"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India2 months ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...Z4SX4t89RF9goYpBGgwAx6bPodDHkwChKEUZKDbSZ3srKcufPJ2EGWcyhDBkBNE61anqai7krcrCaydTSgg7nXXYSWrYAGiNLnhewm1PJyetWgyrVVNzvMKGni.png
"Edited by canva"

Hello,

Everyone,

এই প্রচন্ড গরমে কেমন আছেন সকলে?
জানি সকলের অবস্থা বেশ খারাপ, কারণ আজ অন্যান্য দিনের তুলনায় গরম আরও বেশি বেড়েছে। এতদিন এতো কষ্ট হচ্ছিলো, তাই আজকের কষ্টের মাত্রা আরও বেশি‌‌ বেড়েছে,‌ এ‌ বিষয়ে কোনো সন্দেহ ‌নেই।

তার ওপর আজকের দিনটি আমার অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। যাই হোক সেই সম্পর্কে নিশ্চয়ই পরের পোস্টে কথা হবে। আজকে আমার সাপ্তাহিক মডারেটর রিপোর্ট উপস্থাপন করার দিন, তাই গত সপ্তাহে কমিউনিটিতে কি কি দায়িত্ব আমি পালন করেছি, সেগুলোই আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই রিপোর্টের মাধ্যমে। চলুন তাহলে শুরু করি,-

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক হ্যাংআউট"

IMG_20240501_013752.jpg

প্রথমে একটু বিনোদন পর্ব নিয়ে কথা বলা যাক। অনেকদিন বাদে গত সপ্তাহে আমাদের কমিউনিটিতে সাপ্তাহিক হ্যাং আউট আয়োজন করা হয়েছিল। যদিও সদস্যদের উপস্থিতি তেমনভাবে লক্ষিত হয়নি, তবে যে কয়েকজন উপস্থিত হয়েছিলেন,‌ তাদের সবাইকে নিয়ে বেশ কিছুটা সময় উপভোগ করেছিলাম,‌ এ কথা বলতেই হবে।

শুরুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বিষয়ে কথা ‌হয়েছিল এবং তারপর শুরু হয়েছিল আমাদের বিনোদন‌ পর্ব। বেশ কয়েকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, কবিতা ও ধাঁধার মাধ্যমে আমরা এই সপ্তাহের সাপ্তাহিক হ্যাং আউট শেষ করেছিলাম।

সত্যি বলতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলার জন্য কমিউনিটিতে কাজের চাপ অন্যান্য সময়ের থেকে বেশি। তাই এত ব্যস্ততার মাঝে এই সামান্য বিনোদনপর্ব‌টুকু বেশ উপভোগ্য ছিলো।

1672344690977_010726.jpg

"এনগেজমেন্ট চ্যালেঞ্জের তৃতীয় সপ্তাহের কার্যক্রম"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjvWfNY7MfbCiuKzLDcwJoiVDQyntoxs4Az1G4xGf1T25YJgXCPvonyTLgZ47B7sVEN86SdGcTzjWUkkN.png

আপনারা প্রত্যেকেই জানেন, ইতিমধ্যে আমরা আমাদের এনগেজমেন্ট চ্যালেঞ্জের তৃতীয় সপ্তাহ পার করেছি এবং একটি সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর‌‌ উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট করা‌‌ হয়।

যেখানে কমিউনিটিতে কতজন ইউজার নিজের লেখা উপস্থাপন করেছিলেন, তারা ‌দেশের, কোন ক্লাব মেইনটেইন করছেন, সকল‌‌ নিয়মাবলী‌ মেনে‌ পোস্ট ‌করেছেন কিনা,‌ এই সমস্ত কিছু ডিটেলস বের করার একটি দায়িত্ব থাকে আমাদের উপরে।

সকলে মিলে সেই দায়িত্বটি পালন‌ করলেও সর্বশেষ মেইল করার দায়িত্বটা আমার উপরেই থাকে। এই সপ্তাহেও যার অন্যথা‌‌ হয়নি।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"এনগেজমেন্ট চ্যালেঞ্জের চতুর্থ সপ্তাহ"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1Lm9kefQjcpGnE1FkG9JPmgq8BqtZLiD2qscNAjK6ckggk5Re1e1SPH1eopW26v1vDYGjeSaVmLPo6wp2.png

তৃতীয় সপ্তাহ পার করে ইতিমধ্যে আমরা এই সিজনের চতুর্থ সপ্তাহে পা রেখেছি এবং ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন এই সপ্তাহের বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন ম্যাম বেছে নিয়েছেন উপহার।

আমরা আমাদের জীবনে উপহার পেতে এবং উপহার দিতে পছন্দ করি। সেই উপহারকে ঘিরেই বেশ কিছু প্রশ্ন তিনি রেখেছেন। আমার মনে হয় এরকম একটি বিষয় সম্পর্কে লিখতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তাই এখনো পর্যন্ত যারা এই কনটেস্টে অংশগ্রহণ করেননি, তাদের জন্য লিংকটি আমি নিচে শেয়ার করছি এবং সকলের অংশগ্রহণ কামনা করি।

এনগেজমেন্ট চ্যালেঞ্জের চতুর্থ সপ্তাহের কনটেস্ট

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

ইতিমধ্যে গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করেছি। যেখানে কিছু ইউজারের কার্যক্রমের‌ উন্নতি দেখে ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি।

কারণ এর পূর্বেও তারা নিজেদেরকে প্রমাণ করেছে বহুবার। কিন্তু মাঝে বেশ কয়েক সপ্তাহ তারা যেকোনো কারণেই হোক,‌ সঠিকভাবে নিজের কাজটি করতে পারছিলেন না। তবে এই সপ্তাহে সকলের নতুন উদ্যোগ দেখে ভালো লাগছে, আশা করছি আগামী রিপোর্টেও সকলের ‌কাজ‌ এরকম ভাবেই অব্যাহত থাকবে।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20240429_102302.jpg

আমি হয়তো প্রতিটা রিপোর্টেই আপনাদেরকে বলে থাকি বুমিং এমন‌ একটি দায়িত্ব যেখানে ভুলের কোনো জায়গা নেই। আজকাল আমি পারিবারিক দিক থেকে অনেক বেশি সমস্যার মধ্যে আছি, শশুর মশাইয়ের শারীরিক অবস্থা নিয়ে।

কিন্তু তার মধ্যে প্রতিদিন সন্ধ্যা বেলার এই দায়িত্বটি আমার মাথায় যেন সারাদিন ধরে চলতে থাকে। কারণ এই দায়িত্বটিকে আমি খুব সাবধানতার সাথে পালন করার চেষ্টা করছি শুরু থেকেই, এবং আগামীতেও আমার সেই প্রচেষ্টাই থাকবে।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20240501_014335.jpg

চ্যালেঞ্জ চলাকালীন পোস্ট ভেরিফিকেশন করতে আমার বরাবর ভালো লাগে, কারণ নতুন নতুন পোস্ট পড়ার সুযোগ হয়। যেগুলোর মাধ্যমে অনেকের অনেক অনুভূতি সম্পর্কে জানার সুযোগ পাই। এই সপ্তাহেও তার অন্যায় হয়নি। বেশ কিছু ভালো পোস্ট পড়ার সুযোগ হয়েছে ভেরিফিকেশন এর মাধ্যমে।

আবার বেশ কিছু ইউজারের এমন ভুল চোখে পড়েছে, যেটা শুধুমাত্র অসাবধানতার কারণেই হয়েছে।‌ তাই কমেন্টের মাধ্যমে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ারও চেষ্টা করেছি।

আমাদের কমিউনিটির প্রতিটি সদস্য কমিউনিটিতে কাজ করার জন্য যে নিয়মাবলী অনুসরণ করা হয় সেগুলি সম্পর্কে অবগত রয়েছেন। তবুও এর মধ্যে কিছু‌ ইউজার অসাধু কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু সেই জিনিসগুলি এই কমিউনিটিতে আমরা কিছুতেই মেনে‌ নিইনা এবং ভবিষ্যতেও নেবো না।

সেই কারণে বেশ কিছু ইউজারের সাথে ডিসকর্ডে কথা বলে বিষয়টি তাদেরকে পুনরায় অবগত করেছি। এছাড়াও ‌কিছু ইউজারদের‌ পোস্ট কমিউনিটি থেকে মিউট করার, পাশাপাশি কিছু ‌ইউজারের‌‌ ট্যাগ‌‌ পরিবর্তন ‌করেছি।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

কমিউনিটির ইউজার হিসেবে কমিউনিটিতে প্রতিদিন নিজের লেখা পোস্ট শেয়ার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই সপ্তাহে প্রতিদিন আমি চেষ্টা করেছি, রাত হলেও নিজের লেখা যেন শেয়ার করতে পারি। এখন দেখে নেওয়া যাক,কি কি পোস্ট আমি গত সপ্তাহে শেয়ার করেছিলাম, -

No.DateTitleThumbnail
01.23-04-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...Z4SX4t89RF9goYpBGgwAx6bPodDHkwChKEUZKDbSZ3srKcufPJ2EGWcyhDBkBNE61anqai7krcrCaydTSgg7nXXYSWrYAGiNLnhewm1PJyetWgyrVVNzvMKGni.png
No.DateTitleThumbnail
02.25-04-2024Better life with steem-The Diary Game-24nd April, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81ajpkSmF4Q5XCiwfrMFDSsTzMbfay9ymXpj48SogNrosJy9ZwtuCqkPeMVJwLZCZngnFVE2JVBEdUUg4Ln3ZpRFZupPKc.jpeg
No.DateTitleThumbnail
03.26-04-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...X789fcaUK66UQWADexKKYrpPxEeKx2DGBgSxoRCYGCSPh1CryvLGpYU3ivHeQzchcUsYeCTjnVEnZy6Xpnb79kqJEnEnqmzzuQLo24zq7pEQimiGAbzWgjHDBt.png
No.DateTitleThumbnail
04.27-04-2024SEC17-W3-Experiences come with age or circumstances!4od4FA9FGiMvFQSyyWGJrhZechDX2Kjzd5PYt6PT1jztCGNR5rWwT5yAmhW8UrNx1bhuHG3cTbN5ndZiZLvz2BBSU7zzcZ9SToZf1KKf7A...rHdYm46yjGC2y4seZVVQCuFgsSiv6n9h6yaQA4zs1rGTyGdwwRUVFGcVRyEStCcMk4gL4s3AjxXfAdT18X7N5tXJYYbGkJxWFVfL4HApt3SNnggBv3M5DFUcXQ.png
No.DateTitleThumbnail
05.28-04-2024Better life with steem-The Diary Game-27th April, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yUtSWz1RLR98hpwaHN5cKtt88dbBpj8iCzxEmpzDizLenYuRX4wpz5qx1AQTV5JwFHfAbQUYexcQkvLzFW9D8zSVPJxnr.jpeg
No.DateTitleThumbnail
06.29-04-2024Better life with steem-The Diary Game-28th April, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH815zYPewW2ircabpPrEBmqtQKX4eK2mbwX5aofweHv8x2f6yrTak4uMgQG3LQ29PtAmEPkYCAvAYzZJrWjWTzKR7KYzfBt.jpeg
No.DateTitleThumbnail
07.30-04-2024Better life with steem-The Diary Game-29th April, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xrVTQStRkEzkssRLp9AkBSBCyiQsMeedmqnkknmhXexREnyoevyQZL8ibPxdaHiag1Jjb56qugEyaygfR4kuSVak6wjae.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই সমস্ত কাজের মধ্য দিয়ে একটা সপ্তাহ অতিক্রম হয়েছে এবং নতুন সপ্তাহেও পা দিয়েছি।‌‌ এমনকি এই সপ্তাহের দায়িত্ব পালন করতে শুরুও করেছি ইতিমধ্যে, যেগুলো সম্পর্কে আগামী সপ্তাহে রিপোর্টে আপনাদের সাথে আলোচনা করবো।

এই সপ্তাহের রিপোর্টটি আপনাদের কেমন লাগলো এবং এই রিপোর্ট সংক্রান্ত আপনাদেরকে যে কোনো রকম মন্তব্য কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, এই গরমে সাবধানে থাকুন, এটুকু বলেই এই সপ্তাহের রিপোর্টটি‌ আমি শেষ করছি। শুভরাত্রি।

Sort:  
Loading...
 2 months ago 

আপনি সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার প্রতিবেদন দেখলেই বোঝা যায় যে কতটা দায়িত্বসহকারে আপনি আপনার দায়িত্ব পালন করেন। সত্যি বলতে আমরা অধিকাংশরাই পোস্ট আর কয়েকটা কমেন্ট করতে গিয়েই হাপিয়ে উঠি আর সেখানে আপনি প্রাত্যহিক কাজের বাইরেও এত এত দায়িত্ব পালন করেন। সত্যি অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে।

আবারও ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।

 2 months ago 

পুরো সপ্তাহে কমিউনিটিতে যা কিছু হয়েছে তা সবই আপনার পোস্টে আপনি উল্লেখ করেছেন। বেশ গুছিয়ে সকলের কার্যক্রম এখানে উল্লেখ করেছেন। পোস্টটি করার জন্য আপনাকে পুরো সপ্তাহে সমস্ত কার্যক্রমের উপর তীক্ষ্ণ নজর রাখতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করার জন্য।

 2 months ago 

পুরো সপ্তাহে যা কিছু হয়েছে, তা আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন। সবাইকে জানানোর জন্য, এবং সুন্দরভাবে গুছিয়ে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি। ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে পানি পান করবেন

 2 months ago 

আপনার পোস্টটি পড়ে বোঝাই যাচ্ছে আপনি কতটা দায়িত্ববান স্টিমের প্রতি। আমাদের কমিউনিকেশন আপনাদের মত কিউরেটর রয়েছে তাইতো আমরা এত সুন্দর ভাবে কাজ করতে পারতেছি। চ্যালেঞ্জ এর কারণে আপনাদের কাজ আরো বৃদ্ধি পেয়েছে এটা বোঝা যায়। বড় দায়িত্ব পেলে তাদের তো একটু বেশি কাজ বেড়ে যায় যেটা স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 months ago 

আপনার লেখা পড়লেই বোঝা যায় যে এই মুহূর্তে আসলে আপনি কতটা চাপের মাঝে আছেন।
সংসার সামলে কমিউনিটির দায়িত্ব পালন করাটা এমনিতেই কষ্টকর এর উপর আবার চলছে এনগেজমেন্ট চ্যালেন্জ।
এর সাথে যোগ হয়েছে আপনার শশুড় মশাই এর অসুস্থতা।
বাসায় অসুস্থ মানুষ থাকলে দায়িত্ব বাড়ার সাথে সাথে টেনশনও বেড়ে যায় অনেক।

আর এসব কিছু মাঝেই আপনি আপনার কাজগুলো খুব সুন্দরভাবে পালন করে যাচ্ছেন। এজন্য আপনি অবশ্যই প্রশংসার দাবিদার।

ভালো থাকবেন সবসময়।

 2 months ago 

আপনার এই একটি রিপোর্ট কমিউনিটির সদস্যদের জন্যে অনেক বেশি উপকারি। একটি সপ্তাহের ফ্ল্যাশব্যাক এখানে থাকে, পাশাপাশি বুমিং এর মত গুরুত্বপূর্ণ বিষয়ের স্পষ্টতা এখানে উল্লেখ থাকে। আপনি অনেক বেশি পারিবারিক ব্যস্ততার মধ্যেও এত সুন্দর ভাবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন, এটি নি:সন্দেহে আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60670.43
ETH 3380.02
USDT 1.00
SBD 2.51