"Edited by canva" |
Hello,
Everyone,
আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে।
একটা সপ্তাহ অতিক্রম করে আজ আবারও পুনরায় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এই সপ্তাহের সপ্তাহিক রিপোর্ট। যার মাধ্যমে গত সপ্তাহে কমিউনিটিতে করা আমার সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি,-
"সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউট" |
আপনারা যারা কমিউনিটির সঙ্গে যুক্ত রয়েছেন, সকলেই হয়তো খেয়াল করে থাকবেন গত বেশ কয়েক মাস যাবত আমাদের কমিউনিটিতে নিয়মিতভাবে টিউটোরিয়াল ক্লাস বা হ্যাংরয়েছেননোটাই অনুষ্ঠিত হচ্ছে না, শুধুমাত্র ইউজারদের অনুপস্থিতির কারণে।
তবে এই সপ্তাহে অ্যাডমিন ম্যাম নতুনদের কিছু ইউজারদের নিয়ে একটি টিউটোরিয়াল ক্লাস করেছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে আমি সেই ক্লাসে উপস্থিত থাকতে পারিনি। তবে পরবর্তীতে আমাদের কমিউনিটির ডিসকর্ড চ্যানেলে ম্যাম প্রত্যেকের মতামত জানতে চেয়েছিলেন এই টিউটোরিয়াল ক্লাস ও হ্যাং আআউটের বিষয়ে।
সেখানে আমি আমার ব্যক্তিগত মতামত জানিয়েছি। আশাকরি আপনারাও নিজেদের মতামত জানাবেন এবং সেই অনুযায়ী আগামী দিনে টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউট হবে কিনা সেই বিষয়ে ম্যাম সিদ্ধান্ত নেবেন।
"কমিউনিটিতে চলমান কনটেস্ট" |
কমিউনিটিতে এই মুহূর্তে যে কনটেস্ট চলছে, আজই এই কনটেস্টে অংশগ্রহণ করার শেষ দিন। তাই এখনও পর্যন্ত যারা এই কনটেস্টে অংশগ্রহণ করেননি, তাদেরকে অনুরোধ করবো এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। দুর্ভাগ্যবশত ব্যাক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারনে, এই সপ্তাহে আমিও এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারিনি। তবে চেষ্টা করবো যদি সম্ভব হয়, তাহলে সময়ের মধ্যে কনটেস্টে অংশগ্রহণ করতে।
কমিউনিটি কনটেস্ট
"কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী" |
যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন, গত সপ্তাহে আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত অক্টোবর মাসের শেষ সপ্তাহের কনটেস্টের উইনার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আর দায়িত্ব অনুসারে সেই কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেলস মেলের মাধ্যমে ম্যামকে আমি পাঠিয়েছিলাম এবং ইতিমধ্যে তিনজন বিজয়ীকে বেছে নিয়েছে তিনি উইনার অ্যানাউন্স পোস্ট করেছেন।
যে তিনজনকে তিনি বেছে নিয়েছেন, তাদের লেখা সত্যিই অনেক সুন্দর ছিলো। আশা করছি আপনাদের মধ্যে প্রত্যেকেই সেই পোস্টগুলো পড়েছেন। যারা পড়েননি তাদেরকে অনুরোধ করবো নিচে দেওয়া লিংকে ক্লিক করে, পোস্ট গুলো পড়ে নেওয়ার জন্য, তাহলে কিছু ভালো লেখা আপনারা পড়তে পারবেন, এ কথা নিশ্চিত হয়ে বলতে পারি।
Winners announcement Post
"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট" |
গত সপ্তাহের এনগেজমেন্টের উপর ভিত্তি করে যে সাপ্তাহিক রিপোর্টে আমি উপস্থাপন করেছিলাম, আশা করছি সেটি সম্পর্কে ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন এবং সেই পোস্টটিও সকলে মনোযোগ সহকারে পড়েছেন।
যদিও বেশ কিছু ইউজারের এনগেজমেন্ট এবং পোস্টের সংখ্যা অনেক কম ছিলো। তবে আশাকরি এই সপ্তাহে সকলেই নিজের কাজকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আর এনগেজমেন্ট সম্পর্কে যে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, আশাকরি সকলে মিলিত ভাবে সেটিকে সাফল্যমন্ডিত করে তুলতে পারবো।
এনগেজমেন্ট রিপোর্ট
"বুমিং সংক্রান্ত কার্যাবলী" |
বুমিং সংক্রান্ত কাজটি প্রতিদিন আমাকে কতখানি দায়িত্ব সহকারে করতে হয় আশাকরি সে সম্পর্কে আপনারা প্রত্যেকের কম বেশি অবগত আছেন। বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাওয়া সত্ত্বে আমি চেষ্টা করি এই কাজটিকে সফলভাবে করার। তবে মানুষ হিসেবে আমিও ভুলের ঊর্ধ্বে নই। আগামী দিনেও চেষ্টা করবো একই রকম ভাবে নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করার।
"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী" |
সবশেষ আসেনি হিসেবে কমিউনিটিতে প্রতিদিন পোস্ট শেয়ার করার বিষয়টিতে। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি প্রতিদিন পোস্ট শেয়ার করার জন্যে। তবে এমন নয় যে কখনোই একটি পোস্ট বাদ যায় না। তবে খুব চেষ্টা করি যাতে প্রতিদিনই আপনাদের সাথে নিজের লেখা শেয়ার করতে পারি। গত সপ্তাহে কি কি পোস্ট করেছিলাম, তার এক ঝলক পুনরায় নিচে আপনাদের সাথে শেয়ার করছি,-
এই ছিলো আমার এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট। যদি অন্যান্য অনেক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডিসকর্ড তথা কমিউনিটিতে আমার উপস্থিতি তুলনামূলক কম ছিলো। তবে চেষ্টা করবো পরবর্তীতে নিজের উপস্থিতি পূর্বের মতো রাখার। আর আপনাদেরকেও অনুরোধ করবো, যাতে আপনারাও পূর্বের মতন কমিউনিটির পাশে থাকেন। এই আশা রেখে এই সপ্তাহের রিপোর্ট আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।
আরো একটি সপ্তাহের সাপ্তাহিক কার্যক্রম গুলো খুব ভালোভাবে উপস্থাপনা করেছেন। এখনো পর্যন্ত চলমান এই কনটেস্টে আমি অংশগ্রহণ করি নাই তবে আজকে বাসায় গিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব।
বুমিং সংক্রান্ত কার্যাবলী বিষয় থেকে শুরু করে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট পর্যন্ত আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ত মাঝেও নিজের দায়িত্ব গুলো খুব ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
প্রতি সপ্তাহের রিপোর্টে আপনার মন্তব্য চোখে পড়ে,তবে আমিই হয়ত রিপ্লাই করে উঠতে পারি না। আসলে ব্যস্ততা আমাদের সকলের ব্যক্তিগত জীবনেই আছে, তারমধ্যে থেকেও সকলকে চেষ্টা করতে হবে এই প্ল্যাটফর্মে নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করার। কারন এটাও আমাদের কাজের জায়গা। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।
হ্যাঁ, এটা একদমই সঠিক বলেছেন আপনি। কারণ সদস্যদের উপস্থিতি না হলে এগুলো অসম্পূর্ণই মনে হয়। সকল পরিস্থিতির মধ্যে আপনার সক্রিয়তা প্রশংসনীয়।
তাছাড়া, এই প্রতিবেদনে আপনি আপনার বিগত সপ্তাহের সকল কার্যক্রম চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সকলের মধ্যেই সক্রিয়তা বৃদ্ধির একটা উদ্যম লক্ষ্য করছি। আশাকরি, পরবর্তী সপ্তাহে সক্রিয়তার পরিবর্তন দেখা যাবে।
বুমিং দেখাটা অনেক বড় দায়িত্ব যেখানে আপনি নিরলসভাবে শ্রম দিচ্ছেন প্রতিদিন। নিজেকে এভাবেই সক্রিয় রাখুন। ধন্যবাদ, তথ্যবহুল এই সাপ্তাহিক প্রতিবেদনটি প্রকাশ করার জন্য।
বর্তমানে আমার পরিস্থিতি সত্যিই অনেক কঠিন তবে, এই পরিস্থিতিতে নিজের কাজ করে যাওয়ার চেষ্টাটাকে সাধুবাদ জানানোর জন্যে ধন্যবাদ আপনাকে। টিউটোরিয়াল ক্লাস ইউজারদের উদ্দেশ্যেই আয়োজন করা হয়, তাই তারাই যদি অনুপস্থিত থাকে তাহলে এই ক্লাসের কোনো গুরুত্ব নেই। আপনি আমার পোস্ট এতো মন দিয়ে পড়ে মন্তব্য করেছেন, তারজন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।