"একটুখানি ঘোরাঘুরি"

in Incredible India5 days ago

আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা ছিল বেশ অন্যরকম, সুন্দর ও হাসিখুশি। আজকে বাইরে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল কিছু কেনাকাটা করা, কিন্তু এর সাথে ঘুরে বেড়ানোর মজা আর খাওয়া দাওয়া ছিল মূল আকর্ষণ। আমার হাজবেন্ড, আমি এবং আমাদের ছোট্ট মেয়েটি, সবাই মিলে আজকে বেরিয়েছিলাম একসাথে।

IMG_20250202_173430.jpg

দিনের শুরুটা ছিল একটু শান্ত, হালকা আবহাওয়া আর কিছুটা সূর্যাস্তের মাঝে আমরা বাসা থেকে বেরিয়েছিলাম। কেনাকাটা ছিল খুব একটা বেশি না, তবে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিলাম। মেয়ের জন্য কিছু নতুন জামাকাপড় আর কিছু রান্নার উপকরণ সেই সাথে মেয়ের কিছু নতুন খেলনা কেনা হলো। যদিও কেনাকাটার চাহিদা খুব বেশি ছিল না, তবে এই ছোটখাটো কেনাকাটা এবং ঘোরাফেরার মজাটাও ছিল অন্যরকম।

IMG_20250202_173418.jpg

কেনাকাটা শেষ করার পর, আমরা কিছু সময় ঘুরে বেড়ালাম শহরের ব্যস্ত রাস্তায়। অনেক কিছু দেখলাম, হেঁটে হেঁটে শহরের রূপ বদলানো এবং লোকজনের আনন্দের মাঝে আমাদের নিজের ছোট্ট আনন্দটাও বেশ উপভোগ করলাম। শহরের বিভিন্ন দোকান, রাস্তার পাশের ক্যাফে, আর সবার চলাফেরা দেখে মনে হচ্ছিল যে প্রতিটা মুহূর্তেই নতুন কিছু শেখা যাচ্ছে। আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়েটি একে অপরের সাথে হাসি-খুশিতে সময় কাটাচ্ছিলাম।

IMG_20250202_173450.jpg

এছাড়া, খাওয়া-দাওয়া ছিল আরও একটা বিশেষ অংশ। আজকের দিনে কোথাও না কোথাও বসে কিছু সুস্বাদু খাবার খাওয়া ছিল বেশ উপভোগ্য। মেয়েকে চকলেট আর আইসক্রিম খাওয়ানো, আমার হাজবেন্ডের সাথে কিছু মজাদার স্ন্যাকস নিয়ে গল্প করা, এই সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ দিন হয়ে উঠলো।
সবশেষে, যখন দিন শেষ হয়ে আসছিল, আমাদের বাড়ি ফেরার সময় আমরা একটু ক্লান্ত হলেও খুব খুশি ছিলাম। এই ঘোরাঘুরি আর আনন্দের মুহূর্তগুলো আমাদের মনের ভিতরে অনেক ভালো স্মৃতি হিসেবে জমে থাকবে। প্রতিটা দিন যেন এমন আনন্দে ভরা থাকে, যাতে ছোট ছোট মুহূর্তগুলো বড় বড় সুখে পরিণত হয়।

IMG_20250202_173608.jpg

এভাবে একসাথে সময় কাটানো, একটু ঘুরতে যাওয়া, কিছু কিনতে যাওয়া, আর খাবারের মাঝে পরিবারকে সাথে নিয়ে সময় কাটানো এগুলো আমাদের জীবনের সেরা মুহূর্তগুলোই তো। আশা করি আগামী দিনগুলোও এরকম সুন্দর মুহূর্তে ভরা থাকবে।আজ পর্যন্তই এই পর্যন্তই সবাই ভাল থাকেন আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 5 days ago 

আমাদের ব্যস্ত শহরে একটু ঘোরাঘুরি করতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে সারাদিনের কাজকর্ম যখন ব্যস্ততার মধ্যে মানুষ আটকা পড়ে যায় তখন অনেক খারাপ লাগে কিন্তু আপনি আজকে আপনার কেনাকাটার করার পাশাপাশি কিছুটা সময় ঘোরাঘুরি করেছেন যেটা দেখে বেশ ভালো লাগলো ঘোরাঘুরি করলে কিন্তু মন মানসিকতা সবকিছু অনেক পরিবর্তন হয়ে যায় অসংখ্য ধন্যবাদ পরিবারের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 5 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 98004.05
ETH 2700.99
SBD 2.84