"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible Indiayesterday
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...1zE8wywvWWpaqTrijCHai5YBXrVN3YvoGzLNtZvDXMjr6VyN7z51cRrvgRwtM8fa6bcRpZ4EkK7N1mv69ag7hxcsznzubSeJ1eAD5frGi4RBJ8Kcrpcsg27kXp.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে।

আজ আমার সাপ্তাহিক মডারেটর রিপোর্ট উপস্থাপনের দিন। গত সপ্তাহে কমিউনিটিতে করা আমার সকল কার্যাবলী সংক্রান্ত এবং কমিউনিটিতে চলমান কনটেস্ট সম্পর্কে আজ এই রিপোর্টের মাধ্যমে আপনাদের সাথে সংক্ষিপ্ত তথ্য শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"ট্যাগ পরিবর্তন"

IMG_20250221_161524.jpg

অ্যাডমিন ম্যামের নির্দেশ অনুসারে স্টিমিট প্ল্যাটফর্মে নতুন যুক্ত হলে প্রত্যেককেই "নিউকামার্স" হ্যাশট্যাগ প্রথম তিন মাস ব্যবহার করার কথা বলা হয়। তবে অনেক ক্ষেত্রে ভালো কাজ করলে ইউজারদের রেপুটেশন বৃদ্ধি পেয়ে ৬০ হয়ে গেলে আমরা হ্যাশট্যাগটি ব্যবহার করতে বারণ করি। এরকমই একজন ইউজারের ট্যাগ আমি এই সপ্তাহের পরিবর্তন করেছিলাম। তিনি আমাদের কমিউনিটিতে যুক্ত হয়েছেন তিন মাস এখনও সম্পূর্ণ হয়নি। তথাপি রেপুটেশন বৃদ্ধি পেয়েছে তাই তার ট্যাগ পরিবর্তন আবশ্যক ছিলো।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

IMG_20250221_161544.jpg

অন্যদিকে একজন পুরোনো ইউজার স্টিম উইথড্র করার কারণে ক্লাব বহির্ভূত হয়েছেন। তাই তার ট্যাগও পরিবর্তন করা আবশ্যক ছিলো, সেটাও আমি এই সপ্তাহে করেছি।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

2CwnDyeL7SRXDBVj6NtmCD5H6MtSGL67PPVU3VFHdaaQVzvyBaqrvAfXbnWusWDWmpGc8hJyCZMEjnur3szmLvqcQhQx1QAHABNC3czUbCrte9o2mLB311HU9tLwk7dVsQyWMjVASfgigwnYs87HXcCFWaUfb3UY4z2yjwwHpQYD6UphGPZZS.jpeg

আপনারা প্রত্যেকেই জানেন, অ্যাডমিন ম্যাম ও কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্টের পাশাপাশি, বর্তমানে কমিউনিটিতে কর্মরত সকল মডারেটররা মাসে একটি করে কনটেস্টের আয়োজন করছেন। এই সপ্তাহে আমাদের কমিউনিটিতে কর্মরত মডারেটর @tanay123 ভাই কর্তৃক আয়োজিত কনটেস্ট চলছে। তবে আজ এই কনটেস্টে অংশগ্রহণের শেষ দিন, তাই এখনও পর্যন্ত যারা এই আকর্ষণীয় কনটেস্টে অংশগ্রহণ করেন নি, প্রত্যেক অনুরোধ করবো অংশগ্রহণ করার জন্য।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzk2wiHFkztk9dhpBJaVo5jzUXYEHhMj1SouUPNFiSyGguNWFqSzpTxgxBj6m2wWtXFQMWtb2khDgEXoca.png

অ্যাডমিন ম্যাম সবসময়ই কনটেস্টের বিষয়বস্তুর ওপরে ভিন্নতা রাখেন, এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি। প্রাত্যহিক জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নির্বাচন করেছেন এই সপ্তাহের কনটেস্টের বিষয় হিসেবে, যেটি আকর্ষণীয় হওয়ার পাশাপাশি যথেষ্ট শিক্ষণীয়ও বটে।

যে বিষয় নিয়ে লিখতে গেলে আপনার বাস্তবিক কিছুটা অভিজ্ঞতা বা জ্ঞান অবশ্যই থাকতে হবে। তাই আমার বিশ্বাস এই কনটেস্টে অংশগ্রহণ করলে আমরা নিজেরাও অনেক কিছু শিখতে পারবো। যারা এখনো কনটেস্টের বিষয়টি ভালোভাবে পড়েনি, তাদের জন্য লিংকটি আরো একবার নীচে দিলাম, আপনাদের সকলের অংশগ্রহণ অবশ্যই কাম্য।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

"কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzaLyynwBmcFNVQmuGYVtWJBEQvRkGeyU5BtjRpCZwn1vR986uRm4y13GCz4sY6Q9zqrVaJfMhZM8FFgLn.png

এই সপ্তাহে কমিউনিটি কর্তৃক আয়োজিত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের কনটেস্ট ইতিমধ্যে শেষ হয়েছিলো। আর প্রত্যেক সপ্তাহের মতনই এই কনটেস্ট সংক্রান্ত ডিটেইলস অ্যাডমিন ম্যামকে মেল করার দায়িত্বটি আমি পালন করেছি ইতিমধ্যে উইনার অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে, বিজয়ী সকলকে আমার পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা জানাই। এই সপ্তাহে চলমান কনটেস্ট এবং আগামীতে আয়োজিত সকল কনটেস্টে আপনারা অংশগ্রহণ করবেন, এই আশা রাখি।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png

এনগেজমেন্ট রিপোর্ট আমার সপ্তাহিক কার্যক্রমের মধ্যে একটি অন্যতম কাজ। নির্দিষ্ট দিনেই কমিউনিটির সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্টের ডিটেইলস আমি একটি রিপোর্টের মাধ্যমে উপস্থাপন করি, যাতে প্রত্যেকের কাজটি প্রত্যেকের কাছে স্পষ্ট থাকেন। অনেকের কার্যক্রম অবশ্যই প্রশংসনীয়, আবার অনেকের কার্যক্রম নিন্দনীয়ও বটে। কমেন্টের সংখ্যা তো ছেড়েই দিন, অনেকের পোস্টের সংখ্যাও যথেষ্ট লজ্জাজনক।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20250217_101539_041451.jpg

যেমনটা আপনারা জানেন বুমিং সংক্রান্ত কাজটি একটা প্রতিদিনের কাজ। সমস্ত ক্রাইটেরিয়া মেনে ইউজারদের পোস্ট সিলেক্ট করে অ্যাডমিন ম্যামকে মেল পাঠানোটা আমার দায়িত্ব। তবে বেশ কিছু ইউজারের ক্ষেত্রেই দায়িত্বটি পালন করতে গেলে আমাকে বেশ কয়েকবার ভাবতে হয়, তৎসত্ত্বেও চেষ্টা করছি কাজটি সঠিকভাবে করার এবং আগামীতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20250221_162108.jpg

কমিউনিটিতে কর্মরত চারজন মডারেটরের মধ্যে সময় ভাগ করে আমরা প্রত্যেকেই কমিউনিটিতে পোস্ট ভেরিফাই করে থাকি। ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্ত ক্রাইটেরিয়া চেক করে তবে ভেরিফিকেশন করা হয়ে থাকে। মাঝে বেশ কয়েক সপ্তাহ আমি যদিও বা আমার ভেরিফিকেশন পোস্টের সংখ্যা উল্লেখ করিনি, তবে এটি আবার পুনরায় শুরু করতে চলেছি। তাই দেখা যাক গত সপ্তাহে আমি কবে কটা পোস্ট ভেরিফাই করেছিলাম।

ভেরিফিকেশনের তারিখভেরিফাইড পোস্ট সংখ্যা
14/02/202504
15/02/202505
16/02/202503
17/02/202507
18/02/202505
19/02/202509
20/02/202508

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

উপরোক্ত সমস্ত দায়িত্ব কমিউনিটির কো-অ্যাডমিন হিসেবে পালিত আমার দায়িত্ব। তবে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি একজন ইউজার এবং এই কমিউনিটিতে প্রতিদিন লেখা শেয়ার করা আমার সর্বপ্রথম ও প্রধান দায়িত্ব হিসেবেই আমি মনে করি। তাই প্রতিদিন এই কাজটা করার চেষ্টা আমি পূর্বেও করেছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। তাই গত সপ্তাহে আমি কি কি পোস্ট শেয়ার করেছিলাম, সেগুলো নীচে উল্লেখ করলাম, -

No.DateTitleThumbnail
01.14-02-2025"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...1zE8wywvWWpaqTrijCHai5YBXrVN3YvoGzLNtZvDXMjr6VyN7z51cRrvgRwtM8fa6bcRpZ4EkK7N1mv69ag7hxcsznzubSeJ1eAD5frGi4RBJ8Kcrpcsg27kXp.png
No.DateTitleThumbnail
02.15-02-2025""হসপিটালে থাকাকালীন সময়ে তোলা কিছু পছন্দের ফটোগ্রাফি""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81DHRqqptuVzEZRG6NKnsoD4rqtepwFLp65CTb6fbx1wpmwKjuH95RuxQffu6VyHHuDuGuv2c6DgQQQPsaHY2uwfmT24Px.jpeg
No.DateTitleThumbnail
03.16-02-2025"আমাদের প্রথম সাক্ষাৎ- প্রথম পর্ব"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ymWgLExgvV42jkPC3hz1kcnSyLKD5wNgLL1cmLQzEEDoWbfBZ1u2CwddgH8WGPDtvAy5C7Jibtrk9jPyTo7NYMdzhPsft.jpeg
No.DateTitleThumbnail
04.17-02-2025"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
05.18-02-2025"আমাদের প্রথম সাক্ষাৎ- দ্বিতীয় পর্ব (অহনার অন্নপ্রাশন)"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbhwtafMh4bKsc73oLXn6RHhmRGm4PJk5KZZfYGnZ1gdp9PsSSixEBs5cnU91pDjQqasqfitrKqUzrb6zEHW47YMUFMG.jpeg
No.DateTitleThumbnail
06.19-02-2025"চেরি ফুলের গল্প"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ydLGxoJjUd1Z28fJ1faoEQiPKBALM6Jxx5zjP2asFaWR4HksoRCCEMrq72bfm8Do8XTgoipaByd3KWrfy9nKed8qm3FMQ.jpeg
No.DateTitleThumbnail
07.20-02-2025"Incredible India monthly contest of February#3 by @tanay123-Photography Lover"DPuXdcXVgbcgkHvXoXAHYbABAwyuUkPo6WVByhU7chiBvGsYtkm82i7T9WdtxrpP8vuwHm8UMb4MDf99g5CUq4fg3SzPwPsky5rvoDPkSb...ko8pUWPFs59eNzqHzV6EDPnCDdFVpSLioDS5ArwxRqbgybJ1gjc6s6WqW4MSMbCVda1Xuzg4W3JvAe1Hx1ETPiwEyT4atZdN6P2mcYsGBaX8NHx9Aoa263FoyG.png

"উপসংহার"

এই ছিল আমার সাপ্তাহিক কার্যাবলী, যেখানে প্রতিটা জিনিস সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা আমি করলাম। এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে ডিসকর্ডে সময় দিতে হয়, যেটা প্রতিদিনের কার্যাবলীর মধ্যেই পড়ে। তবে দুঃখের বিষয় এটাই যে পূর্বের মতো কমিউনিটিতে হোক বা ডিসকর্ড চ্যানেলে ইউজারদের উপস্থিতি একেবারেই চোখে পড়ে না।

তবে অনুরোধ থাকবে প্রত্যেকের কাছেই, কমিউনিটির সাথে থাকার জন্য। বাকিটা অবশ্যই সকলের ব্যক্তিগত পছন্দ। সকলের সুস্থতা কামনা করে আজকের রিপোর্ট এখানেই শেষ করছি। আবার আগামী সপ্তাহে নতুন একটা রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকে ভালো থাকবেন।


5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Sort:  
 yesterday 

নতুন যারা জয়েন করছে তাদের তিন মাস পরে আবার ট্যাগ পরিবর্তন করে দিতে হয়। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় স্টিম উইথড্রো করতে গিয়ে, অনেক বেশি করে ফেলে যার কারণে তারা ক্লাব থেকে বের হয়ে যায়। এ বিষয়টা সচরাচর সবার সাথেই ঘটে।

আমার কাছে মনে হয় আমরা যতটুকু ট্রান্সফার করবো আগে অংক করে হিসাব নেয়া উচিত। আমি কতটুকু করলে ক্লাবের মধ্যে থাকবো কতটুকু করলে ক্লাব থেকে বেরিয়ে যাব। এটা করে নিলে আর ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না।

প্রতিনিয়ত কমিউনিটির মধ্যে আপনার কাজ আপনি সঠিকভাবে করে যাচ্ছেন, যেটা দেখে বেশ ভালো লাগলো। আপনি বুমিং পোস্ট ভেরিফিকেশন ট্যাগ পরিবর্তন সবকিছুই খুব সুন্দর ভাবে গুছিয়ে সম্পূর্ণ করে নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96573.41
ETH 2735.98
SBD 0.65