Better Life With Steem || The Diary game || 05 February 2025||
আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আমি খুব সকালে উঠলাম। ফজরের নামাজ আদায় করার পর কিছুক্ষণ বিছানায় শুয়ে ছিলাম। আজকে কেন জানি প্রতিদিনের মতো রান্নাঘরে যাওয়ার মন মানসিকতা ভালো ছিল না জানিনা কেন এমন হলো।অনেকটাই আলসেমি লাগছিল।অনেক ভাবনা চিন্তার পর রান্নাঘরে গিয়ে কাজ শুরু করলাম। একে একে সব কাজ করতে করতে দিনের শুরু হলো।
আজকের দিনটা একটু ব্যস্ত ছিল, কারণ আমার হাজবেন্ড অফিসে যাবে, তাই তার জন্য কিছু খাবার প্রস্তুত করতে হয়েছিল। তার যাওয়ার প্রস্তুতি সেরে আমি কাপড়গুলো ধুয়ে ফেললাম। কাপড় গুলো নিয়ে যেইনা বাথরুম থেকে বের হয়েছি বেলকনিতে যাব আর দেখি আমার মেয়ে তাড়াতাড়ি করে এসে আমার বালটির এক পাশটা ধরলো। আমার মিষ্টি মেয়েটা বরাবর এরকমই করে আমার এত বেশি ভালো লাগে বলে বোঝাতে পারবো না।
মা মেয়েতে চলে গেলাম বেলকনিতে, যাওয়ার পর কাপড় রোদে দিচ্ছি আর আমার মেয়ের দুষ্টামি গুলো দেখছি। আমার মেয়েটা চেষ্টা করতেছে বালতি থেকে কাপড় নিয়ে রোদে দেওয়ার জন্য।আবার একদিকে আমার বেলকুনি টবের মরিচের পাতা বিভিন্ন সবজির পাতা ছিড়ে ছিড়ে রাখতিছে।আমি মোটেও রাগ হয়নি কারণ ছোট বাচ্চারা এরকম করবেই আমি একটু আদরের সাথে নিষেধ করেছিলাম যে আম্মু ছেড়ে না আম্মু ছেড়ে না পাতা ছেড়ে না।বাসার সমস্ত কাজ সেরে আমি একটু সময় পেলাম বিশ্রামের জন্য, তবে আমার ছোট্ট মেয়ে সেখানে ছিল, যে কিছু না কিছু নিয়ে চঞ্চল হয়ে ঘোরাফেরা করছিল।
অবিশ্বাস্য হলেও, আমি অনুভব করলাম, এই ছোট্ট মেয়েটি আমাকে সাহায্য করার জন্য অনেক কিছু করতে চায়। আমি মাঝে মাঝে খুবই অবাক হই যে, একটা এত ছোট মেয়ে এভাবে আমার কাজে সাহায্য করতে চায়। সত্যিই এটা খুব সুন্দর একটি অভিজ্ঞতা।
তারপর কিছুক্ষণ পর, সে দুষ্টুমি করতে শুরু করল। তার ছোট ছোট হাসি, দুষ্টুমি আর মজা আমাকে অনেক আনন্দ দেয়।আমি মেয়েকে আদরের সহিত বলি তুমি খুব ভালো, তোমার এই সাহায্য আমায় অনেক সাপোর্ট দেয়।
এভাবে, পুরো দিনটা এক সাথে কাটাতে কাটাতে, মনে হলো সবকিছু ঠিকঠাক চলছে। সে আমার সাহায্যের জন্য অনেক কিছু করতে চাইছিল, এবং আমি বুঝতে পারলাম, সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা ও সহানুভূতি পাওয়া সত্যিই অনুপ্রেরণামূলক। আজকের দিনটি ছিল আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা, কারণ আমি অনুভব করলাম, ছোট্ট শিশুরাও এমন সাহায্য করতে চায় যা বড়দের জন্য এক বিশাল উপহার হতে পারে।এভাবেই দিনটি শেষ হলো, এবং মনে হলো আমি শুধু আমার কাজই শেষ করিনি, বরং আমার মেয়ে আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে সাহায্য, ভালোবাসা এবং মমতা।এটি ছিল আমার ছোট্ট মেয়ের সাথে কাটানো এক অবিস্মরণীয় দিন।
আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার গল্পটা খুবই চমৎকার। বাচ্চারা আমাদের শেখায় কীভাবে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা যায়। আপনার মেয়ের দুষ্টুমির মধ্যে যে ভালোবাসা ছিল, তা সত্যিই অনুপ্রেরণামূলক। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
যেহেতু আপনার হাজব্যান্ড অফিসে যাবে তাই আপনি আগে থেকেই তার জন্য খাবার প্রস্তুত করে রেখেছিলেন এরপর আবার আপনার মেয়েকে নিয়ে বারান্দায় কাপড় রোদে দেয়ার জন্য গিয়েছিলেন কিন্তু আপনার মেয়ে সবজির পাতা এবং মরিচ গাছের পাতা ছিনে রাখছিল একটা কথা কি জানেন তো ছোট বাচ্চাদের আপনি যদি একটু রাগ দেখান তাহলে কিন্তু তারা আরো বেশি রেগে যায় তাই আমি মনে করি তাদের সাথে একটু সহানুভূতির আচরণ করা অনেক বেশি প্রয়োজন।