"The weekly job I concluded being a Co-Admin"
|
---|
Hello,
Everyone,
আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের বেশ ভালো কেটেছে। আমার দিনটিও আজ বেশ ভালোই কেটেছে। কারণ গতকাল থেকে একটানা বৃষ্টি হয়ে চলছে সারাদিন। টুপটাপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে অবশ্য মুষলধারে বৃষ্টিও নেমেছে।
আমাদের বাড়িতে একবার গেট দিয়ে ঢুকে গেলে আর নিত্যদিনের কোনো কাজ করতে বাইরে বেরোতে হয় না। অনেকটা প্রায় ফ্ল্যাট সিস্টেমের মতো। এই জন্য বাইরে যতই বৃষ্টি হোক না কেন, কোনো কাজের জন্যই বাইরে বেরোতে হয় না। ফলত বাড়িতে থেকে বৃষ্টিটা ভালোই উপভোগ করা যায়। তবে অন্য কাজের জন্য বাইরে বেরোতে হলে সেটা অবশ্যই বিরক্তিকর।
যাইহোক বৃষ্টিমুখর দিনগুলো কিভাবে কাটছে, সেটা পরবর্তী পোস্টে শেয়ার করবো। যেহেতু আজ আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপনের দিন, তাই চলুন গত সপ্তাহে কমিউনিটিতে কি কি কাজ করলাম, সেই সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ আজ এই রিপোর্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি।
|
---|
গত রবিবার আমাদের কমিউনিটিতে হ্যাংআউট অনুষ্ঠিত হয়েছিলো। বেশ অনেকদিন বাদেই হ্যাংআউটের আয়োজন হয়েছিলো। তাই আশা করেছিলাম হয়তো বেশ কিছু জনের উপস্থিতি দেখতে পারবো। কিন্তু বরাবরের মত কমিউনিটির সকল ইউজারদের কার্যক্রম নিরাশাজনক। কারণ হাতে গোনা মাত্র তিন থেকে চারজন ছাড়া এইদিন হ্যাংআউটে কেউই উপস্থিত ছিলেন না।
তবে আমরা যারা উপস্থিত হয়েছিলাম, তারাই নিজেদের মধ্যে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি আনন্দ করে কাটিয়েছি। কারণ এই দিন কাউকে অংশগ্রহণের জন্য বারবার অনুরোধ করা লাগেনি। আমরা সকলেই খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম এবং একটি বিষয়ের উপরে নিজেদের অনুভূতি সকলের সাথে শেয়ার করেছিলাম। সবকিছু মিলিয়ে উপভোগ্য ছিল পুরো হ্যাংআউটের সময়টা। সেদিন যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ।
|
---|
আপনারা সকলেই জানেন কমিউনিটিতে প্রতি মাসেই চারটি কনটেস্ট আয়োজন করা হয়। দুটি আমাদের কমিউনিটি কর্তৃক আর দুটি আয়োজন করেন আমাদের অ্যাডমিন ম্যাম। এই সপ্তাহে কমিউনিটি কর্তৃক আয়োজিত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কনটেস্ট চলছে, যার বিষয়বস্তু খুবই আকর্ষণীয়।
আমরা প্রত্যেকেই নিজেদের জীবনের কাউকে না কাউকে রোল মডেল হিসেবে বেছে নিই। জীবন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চরিত্রগত বা স্বভাবগত দিকের বেশ কিছু জিনিস নিজে আয়ত্ত করার চেষ্টা করি। এই কনটেস্টের মাধ্যমে আপনিও আপনার জীবনের সেই ব্যক্তি বা ব্যক্তিত্বের প্রতি নিজস্ব অনুভূতি ব্যক্ত করতে পারবেন।
তাই আশা করবো এই সপ্তাহে অবশ্যই ইউজাররা নিজেদের অনুভূতি শেয়ার করবেন, এই কন্টেস্টে অংশগ্রহণের মাধ্যমে। অংশগ্রহণকারী প্রত্যেক ইউজারের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো।
তাছাড়া আমাদের বন্ধু @nsijoro কর্তৃক আয়োজিত আরও একটি কনটেস্টও কমিউনিটিতে চলছে। যেখানে আপনারা নিজেদের পছন্দ মতন চুলের স্টাইল সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করতে পারবেন। এই কনটেস্টের লিংকটিও আমি নিচে দিচ্ছি এবং আশা করছি আপনারা সকলে সমান উৎসাহ নিয়ে এই কনটেস্টে অংশগ্রহণ করবেন।
কমিউনিটিতে চলমান আরেকটি কনটেস্টের লিঙ্ক
|
---|
গত সপ্তাহে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহের উইনার এনাউন্সমেন্ট এর দিন ছিলো। ফলত প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহেও অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেলস আমি মেলের মাধ্যমে ম্যামকে পাঠিয়েছিলাম।
তবে উইনার সিলেকশনের ক্ষেত্রে ম্যাম নিজেই সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই সেই পোস্ট তিনি সকলের সাথে শেয়ার করেছেন। তাই বিজয়ী সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, কনটেস্টে অংশগ্রহণ করে নিজের অনুভূতি শেয়ার করার জন্য। আশাকরি আপনারা একই রকম ভাবে বর্তমানে চলমান কনটেস্টেও অংশগ্রহণ করবেন।
|
---|
আপনারা প্রায় সকলেই জানেন, এনগেজমেন্ট রিপোর্ট এর মাধ্যমে কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের, একটি সপ্তাহের অ্যাক্টিভিটি আপনাদের সকলের সাথে শেয়ার করা হয়। যাতে নিজের কার্যক্রমের পাশাপাশি আপনারা বাকি সকলের কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে পারেন এবং সেই অনুযায়ী নিজেদের কার্যক্রম উন্নত করতে পারেন।
তবে দুর্ভাগ্যবশত আমাদের কমিউনিটিতে প্রতিটি ইউজারের এনগেজমেন্ট দিনে দিনে নিম্নমুখী হচ্ছে। তবে কিছু জনের কাছ থেকে এই রকম কার্যক্রম একেবারেই কাম্য নয়। আশা করি এই সপ্তাহে বেশ কিছুজনের কার্যক্রমে পরিবর্তন লক্ষ্য করতে পারবো।
|
---|
বুমিং সংক্রান্ত কার্যাবলী একটি প্রতিদিনকার দায়িত্ব, যেটা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে পালন করতে হয়। পারিবারিক নানান পরিস্থিতিকে উপেক্ষা করেও, এই একটি দায়িত্ব পালন করা সর্বোচ্চ চেষ্টা আমি এতদিন ধরে করে চলেছি এবং আগামীতেও করবো।
তবে সত্যি কথা বলতে আপনাদের কার্যক্রম ধীরে ধীরে এই সকল দায়িত্ব পালন করতে আর উৎসাহ দান করে না। যাইহোক আশা করি সকলেই কমিউনিটির সাথে থেকে নিজস্ব দায়িত্ব পালন করবেন, কারন এই কমিউনিটি সর্বদাই আপনাদের পাশে থেকেছে।
|
---|
প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি ইউজার হিসেবে নিজের একটি পোস্ট কমিউনিটিতে শেয়ার করার। হয়তো কোনো কোনো সপ্তাহে একটা পোস্ট কম হতে পারে, তবে আমার সব সময় চেষ্টা থাকে নিজের একটা পোস্ট শেয়ার করার। এই সপ্তাহেও তার অন্যথা হয়নি। চলুন একবার দেখা যাক, এই সপ্তাহে আমি কি কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম-
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 20-09-2024 | "The weekly job I concluded being a Co-Admin" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
02. | 21-09-2024 | "পরিস্থিতি বদলাতে একটি মুহুর্তই যথেষ্ট" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
03. | 22-09-2024 | "The September #2 contest by @sduttaskitchen-Film in the Theatre or OTT!" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
04. | 23-09-2024 | Better life with steem - The Diary Game - 21th September, 2024 |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
05. | 24-09-2024 | "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
06. | 25-09-2024 | "ভাঁপা পিঠার রেসিপি" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
07. | 26-09-2024 | "অব্যক্ত ভালোবাসা" |
|
---|
এইছিলো আমার এই সপ্তাহের কার্যাবলী। যেখানে প্রতিটি বিষয়কে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরছি প্রত্যেকেই রিপোর্টটি মনোযোগ সহকারে পড়বেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।
এই কমিউনিটির পাশে থাকার অনুরোধ রইলো সকলের কাছে। কারণ এই কমিউনিটি বরাবর আমাদের প্রতি নিজের দায়িত্ব পালন করেছে, তাই প্রতিদানে আমাদের কমিউনিটির প্রতি দায়িত্ব পালন করা উচিত। আমি তো করবোই, আশাকরি আমার মতন আপনারাও সকলে কমিউনিটির পাশে থাকবেন। সকলের সুস্থতা কামনা করে, এই সপ্তাহের রিপোর্ট আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন। শুভরাত্রি।