একটি সুন্দর দিনের গল্প
আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।আজকের দিনটি শুরু হলো খুব সাধারণভাবে। সকালে ঘুম থেকে উঠেই মনে হলো, আজ কিছু বাজার করা দরকার। তাই সিদ্ধান্ত নিলাম, মেয়েকে সঙ্গে নিয়ে বাজারে যাব। আমার মেয়ে সব সময়ই আমার সঙ্গ পছন্দ করে, বিশেষ করে যখন আমি বাইরে যাই। তার ছোট্ট হাত ধরে হাঁটতে আমারও অনেক ভালো লাগে।
বাজারে পৌঁছে দেখলাম চারপাশে ব্যস্ততার চিত্র। সবজির দোকানগুলো তাজা শাকসবজিতে ভরা। প্রথমেই বেছে নিলাম কিছু টাটকা আলু, বেগুন, আর ফুলকপি। বিক্রেতার সঙ্গে দরদাম করছিলাম, আর আমার মেয়ে পাশ থেকে মজা করে তাকিয়ে দেখছিল। সে মাঝে মাঝে ছোট্ট হাত দিয়ে আমাকে ইশারা করছিল, যেন আমাকে কিছু বলতে চায়। তার এমন কৌতূহলী চেহারা দেখে আমার মন ভরে গেল।
এরপর মরিচ, পেঁয়াজ, আর কিছু মসলা নিলাম। মেয়ের হাতে একটি ছোট ব্যাগ ধরিয়ে দিলাম যাতে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে পারে। সে ব্যাগ ধরে হাঁটছিল আর মাঝে মাঝে দোকানদারদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে হাসছিল। বিক্রেতারাও তার এই মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয়ে গেল।
বাজার থেকে ফিরে এসে শুরু হলো আরেকটি কাজ সব কিছু গুছিয়ে রাখা। মেয়েও এতে অংশ নিতে চাইল। তার ছোট্ট হাত দিয়ে ফুলকপির পাতা ছাড়াতে চেষ্টা করছিল। আমি তাকে হাসিমুখে সাহায্য করলাম। এই মুহূর্তগুলো যেন ছোট ছোট আনন্দে ভরা এক একটি গল্প তৈরি করে।সবজিগুলো ফ্রিজে সাজিয়ে রাখার পর মনে হলো, দিনের কাজগুলো যেন শেষ হলো। তবে দিনটা শুধু কাজেই শেষ হয়নি, এতে ছিল আনন্দ, ভালোবাসা, আর কিছু ছোট্ট মিষ্টি মুহূর্ত।জীবনের এমন সাধারণ দিনগুলোই আমাদের মনে চিরস্থায়ী স্মৃতি তৈরি করে। আজ আমার মেয়ের সঙ্গে বাজার করার অভিজ্ঞতাও তেমনই একটি দিন। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আলহামদুলিল্লাহ।
আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.