শৈশবের মধুর স্মৃতিগুলো যেন সব সময় মনকে ছুঁয়ে যায়। আপনার লেখা পড়ে নিজের শৈশবের দিনগুলো মনে পড়ে গেল। খেলার মাঠ, বর্ষার নৌকা, আর ঠাকুমার গল্প, বর্তমানের শিশুদের সঙ্গে শৈশবের এই পার্থক্যটা সত্যিই চোখে লাগে। খুব সুন্দরভাবে স্মৃতির কথা তুলে ধরেছেন। ধন্যবাদ আমাদের সেই সোনালি দিনগুলোতে ফিরিয়ে নেওয়ার জন্য।