You are viewing a single comment's thread from:
RE: বীণাপাণির মহিমা!The glory of Veena Pani!
মহিমা এবং ডক্টর বিধান চন্দ্র রায়ের অসাধারণ জীবনগাথা নিয়ে এমন তথ্যবহুল ও হৃদয়স্পর্শী লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, দিদি! বিদ্যার দেবীর আশীর্বাদ যাদের উপর থাকে, তারা যে শুধু জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ হন তা নয়, বরং মানবসেবার ক্ষেত্রেও তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকে ডক্টর বিধান চন্দ্র রায় তার উজ্জ্বল প্রমাণ।
আজকের উন্নত প্রযুক্তির যুগে দাঁড়িয়ে, যেখানে চিকিৎসা অনেকটাই নির্ভরশীল টেস্ট রিপোর্টের উপর, সেখানে তার মতো একজন চিকিৎসকের অসাধারণ রোগ নির্ণয় ক্ষমতা সত্যিই বিস্ময়কর! পাশাপাশি, তার বিনামূল্যে চিকিৎসা সেবা, সময়ানুবর্তিতা ও নীতিবোধ বর্তমান সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
লেখার প্রতিটি অংশ গভীর ভাবনার খোরাক জোগালো। এমন অনুপ্রেরণাদায়ক লেখা আরও চাই।
লেখা পড়ে তারপর মন্তব্য করবেন, যদি discord এ কথা হয়, মনে করবেন, কেন এই কথাটা আপনার এই লেখায় জানালাম সেদিন জানাবো।