"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India7 days ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...cqadWJv2QEu9yxReXmsZXFuGNmThSyGwXVMQ8zznXk7CxvPKGyv938AYsWCGP89offJWmMxocrfpEs1tvJeFPpmEdkdcfiUVe3VN8TzASjyGj5ds8gedoWza8v.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনটি আপনাদের অনেক ভালো কাটুক, সেই প্রার্থনা করে আজকের পোস্ট লেখা শুরু করছি। আজ আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপনের দিন। তাই গত সপ্তাহে কয়িউনিটিতে করা আমরা সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সাথে এই পোস্টের মাধ্যমে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করা যাক, -

1672344690977_010726.jpg

"ট্যাগ পরিবর্তন"

IMG_20250214_120708.jpg

1739514986005.jpg

বর্তমানে এই প্লাটফর্মে কাজ করতে গেলে যে কোনো একটি ক্লাব মেইনটেইন করা বাধ্যতামূলক নয়। তবে আগের সপ্তাহের রিপোর্টেও আমি জানিয়েছিলাম, হয়তো এই মুহূর্তে ক্লাবের অন্তর্ভুক্ত থাকাটা বাধ্যতামূলক নয়, তবে নিয়মের পরিবর্তন যে কোনো সময় হতে পারে। তাই আমাদের প্রত্যেকেরই সেই দিকে নজর রাখা উচিত।

এই সপ্তাতে ও আমাদের কমিউনিটিতে কর্মরত একজন পুরনো ইউজার ক্লাব বহির্ভূত হয়েছিলেন এবং সেটা চেক করার পর আমি তার ট্যাগ পরিবর্তন করেছিলাম। তবে সৌভাগ্যবশত এই সপ্তাহের মধ্যেই তিনি স্টিম পাওয়ার আপ করে আবার ক্লাবের অন্তর্ভুক্ত হয়েছেন। তাই পুনরায় সেটি চেক করে তার ট্যাগ পুনরায় পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব পালন করেছিলাম

1672344690977_010726.jpg

"নিজের ‌দ্বারা‌ আয়োজিত কনটেস্টের উইনার অ্যানাউন্সমেন্ট"

7ynYBCHn3PDVgQ43YaC2yVhHDTXKKaWwdDSStfC4eRrVUBGDWzWJdqtrxteHzxGU4Y2SPeceZXij1gUmLuUoGpMRB9ctTAZU7s4z2LTmh9me1ZpNVUHDHntNtFY9rbppzsfPUFAtbkKhUfdV7M1vAbrcsNpxzxHBT96CqRFVuCJaH5kFdM3zA5wJb8D6xwD9ZF6HVQnPq3qumNU6o3Lydw6k71W96n6H21L.png

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রথম বার কমিউনিটিতে আমি একটি‌ কনটেস্টের আয়োজন করেছিলাম। আর তাতে অংশগ্রহণকারী সকল সদস্যদের ধন্যবাদ আমার এমন একটি উদ্যোগকে সফল করার জন্য। এই সপ্তাহে তাদের মধ্যে থেকে সেরা তিনজনকে বেছে নিয়ে, তাদেরকে পুরস্কৃত করে আমি উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছিলাম।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzrQ8jah1MnDuiUzGVWzfKKzCRdchGSueLVhaMxdMHTZYbiw7idGzhY9sVPnWZizm9nW2TeZAHZ2pRpTFU.jpeg

আজ‌ ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। আর এই দিনটিকে অথবা বলা যায় ভালোবাসার এই সপ্তাহকে কেন্দ্র করেই আমাদের কমিউনিটিতে কর্মরত মডারেটর @isha.ish কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কনটেস্ট চলছে। যেখানে অংশগ্রহণ করার আজকেই শেষ দিন। তাই আপনারা যারা এখনো পর্যন্ত এই কনটেস্টে অংশগ্রহণ করেননি তাদেরকে অনুরোধ কনটেস্টে‌ অংশগ্রহণ করেননি, তাদের অনুরোধ করবঝ অবশ্যই ভালোবাসা সংক্রান্ত নিজস্ব অনুভূতি এই কনটেস্টে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1737775560596.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzuDjkhBR7bmu5LqSL1xksbcBL4kQW3Uv7WNDbXXaqjaDAdQDhW7pW5Pfbpn8AyjnqjdLud5xhEra8xoRQ.png

উপরোক্ত কনটেস্টের পাশাপাশি কমিউনিটি কর্তৃক আয়োজিত আমাদের সাপ্তাহিক কনটেস্ট চলছে, যার লিংকটিও আমি নিচে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতি সপ্তাহের মতোন এই সপ্তাহের বিষয়বস্তু যথেষ্ট আকর্ষণীয়। তাই সকলকেই অনুরোধ করবো এই সকল কন্টেস্টে অংশগ্রহণের মাধ্যমে নিজস্ব মতামত শেয়ার করার জন্য।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzyqAkCk9iPJMLDDTKQa5H5RUs6uw2TxQ8a6kknxM5zrnP6Z6QSi9QQCnQDrFC3srFfJ8NpdNi1gECRd9x.png

অ্যাডমিন কর্তৃক আয়োজিত কনটেস্টের উইনার অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যেই হয়েছে। আশা করছি প্রত্যেকেই আপনারা সেই পোস্টটি পড়েছেন। অন্যান্য সপ্তাহের মতন এই সপ্তাহে এই কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেইলস মেলের মাধ্যমে ম্যামকে পাঠানোর দায়িত্বটি পালন করেছিলাম। তবে বরাবরের মতো উইনার সিলেক্ট এর ক্ষেত্রে ম্যামের সিদ্ধান্ত চূড়ান্ত। তাই যারা এই কনটেস্টে বিজয়ী হয়েছেন, তাদের সকলের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইলো।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png

পূর্বের সাপ্তাহিক রিপোর্টে আপনাদেরকে জানিয়েছিলাম, সেই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করতে গিয়ে আমি নিজে খুবই আনন্দিত হয়েছিলাম। কারণ আমাদের কমিউনিটি সেই সপ্তাহে এনগেজমেন্টে সর্বোচ্চ ছিলো। তবে পরের সপ্তাহের এনগেজমেন্ট কিছুটা হলেও কমেছে, শুধুমাত্র এনগেজমেন্ট নয়, কমিউনিটিতে যারা প্রতিদিন নিজেদের লেখা শেয়ার করতেন, তাদের সংখ্যাও কমেছে। আর যারা লিখছেন তারাও প্রতিদিন নিজেদের লেখা শেয়ার করছেন না। ফলতো কমিউনিটিতে এনগেজমেন্ট এর পাশাপাশি পোস্ট সংখ্যাও অনেকটাই কমে গেছে। যাইহোক আশা রাখি সকলেই পূর্বের মতন নিজেদের কাজটি সঠিকভাবে করবেন ।এই সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্টের র লিংকটি আমি নিচে দিলাম। যারা এখনো পড়েননি,অবশ্যই পড়বেন এবং নিজের মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে শেয়ার করবেন।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20250210_075136.jpg

মাঝের দুই সপ্তাহ অ্যাডমিন ম্যাম নিজের দায়িত্বেই এই বুমিংএর কাজগুলো সম্পন্ন করেছিলাম । আর গত সপ্তাহ থেকে তিনি পুনরায় এই দায়িত্বটি আমার উপরে দিয়েছেন। আমি চেষ্টা করেছি দায়িত্বটি সঠিকভাবে পালন করার। আশা করছি সেটা আপনারা বুমিং কিউরেশন রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছেন। যাই হোক এই সপ্তাহেও আমি সেই দায়িত্বটি পালন করে চলেছি, আর আগামীতেও করার জন্য সচেষ্ট থাকবো।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20250214_120402.jpg

নির্দিষ্ট সময় মেনে পোস্ট ভেরিফিকেশন করা মডারেটর হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব । এমনকি আমি নিজেও নির্দিষ্ট সময় মেনে ভেরিফিকেশন করে থাকি। তবে এমন কিছু পোস্ট আছে যে পোস্টগুলোকে ভালোভাবে যাচাই-করণ করার প্রয়োজনীয়তা রয়েছে। তাই সেক্ষেত্রে একটু বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে। ইউজারের প্রোফাইল দেখে সমস্ত কিছু চেক করে, তবেই পোস্ট ভেরিফিকেশন করার নিয়ম রয়েছে, যেটা আমরা সকলেই পালন করার চেষ্টা করি।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

কমিউনিটি সদস্য হিসেবে প্রতিদিন নিজের লেখা একটি পোস্ট কমিউনিটিতে শেয়ার করা আমার দায়িত্ব। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি সেই দায়িত্বটি প্রতিদিন পালন করার চেষ্টা করেছিলাম । তাই এই সপ্তাহে আমি কি কি পোস্ট শেয়ার করেছিলাম, তার সংক্ষিপ্ত বিবরণ আমি নিচে দিলাম,-

No.DateTitleThumbnail
01.07-02-2025"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...cqadWJv2QEu9yxReXmsZXFuGNmThSyGwXVMQ8zznXk7CxvPKGyv938AYsWCGP89offJWmMxocrfpEs1tvJeFPpmEdkdcfiUVe3VN8TzASjyGj5ds8gedoWza8v.png
No.DateTitleThumbnail
02.08-02-2025"" অনেক কঠিন সময় পেরিয়ে ফিরে পাওয়া আনন্দের কিছু মুহুর্ত""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81BZjQ1AbTwEsW51nct2pRdykgetwjG17U7LPmfDGfifTccrUUFtvEvkMFpDn3b3FvhxhUNH6UquZFcnf7ZP8f5mBi5mN6.jpeg
No.DateTitleThumbnail
03.09-02-2025"Winners announcement of February contest#1 by@sampabiswas / Experience of the beginning of the new year"7ynYBCHn3PDVgQ43YaC2yVhHDTXKKaWwdDSStfC4eRrVUBGDWzWJdqtrxteHzxGU4Y2SPeceZXij1gUmLuUoGpMRB9ctTAZU7s4z2LTmh9me1ZpNVUHDHntNtFY9rbppzsfPUFAtbkKhUfdV7M1vAbrcsNpxzxHBT96CqRFVuCJaH5kFdM3zA5wJb8D6xwD9ZF6HVQnPq3qumNU6o3Lydw6k71W96n6H21L.png
No.DateTitleThumbnail
04.10-02-2025"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
05.11-02-2025"Better life with steem// The Diary Game// 09th February,2025"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yVaBaSXEJDNt3QeaBVMRQdcscXcZjmpgVouM7xb1v3dyi7BWjwpJdxP3dKN2Sw8jLQJMDXgk9zjd5uq6vcvyDaTWj1Lm4.jpeg
No.DateTitleThumbnail
06.12-03-2025""কিছু অজানা ফুলের ফটোগ্রাফি""JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9PsdhPoPZRW1wcKz37fLDDGUph7CZLn25k2TRkrQxik8yhpTztMH6dUVr4kw7BrTAXzYkLCx7Gttx2hTiAcjLrrEiaEz.jpeg
No.DateTitleThumbnail
07.13-03-2025"Incredible India monthly contest of February #2 by @isha.ish/All about Love."3LxrHFUF5NKettbQiMwTghY9n8asoqgi3AnquffVuFxdWEF6nagXrsnnWoye3PAW8XcPCS25SDWfw66rmzUy2GJEsUNc1nbVmYFEXj7zf6TxEbnr5MhTqpgkqicaMpNnnY3hRqfrUQWf48wjtWpNj76QijYRy6pwfjSPZnbmaGfGR1SyFSg1fZ7F8mtdQDZFfg27HP2ywgeeW6UrKGGpfpR7pxZQmHqSe6NLSS.png

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিলো এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট, যেখানে সকল কার্যক্রম সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম। আশাকরি আপনারা সকলেই রিপোর্টটি ভালো ভাবে পড়বেন এবং আপনাদের নিজস্ব মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে শেয়ার করবেন। ভালো থাকবেন সকলে।

1737773973212.gif

Sort:  
Loading...
 7 days ago 

আপু আপনার এই সাপ্তাহিক রিপোর্ট সত্যিই প্রশংসনীয়। কমিউনিটি উন্নতির জন্য আপনার কাজ দায়িত্ব ও পরিশ্রম স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।বিশেষ করে কনটেস্ট আয়োজন বুমিং কার্যক্রম এবং পোস্ট ভেরিফিকেশন এর দায়িত্ব সুচারুভাবে পালন করার বিষয়টি সত্যি প্রশংসার যোগ্য । কমিউনিটির এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনার উৎসাহ এবং দিকনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ।

আপনার এই নিবেদন ও কঠোর পরিশ্রম কমিউনিটিকে আরো সমৃদ্ধ করবে সেই আশায় রাখছি।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 5 days ago 

এনগেজমেন্ট আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে আমি চেষ্টা করি সকলকে সচেষ্ট করার। তবে অনেকেই বিষয়টাকে গুরুত্ব দেন না, এই কারণে আমরা অনেকটাই পিছিয়ে পড়ি। তবে আপনি এবং আরো বেশ কিছু জন নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধির জন্য যে চেষ্টা করেন, তা অবশ্যই প্রশংসনীয়।এমনভাবে নিজেদের কাজটি করে যান আগামীতেও, এই‌কামনা রইলো। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 3 days ago 

আমাদের এই কমিউনিটিতে দেখতে দেখতে অনেকটা সময় পার করেছি। এবং আমি খেয়াল করে দেখেছি। আমরা অনেকেই আছি নিয়ম জেনেও নিয়মের মধ্যে কাজ করতে পারি না। তাদের অবহেলা বা জেনেও করতে চায় না এটা আমি বুঝতে পারি না। সেই শুরু থেকে শুনে এসেছি যে কোন একটি ক্লাব মেনে চলতে হবে আমাদের। যাই হোক আপনি একটি পুরনো ইউজারের ত্যাগ পরিবর্তন করিয়ে দিয়েছেন। এটা আমার কাছে নতুন কিছু নয়। কারণ আপনাদের যখন ডেকেছি বা যে কোনো সমস্যায় পাশে পেয়েছি। এবং কমিউনিটিতে আপনাদের পরিশ্রম আমরা দেখেছি। ভালো লাগলো আপনার সাপ্তাহিক রিপোর্টটি দেখে এবং আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 days ago 

আবার আপনি একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন আসলেই বুমিং সাপোর্ট পাওয়ার আওতা যারা রয়েছে আমার মনে হয় তারা সঠিকভাবে এই কমিউনিটির মধ্যে কাজ করছে আমি যতটুকু দেখেছি এখানে প্রতিনিয়ত যারা পোস্ট এবং নিজের এংগেজমেন্ট বৃদ্ধি করে কাজ করছে তারাই একমাত্র এর আলতা ধীন হচ্ছে।

আমাদের কমিউনিটি টা আরো একটু ভালো করার জন্য আমাদের প্রতিনিয়ত নিজেদের এংগেজমেন্ট এবং প্রত্যেকটা বিষয় মেনে কাজ করা উচিত তাহলে দেখা যাবে আমাদের কমিউনিটি নাম্বার ওয়ান পর্যায়ে যেতে খুব বেশি সময় লাগবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা সপ্তাহের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98773.77
ETH 2801.82
SBD 0.64