"The weekly job I concluded being a Co-Admin"
|
---|
Hello,
Everyone,
আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে। যদিও অন্যান্য সপ্তাহে এর অনেক আগেই আমার সাপ্তাহিক মডারেটরের রিপোর্ট উপস্থাপন করা হয়ে যায়।
তবে এই সপ্তাহে বেশ কয়েক ঘন্টা দেরি হলো। আসলে আমাদের জীবনের কিছু কিছু ঘটনা অনাকাঙ্খিত ভাবে ঘটে যায়। গতকাল রাতেও তেমনি পরিস্থিতি হয়েছিল।
সে বিষয়ে অন্য কখনো আলোচনা করবো। যেহেতু সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করবো, তাই খুব বেশি দেরি না করে, গত সপ্তাহে কমিউনিটিতে আমার সকল কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ শুরু করি, -
|
---|
আপনারা সকলেই জানেন, আমাদের কমিউনিটিতে এর পূর্বে একবার এনগেজমেন্টের উপরে ভিত্তি করে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো। সত্যি কথা বলে এনগেজমেন্ট আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, এটা বহুবার আমাদেরকে অ্যাডমিন ম্যাম বলেছেন।
এই এনগেজমেন্টকে ঘিরে পুনরায় নিজেদের মধ্যে একটি শান্তিপ্রিয় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। যেখানে নিজের এনগেজমেন্টের সংখ্যা বৃদ্ধি করলে, সাপ্তাহিক পুরস্কারের আয়োজন করেন অ্যাডমিন ম্যাম। প্রতি সপ্তাহের কিউরেশন রিপোর্টে তিনি তিনজন বিজয়ীর নাম উল্লেখ করেন এবং তাদেরকে পুরস্কার প্রদান করেন।
এমনটা যে নতুন হচ্ছে এরকম নয়, যেহেতু পূর্বেও এই ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন আমরা করেছিলাম। তাই কমবেশি প্রতিটি ইউজারের কাছে বিষয়টি জানা। তাই আশা করি সকলে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
এতে করে যেমন আপনার এনগেজমেন্ট বৃদ্ধি পাবে, তেমনি সকলের মধ্যে থেকে সেরা নির্বাচিত হয়ে, পুরস্কার জেতারও সম্ভাবনা থাকবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনার মন্তব্য যেন অবশ্যই নির্দিষ্ট পোস্টের বিষয় সংক্রান্ত হয়ে থাকে। অ্যাডমিন ম্যাম নিয়মিত ভাবে নিজে কমিউনিটির প্রত্যেকেরই পোস্ট এবং কমেন্ট যাচাই করেন।
|
---|
কমিউনিটিতে প্রতি সপ্তাহে ভিন্ন বিষয়বস্তু নির্বাচন করে সাপ্তাহিক কনটেস্ট আয়োজন করা হলেও, হাতেগোনা কয়েকজন কমিউনিটির সদস্য ছাড়া বাকি কারোর অংশগ্রহণ চোখে পড়ে না। এটা সত্যি একটি আশ্চর্যজনক বিষয়।
কারণ যে কমিউনিটিতে কনটেস্টের আয়োজন করা হয়, সেখানকার ইউজাররাই যদি অংশগ্রহণ না করে, তাহলে সত্যিই তা নিরাশাজনক। যাইহোক এই মুহূর্তে কমিউনিটিতে যে কনটেস্ট চলছে, তার বিষয়ে বস্তু যথেষ্ট সুন্দর এবং এটি সম্পর্কে প্রতিটি মানুষের একটি নিজস্ব ধারণা ও মতামত আছে।
কেননা আমাদের জীবনে বিনোদনের পরিভাষা বিভিন্ন রকম থাকতে পারে। আমি আশা করবো এখনও পর্যন্ত যারা অংশগ্রহণ করেননি, তারা অবশ্যই নিজেদের জীবনে বিনোদন সম্পর্কে চিন্তাভাবনা ও মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের সুবিধার্থে লিংকটি আমি নিজে আরও একবার শেয়ার করলাম।
|
---|
গত সপ্তাহে কমিউনিটি কর্তৃক আয়োজিত নভেম্বর মাসের শেষ সপ্তাহের কনটেস্টের উইনার অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে। বিজয়ী সকলকে আমার তরফ থেকে আরও একবার শুভেচ্ছা জানাই।
যেমনটা আপনারা সকলে জানেন, সাপ্তাহিক কার্যক্রমের মধ্যে, এই সাপ্তাহিক কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেইলস, অ্যাডমিন ম্যামকে মেলের মাধ্যমে পাঠানোটাও আমার একটি দায়িত্ব। গত সপ্তাহেও এই দায়িত্ব পালন করেছিলাম একজন ম্যাম কে পাঠিয়েছে
|
---|
সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করা আমার আরও একটি সাপ্তাহিক দায়িত্ব। যেখানে কমিউনিটিতে সেই সপ্তাহের সকলের অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস আমি উপস্থাপন করি।
ভালো লাগার বিষয় বেশকিছু সদস্যকে পুনরায় আবার কমিউনিটিতে অ্যাক্টিভ দেখছি। তাদের লেখা পোস্ট পড়ার সুযোগ পাচ্ছি। আশাকরি পোস্ট করার পাশাপাশি তারা আরো কিছুটা সময় বের করে, এনগেজমেন্টটাও বৃদ্ধি করবেন।
কারণ কমিউনিটির প্রতি সকলের কিছুটা হলেও দায়বদ্ধতা আছে বলেই আমার বিশ্বাস। স্টিমিট প্ল্যাটফর্মে নিজেদেরকে যতখানি বিকশিত করার সুযোগ পেয়েছেন, তা কিন্তু শুরুতে কমিউনিটির হাত ধরেই। তাই সামান্য কৃতজ্ঞতাবোধ আশা করাই যায়।
|
---|
বুমিং সংক্রান্ত কার্যাবলীটি কোনো সাপ্তাহিক দায়িত্ব নয়, এটা প্রতিদিনের একটা দায়িত্ব। অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও, এই দায়িত্বটি আমাকে পালন করতে হয়েছে।
তবে দায়িত্ব পালন করতে আমার এই কারণেই ভালো লাগে কারণ, যারা সঠিক ভাবে কাজটি করে এই কার্যক্রমের মাধ্যমে তাদের লেখাকে সাপোর্ট করার সুযোগ পাওয়া যায়। তাই সকলকে অনুরোধ করবো, নিজেদের কার্যক্রম উন্নত করার জন্য, যাতে সকল নিয়মাবলী সম্পূর্ণ হয়।
|
---|
নির্দিষ্ট সময় অনুসারে সকল মডারেটরদের সাথে আমিও পোস্ট ভেরিফিকেশন করি। সম্পূর্ণ পোস্ট পড়ে, সমস্ত ক্রাইটেরিয়া চেক করে, নিজের মতো করে মতামত প্রদান করার চেষ্টা করি। পোস্ট ভেরিফিকেশন আসলে খুব বেশি সহজ কাজ নয়। আশা করি আমার সহকর্মে সকলেই এ বিষয়টিতে আমার সাথে একমত হবেন,
ভেরিফিকেশনের তারিখ | ভেরিফাইড পোস্ট সংখ্যা |
---|---|
29/11/2024 | 5 |
30/11/2024 | 6 |
01/12/2024 | 8 |
02/12/2024 | 9 |
03/12/2024 | 10 |
04/12/2024 | 10 |
05/12/2024 | 11 |
|
---|
এই কমিউনিটিতে ইউজার হিসেবে আমাদের প্রত্যেকের যে কাজটি করা উচিত, সেটি হলো নিজেদের দেখা একটি পোস্ট প্রতিদিন কমিউনিটিতে শেয়ার করা। তার পাশাপাশি অন্যান্য সকলের পোস্ট পড়ে, নিজের মতামত মন্তব্যের মাধ্যমে জানানো।
সেই চেষ্টা আমি শুরু থেকেই করে চলেছি, যাতে প্রতিদিন সময় করে নিজের লেখা একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাই গত সপ্তাহে কি কি পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তা একজন পুনরায় নিচে শেয়ার করছে।
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 29-11-2024 | "The weekly job I concluded being a Co-Admin" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
02. | 30-11-2024 | "Better life with steem// The Diary Game// 27 th November, 2024// একাদশীর দিনের ব্যস্ততা" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
03. | 01-12-2024 | "সুচিত্রা ভট্টাচার্যের- "অন্য বসন্ত"" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
04. | 02-12-2024 | "চার মূর্তির দিনযাপন- প্রথম পর্ব" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
05. | 03-12-2024 | "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
06. | 04-12-2024 | "চার মূর্তির দিনযাপন- শেষ পর্ব" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
07. | 05-12-2024 | "Better life with steem// The Diary Game// 3rd december, 2024// দিদির জন্মদিন" |
|
---|
এই ছিলো এই সপ্তাহে সাপ্তাহিক রিপোর্ট, যার মাধ্যমে আমি সারা সপ্তাহ জুড়ে কি কি কার্যক্রম করেছিলাম, তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরলাম। তবে আমার বিশ্বাস এই সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমেও আপনারা আমার কার্যক্রম সম্পর্কে ধারণা করতে পারবেন। যাইহোক পরবর্তী সপ্তাহে আবার একটা নতুন রিপোর্ট উপস্থাপন করবো। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকবে শুভরাত্রি।।
আপনার সাপ্তাহিক কার্যক্রম দেখে অনেক বেশি ভালো লাগলো। তবে নিজে বেশি ব্যস্ততার কারণে এখন আগের মত এংগেজমেন্ট বা পোস্ট শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ অবশ্যই সবকিছু ঠিক হয়ে গেলে আবারও আগের মত সঠিকভাবে কাজ করার চেষ্টা করব। বর্তমান সময়ে কমিউনিটির মধ্যে টুর্নামেন্ট চলছে এটা আমার জানা, কিন্তু ব্যস্ততার কারণে সঠিকভাবে কমেন্ট করতে পারছি না। ধন্যবাদ আপনার একটা সপ্তাহের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকবেন।