শীতের সকলকে এত সুন্দর ভাবে শব্দের মাধ্যমে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। কাব্যর প্রতিটি লাইন যেন প্রকৃতির এক নিখোঁজ চিত্র এঁকে দেয় নীরবতা শীতের ঝড়ের ফিসফিসানি প্রাচীন গাছের গভীরতা এবং শীতের নির্মল সৌন্দর্য। লুকিয়ে থাকা গল্পগুলো সত্যি মুগ্ধকরভাবে প্রকাশ পেয়েছে।