Better Life With Steem || The Diary game || 08 February 2025||
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।গতরাত থেকেই শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম।ভেবেছিলাম ঘুম থেকে উঠলে ইনশাল্লাহ সকালবেলা ভালো হয়ে যাবে। কিন্তু না ঘুম থেকে উঠে দেখি আমার শরীর আরো বেশি খারাপ লাগছিল। মাথা ব্যথা, চোখে অস্বস্তি, পুরো শরীরটা যেন একেবারে ভেঙে পড়েছে। চোখে এমন অনুভূতি হচ্ছিল যেন আগুন বের হচ্ছে, মাথার মধ্যে তীব্র চাপ।
আমি বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। আমার মনের মধ্যে একটাই চিন্তা এটা কি কোনও সাধারণ মাথাব্যথা, নাকি অন্য কিছু?তবুও, আমি চেষ্টা করলাম কিছু করতে। জানতাম না কীভাবে এটা মোকাবেলা করব, কিন্তু তবুও আমার দায়িত্ব বাসার সব কাজ করা। আমি উঠে গিয়ে দুইটা রুটি বানালাম।মেয়ের জন্য একটি ডিম সিদ্ধ করে রাখলাম। মাথা যে ভারী ছিল, তবুও আমি কোন রকম ভাবে সবকিছু ঠিকঠাক ভাবে রাখলাম। আজ শনিবার আমার হাজবেন্ডের অফিস বন্ধ ছিল। আমার হাজব্যান্ড ও আমার মেয়ে ঘুমাচ্ছিল।
আমার হাজব্যান্ডকে ডেকে বললাম যে আমি ডাক্তারের কাছে যাব। তুমি একটু মেয়েকে সামলাও। আমার হাজব্যান্ড বলল ঠিক আছে তুমি যাও। আমি বললাম যে টেবিলে নাস্তা দেওয়া আছে খেয়ে নিও আর মেয়েকে টিমটা একটু খাওয়াইও। তো আমার হাজব্যান্ড বললো তুমি কিচ্ছু চিন্তা করো না তুমি যাও।আমি রেডি হয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তারের চেম্বারে পৌঁছানোর পর, আমাকে সিরিয়াল দিয়ে দেখানো হলো। ডাক্তার ম্যাম আমাকে একটা পরীক্ষা দিলেন সেই সাথে কিছু ওষুধ।আমি ইনশাল্লাহ আগামীকাল পরীক্ষাটা করে ডাক্তার ম্যামকে আবার দেখাবো।
ডাক্তার দেখিয়ে আমি বাসায় ফিরে আসলাম। ফিরে এসে দেখলাম, আমার হাজব্যান্ড ইতিমধ্যে সবকিছু সামলাচ্ছে। তিনি মেয়েকে সাথে নিয়ে নিচে থেকে পানির বোতল ভরাইয়া নিয়ে এসেছে ।মেয়ের সাথে একটু সময় কাটিয়ে, বাজার থেকে দুই রকমের লাল শাক ও মুলা শাকও নিয়ে এলেন। আমি বুঝতে পারলাম, তিনি শুধু শারীরিকভাবে সাহায্য করছেন না, বরং আমার মনোবলও বাড়াচ্ছেন। তাঁর এই সহানুভূতি আমাকে আরও শক্তিশালী করল।
আমার হাজবেন্ড তখন সবার খোঁজখবর নিয়ে আমাকে সাহায্য করছিল। সে জানত, আমি অসুস্থ হলেও মনের শক্তি দিয়ে সবকিছু সামলাতে চাচ্ছিলাম, কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তাকে পাশে থাকতে হবে। তিনি আমার কাছে এসে বসে, সমস্ত কিছু দেখভাল করতে লাগলেন। তিনি জানতেন, আমি একা কিছু করতে পারব না, তাই নিজে থেকেই সবকিছু করছিলেন।এভাবেই কাটলো আমাদের দিন। আমার শরীর এখনও খারাপ, তবে মনে মনে জানি, কিছু সময় পরে আমি সুস্থ হয়ে উঠব। আমার স্বামী ও মেয়ে আমার পাশে থাকবে, যা আমার মনোবল বাড়াবে।
এই অসুস্থতার মধ্যে আমি শিখলাম, যত কঠিন পরিস্থিতিই আসুক, জীবন চালাতে হলে সামনের দিকে তাকাতে হবে, প্রিয়জনদের সাথে মিলেমিশে থাকতে হবে এবং অবশ্যই নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে।
আমার হাজব্যান্ডের এই সহানুভূতি এবং প্রেরণা আমাকে আরও জীবন্ত করে তুললো। আমি জানি, সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ তিনি আমার পাশে আছেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসুস্থ থাকলেও কিন্তু আমাদের পরিবারের দায়িত্বটা পালন করতেই হয় সেটা মানুষ যাই বলুক না কেন আপনার মাথা ব্যথা আসলে চিন্তা করবেন না চিন্তা এমন একটা জিনিস যেটা যখন আপনি প্রতিনিয়ত করতে থাকবেন তখন আপনার মাথা ব্যথা কখনোই ছাড়বে না কেননা আমি এই রোগে আক্রান্ত বেশ তাই দুই বছর ধরে যখনই আমি চিন্তা করি তখনই আমার মধ্যে মাথা ব্যাথা শুরু হয়ে যায় আপনি আপনার হাসবেন্ডের কাছে আপনার মেয়েকে রেখে ডাক্তার দেখাতে গিয়েছেন এখান থেকে আসার সময় আবার বেশ কিছু স্বাদ ধনিয়া পাতা নিয়ে এসেছেন অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনার পোস্টটি পড়ে একটি বিষয় জানতে পারলাম আপনি খুবই অসুস্থ। জেনে খুব খারাপ লাগলো।আপনার এই লেখাটি খুবই হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণাদায়ক আমাদের জন্য। আপনি অসুস্থ থাকা সত্ত্বেও সংসারের দায়িত্ব পালন করছেন এই বিষয়টি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সব সময় শুভকামনা রইল আপু।
জ্বী ভাইয়া আমি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করবেন। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।