং করতে আমরা প্রত্যেকেই ভালবাসি এবং প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা রয়েছে। আর সেই অভিজ্ঞতার কথা ও শপিং সংক্রান্ত মতামতই এই সপ্তাহের কনটেস্টের বিষয় ছিলো। যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন তাদের সকলের জন্য অনেক শুভকামনা রইলো।

তবে যারা এখনও পর্যন্ত কনটেস্টে অংশগ্রহণ করেননি, তাদেরকে অনুরোধ করবো আজকের মধ্যেই কনটেস্টে অংশগ্রহণ করে নিজেদের মতামত জানানোর জন্য। সকলের সুবিধার্থে কনটেস্টের লিঙ্কটি আমি আরও একবার নিচে শেয়ার করছি।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo12KixAuvuasWwSrt9BGD2GrUVnw5ui5agoKspRyfQEQ6ubVqW6hYeM8BEx2eNLHHSTPSitNmX7eiiTRLz.png

অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের কনটেস্ট গত সপ্তাহে শেষ হয়েছে। লেখার কোয়ালিটি নির্ধারণ করে তিনজন উইনার বেছে নিয়ে, ইতিমধ্যে অ্যাডমিন ম্যাম উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট শেয়ার করেছেন।

সেই পোস্টে কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেলস আপনারা দেখেছেন। প্রতি সপ্তাহের মতন সেই ডিটেলস গুলো মেলের মাধ্যমে অ্যাডমিন ম্যামকে পাঠানোর দায়িত্ব আমি এই সপ্তাহেও পালন করেছি। বিজয়ী সকলকে অসংখ্য শুভেচ্ছা জানাই, পাশাপাশি অংশগ্রহণকারী সকল সদস্যকে জানাই ধন্যবাদ।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png

যেমনটা আপনার প্রত্যেকেই জানেন, আমাদের কমিউনিটিতে এই মুহূর্তে একটা টুর্নামেন্ট চলছে। সেটি অবশ্যই এনগেজমেন্ট ভিত্তিক। যারা প্রতি সপ্তাহের কিউরেশন রিপোর্ট পড়েন, আশাকরি বিষয়টি সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন।

গত সপ্তাহেও বিজয়ীদের মধ্যে আমি নিজেও একজন ছিলাম। যেটা অবশ্যই আনন্দদায়ক। তাই আপনাদেরকে অনুরোধ করবো, এগিয়ে এসে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। কারণ সকলকে হারিয়ে নিজেকে বিজয়ী দেখার যে আনন্দ, আমি চাই সেটি আপনারাও উপভোগ করুন।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20241125_102809.jpg

বুমিং সংক্রান্ত দায়িত্ব পালন করাটা দেখতে সহজ হলেও বিষয়টি আসলে ততখানিও সহজ নয়। তার বেশ কতগুলো কারণ রয়েছে, যেটি প্রতিদিন আমি কাজ করতে বসে বুঝতে পারি। তবে হ্যাঁ যারা প্রতিনিয়ত নিজেদের কাছ সঠিকভাবে করে চলেছেন,তাদের সাপোর্ট করা আমার দায়িত্ব এবং এই দায়িত্বগুলোকে আমি নিজের মতন করে, নিয়ম অনুসারে, পালন করা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। যে চেষ্টাটা আগামীতেও অব্যাহত থাকবে।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20241129_120402.jpg

আপনারা সকলে আশাকরি জানেন আমাদের কমিউনিটির প্রত্যেক মডারেটরের জন্য নির্দিষ্ট সময় রয়েছে পোস্ট ভেরিফিকেশনের। কখনো কখনো এই ভেরিফিকেশনের সময় প্রয়োজন অনুসারে পরিবর্তনও হয়। নিজেদের মধ্যে আলোচনা পূর্বক আমরা সেই কাজগুলোকে ভাগ করে করে থাকি। গত সপ্তাহে আমি কবে কটা পোস্ট ভেরিফিকেশন করেছিলাম, তা নিচে উল্লেখ করলাম।

ভেরিফিকেশনের তারিখভেরিফাইড পোস্ট সংখ্যা
22/11/20245
23/11/20246
24/11/20245
25/11/20244
26/11/20247
27/11/20246
28/11/20249

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

উপরোক্ত সমস্ত দায়িত্ব পালন করলেও, কমিউনিটির একজন সদস্য হিসেবে প্রতিদিন নিজের লেখা শেয়ার করাটাও আমার দায়িত্বের অন্তর্ভুক্ত, যেটা আমি অস্বীকার করতে পারি না। তাই চেষ্টা করি সমস্ত কাজ সামলে নেওয়ার পর, প্রতিদিন অন্ততপক্ষে একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। জন্য গত সপ্তাহে আমি কবে, কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিলাম-

No.DateTitleThumbnail
01.22-11-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...MsVFFufaM9mc5pAoMGD8EmkXSQeWAuhFx8v6phgfLj795EHtJwusTN5c46JodvYBG5SD9uosyvmvsBdUftRVtpoMpFRorzXz9THMQekTqrLz8Y1gmDQdcUWRLa.png
No.DateTitleThumbnail
02.23-11-2024"The November contest #2 by @sduttaskitchen-Which is your preference, Quality or Quantity?"Kz4AvTzHkfLrTgk4jBHoYcXpJf47BZhfNN6eSM2MkqQuH4qnCGiFnENFK9phZHhAAhrrnFNcXMaBnGP5q6XwB5SAx1xhDfVFg6rFKuT2Mg3UEGS8rRy76Yr31uNuN99dEFbWKoRMzrGMszWiVnBtgZ1T3WwYPtAcxChWF1yNBdbb3r56Rt89TXAkY88Abge9v4yGpee8DFU8AWLaA.png
No.DateTitleThumbnail
03.24-11-2024""রাসের মেলায় কাটানো একটি সন্ধ্যা""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81K66cc1QuJagvk1Q7jxXmtm6rDR8mF84zXDnNfTMTYMxhKXwvLmurZLWELLajbeqyNh7ZaUvg6mqPx5tuZQtY91CxCuvE.jpeg
No.DateTitleThumbnail
04.25-11-2024Better life with steem// The Diary Game// 24 th November, 2024// রবিবারের সারাদিনJvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yWwHpUBDaQRN5VCPqg156eCufDjbes5evobvEh2VTctyky2C7WtqCMZFYL3kD6hEDkGPiC4eJMzbKcBPjsYj74AcYYEEz.jpeg
No.DateTitleThumbnail
05.26-11-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
06.27-11-2024"দ্যা টেগোর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে কিছুটা সময় কাটানোর অভিজ্ঞতা"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9tqWUTv5hZVFnMVbdHxaiaKV2UKYq3xwhwboLM6mMXPsV6QRXgGoi4LtYXw7uZ3mPtgNVVzmBkuNnvyBsXZ5SVhVCoJW.jpeg
No.DateTitleThumbnail
07.28-11-2024"Incredible India monthly contest of November #2-Are you for or against online shopping?"2ai8Wx7yRZDoNcamXiWEb6bW3phQBZ4cV9Fq1No1NczS2d8CjvevpRcQRWnnfbGo9nUKerZWZbzqiJHLvNDf7hd4qBxYVhyQpz6GqrCYD1aZitMj7f6UD9NaH5DiPi4iQ7xXXPcDR5K39FwAiuc8NPQEsRKkmxe4j574KuoHhccb9N2JxBeNwxRUPwisag96vfkaZZm9BASDLjwtiYBuNYtUTTRmqWzpce.png

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিল আমার সারা সপ্তাহের কার্যাবলী, যেটি সংক্ষিপ্ত আকারে আমি এই রিপোর্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও অনেক সময় ডিসকার্ডে অনেকটা সময় দিতে হয় বিশেষ বিশেষ কারণে, যেগুলো হয়তো এখানে উল্লেখ করা হলো না।

তবে পারিবারিক জীবনের বাইরে কমিউনিটির সকল দায়িত্ব পালন করা কষ্টকর হলেও, আমি সর্বোচ্চ চেষ্টা করি নিজের কাজটি সঠিকভাবে করার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই কমিউনিটি সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রত্যেকেই রিপোর্টটি পড়বেন এবং আপনাদের ব্যক্তিগত অভিমত আমাকে মন্তব্যের মাধ্যমে শেয়ার করবেন। সকলের আজকের দিনটি খুব ভালো কাটুক, এই প্রার্থনা করে রিপোর্টটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।

Sort:  
 20 days ago 

দিদি প্রথম আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি সপ্তাহে সাপ্তাহিক সমস্ত কার্যক্রম খুব ভালো হবেই আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

কমিউনিটির সকল দায়িত্ব পালন করার পাশাপাশি নিজের পোস্টের সংখ্যা ঠিক রাখাটা অনেকটাই কঠিন তবে আপনি আপনার জায়গা থেকে সব দিকেই ঠিক রাখছেন।

একটা বিষয় দেখে খুবই ভালো লাগলো সেটা হল শাসন করার পাশাপাশি মোটিভেশনাল কিছু কথা মানুষকে আকৃষ্ট করে। এটা হয়তোবা সবার ভিতরে থাকে না তবে যাদের ভিতরে থাকে তাদেরকে কষ্ট দেওয়া যায় না। কথার প্রেক্ষিতে মানুষের সম্পর্ক ভাঙ্গে আবার ওই একই কথার আদলে সম্পর্ক গড়ে।

Loading...
 19 days ago 

দিদি আপনার শত ব্যস্ততার মাঝেও এই কমিউনিটির দায়িত্ব আপনি খুব সুন্দর ভাবে পালন করছেন। পরিবারের পাশাপাশি আপনার কর্মস্থলের সকল দায়িত্ব সুন্দরভাবে পালন করছেন সত্যি তা প্রশংসনীয়।

আবারো আপনার এই সপ্তাহে সাপ্তাহিক সমস্ত কার্যক্রম খুব ভালো হবেই আমাদের কাছে উপস্থাপনা করেছেন ।আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।

 18 days ago 

অনেকদিন বাদে লেখা লিখি শুরু পর মনে হলো আপনার এই রিপোর্ট পড়া উচিৎ। কেননা আপনার এই রিপোরটের মাধ্যমে গ্রুপের অনেক তথ্য পাওয়া যায়। পাশাপাশি নতুন ইউজারদের সম্পরকেও জানতে পারি।

আমরা ইউজাররা ব্যস্ততার কত শত অজুহাত দেই, কিন্তু আপ্নারা প্রতিনিয়ত ব্যস্ততাকে দূরে রেখে কিভাবে সব কিছু গুছিয়ে সাম্নের দিকে এগিয়ে যেতে হয় তা শিখিয়ে দেন। আপনার সাপ্তাহিক প্রতিবেদন পরলেই বুঝতে পারি কতটা ব্যস্ততার মাঝে থেকেও কমিউনিটির সব কাজ গুলো সুষ্ট ভাবে সম্পন্ন করেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 98646.90
ETH 3511.62
USDT 1.00
SBD 2.98