এমন জয়ের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে

in Incredible India2 years ago (edited)

1000002521.jpg

(পিকলু মন দিয়ে,কিন্তু একটু্ ভয়ে ভয়ে খেলা দেখছে)

Hello,
Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন এবং আজকের দিনটি সকলের ভীষন ভালো কেটেছে।

কাল বোধহয় শুধু আর্জেন্টিনা নয়, শুধু মেসি নয়, জিতে গেলো আমাদের আশেপাশের প্রতিটি ফুটবল ভক্ত সাধারণ মানুষ, যারা মেসির ভক্ত।

কালকের জয় সেই প্রত্যেকটি বাচ্চা ছেলের,যারা ফুটবলের সব নিয়ম ভালো ভাবে না বুঝলেও শুধু বড়দের কথা অনুসারে সারাদিন ধরে আর্জেন্টিনার পতাকা ঝুলিয়েছে রাস্তা, মাঠ, দোকান, বাড়ি সর্বত্র।

1000002519.jpg

(জয়ের আনন্দ সবসময়ই ভালো হয়)

জিতেছে প্রত্যেকটি বাড়ির মহিলারা, যারা সংসারের সব কাজের ফাঁকে ফাঁকেই সারাজীবন ফুটবল, ক্রিকেট দেখেছে। মেসি কতো ভালো ফুটবলার তার থেকেও বেশি আলোচনা করেছে-"ছেলেটাকে দেখতে কি সুন্দর, কতো ফর্সা"।এই বিষয় নিয়ে।

তাদেরকে যদি বলেন মেসি জিতেছে, তারা হয়ত বুঝতেও পারবে না, মেসি কে? কিন্তু যদি বলেন-" আরে ঐ যে ফর্সা করে ছেলেটি, যাকে দেখতে দারুন, আকাশি ও সাদা রঙের জামা পড়ে খেলে, ঐ দল জিতেছে।" আমার বিশ্বাস বেশিরভাগ মহিলাই চিনতে পারবে।

কাল শেষ ১০ মিনিট খেলা দেখেননি এমন মানুষ বোধহয় খুজে পাওয়া কঠিন হবে। কারন কাল ছিলো ৩৬ বছরের অপেক্ষার অবসানের দিন। কাল শুধু মেসি নয়, জিতেছে পুরো পৃথিবীর সেই সকল মানুষ, যারা প্রতিবার বিশ্বকাপের সময় অপেক্ষা করে, মারাদোনার জয়ের পর আরেকবার বিশ্বকাপ জয়ের।
কাল ছিলো সেই স্বপ্নপূরণের দিন। যে স্বপ্ন হয়তো আমি কখনো দেখিনি, কারন আমি তেমন ভাবে ফুটবল খেলা কোনোদিনই দেখিনি। কিন্তু গতকালের খেলার শেষটা আমিও না দেখে থাকতে পারিনি।

আপনাদের দেখিয়েছিলাম পিকলু বাজির শব্দে ভয় পায় বলে ওকে নিয়ে আমি আমার ঘরে বসেছিলাম। পরে অবশ্য আমি ও পিকলু দুজনেই এসে বসে পড়লাম খেলা দেখতে।

1000002518.jpg

( আমার আর শুভর মাঝে বসে পিকলুবাবু টিভির দিকে তাকিয়ে)

আমি ও শুভ ওকে মাঝখানে নিয়ে বসেছিলাম, যাতে ও খুব বেশি ভয় না পায়। তবুও ও যেভাবে কাঁপছিল,তারপর আমরা টিভির আওয়াজ বাড়িয়ে দিয়ে ৪ জন মিলে খেলার শেষ কিছুক্ষণ দেখলাম।

শুভর এক বন্ধু ওকে ছবি পাঠিয়েছিলো,আমাদের বাড়ির পাশে রাস্তার মোড়ের। যেখানকার ছবি আমি গতকালের পোস্টে শেয়ার করেছিলাম। কালরাতে আর্জেন্টিনা জিতে যাওয়ার পর ওখানে উপস্থিত সকলের প্রতিক্রিয়া দেখলে বোঝা যাচ্ছিল না ওটা আমাদের দত্তপুকুর নাকি আর্জেন্টিনা।

1000002520.jpg

(বাজি শুধু আমাদের বাড়ির পাশে নয়,কাতারেও ফাটছিলো)

যাইহোক, খেলা শেষ হওয়ার পর চারিদিকে এতো বাজির শব্দ শুরু হলো, দীপাবলীতেও এমন বাজি ফাটানো হয়না। কিছুক্ষণের মধ্যেই আওয়াজ পেলাম ব্যান্ড পার্টির। পাশের ক্লাবের ছেলেরা সবাই একসাথে চিৎকার করতে করতে বাজনা বাজিয়ে রাস্তায় নেমে পড়েছে।

এর নাম বাঙালি, আর এর নাম ফুটবল। বাঙালি আনন্দের বহিঃপ্রকাশের জন্য এমন এমন উপায় অবলম্বন করে, যা শুধু নিজেকে নয়, আশেপাশের আরও অনেক মানুষকে আনন্দে সামিল হতে বাধ্য করে।

IMG_20221219_234755.jpg

(মেসি,কালকের জয় তোমাকেই উৎসর্গ করলো সকলে)

যাইহোক, কালকের জয়টা মেসির জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিলো। মারাদোনার পর মেসির হাত ধরেই আর্জেন্টিনা আবার ৩৬ বছর বাদে বিশ্বকাপে জিতলো। আবার একটি ইতিহাস রচিত হলো। এটাই মেসির শেষ বিশ্বকাপ ছিলো। তাই বলা যায়,বিদায় বেলায় এই জয়ের থেকে ভালো উপহার আর কিছুই হতে পারতো না।

আপনাদের অনুভূতির কথাও আমাকে অবশ্যই লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভ রাত্রি।

Sort:  
 2 years ago 

@sampabiswas কাল শেষ ১০ মিনিটে আমি এত ঠাণ্ডায় গায়ে কিছু রাখতে পারি নি খেলার চিন্তায়। সত্যি মেসি ইতিহাস তৈরি করে দিয়ে গেলো পৃথিবীর বুকে। মারাদোনা পর ৩৬ বছর পর মেসি জিতলো এটা অনেক বড়ো কথা।

আর মেসি খেলবে না, কিন্তু শেষ খেলাতে কি দূর্দান্ত খেলে গেলো, আমার তো মনে হয় পুরোটাই ম্যাজিক।কাল হয়তো পৃথিবীর প্রত্যেকটা কোনা আর্জেন্টিনা হয়ে গিয়েছিল।

তবে আজ দেখলাম আর্জেন্টিনার রাস্তা গুলোতে চারিদিকে মানুষ বাড়ি থেকে বেড়িয়ে এসে আনন্দ উদযাপন করেছে। সেই সিনারিটা কি দারুণ দেখতে লাগছিল।

 2 years ago 

আসলেই মেসির শেষ খেলা মনে রাখার মতোই হয়েছে। আমরাও সকলেই পরের বার বিশ্বকাপে মেসিকে মিস করবো।

Loading...
 2 years ago 

প্রত্যেকটি মানুষ মনে হয় আনন্দে আত্মহারা হয়ে আছে তাদের দল জিতেছে। প্রত্যেকটি জায়গায় জায়গায় শুধু পতাকার ছড়াছড়ি।
বিশেষ করে রাত্রি নয়টায় খেলা হওয়াতে প্রায় সমস্ত মানুষ দেখতে পেরেছে এবং দেখতে আগ্রহীও ছিল। লাস্টের দিকে খেলাটি খুব ইচ্ছা জমজমাট অবস্থা উত্তেজনাপূর্বক ছিল।

আসলে এটি ইতিহাসের পাতায় লেখা থাকবে হয়তো, ৩৬ বছর পর কাব পেল তারা। সব জায়গায় মনে হচ্ছে এই আনন্দ উল্লাস পিকনিক এবং বাজি ফুটানো হচ্ছে। অনেক অনেক আনন্দ উঠেছে তার ভক্তবৃন্দ যা বলে ব্যক্ত করা যায় না।

 2 years ago 

আসলেই তাই খেলার শেষ দিকের উত্তেজনা অবিশ্বাস্য ছিল। সত্যিই ইতিহাসের পাতায় লিখে রাখার মতো ঘটনা এটি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60811.44
ETH 2350.21
USDT 1.00
SBD 2.52