"পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি"
আসসালামু আলাইকুম
*আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি। সব সময় আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে। আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রত্যাশা করে শুরু করছি আজকের জেনারেল রাইটিং।
আমরা প্রায়ই শুনে থাকি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তবে বাস্তবে এর প্রকৃত মানে কতটা গভীর অনেকেই বুঝতে পারেন না। পরিশ্রম একটি শক্তিশালী গুন যা আমাদের জীবনের সাফল্য ও সুখের দরজা খুলে দেয়। কিন্তু আমরা অনেকেই মনে করি, শুধু ভাগ্যই সাফল্য নিয়ে আসে। কিন্তু আসল কথা হল, পরিশ্রম ছাড়া কোন ভাগ্যই সঠিকভাবে বিকাশিত হতে পারে না। যেকোনো কাজে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম অপরিসীম।
Edit by canva
আমরা প্রতিনিয়তই ভাগ্যের উপরেই সমস্ত দোষ চেপে দেই। কোন কাজে ব্যর্থ হলেও বলি যে, আমার ভাগ্যে এটাই লেখা ছিল। আসলে বাস্তবতা তার সম্পূর্ণ ভিন্ন। একজন মানুষ যদি কঠোর পরিশ্রম করে তাহলে কেবল সে সফলতা দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে। কঠিন পরিশ্রম এবং অধ্যাবসায় মানুষের জীবনের মোরকে ঘুরিয়ে দিতে পারে। যারা জীবনের সফলকাম হয়েছেন তাদের পিছনের গল্প খুললে দেখা যায় তারা কঠিন থেকে কঠিন পরিশ্রমই ছিল। তাই এ কথা থেকে স্পষ্ট যে নিজের পরিশ্রমই নিজের ভাগ্যকে বদল করতে পারে।
জীবনের প্রতিটি ক্ষেত্রে ছোট বা বড় কোন কাজ আমরা একাগ্রভাবে করি, তবে সেটা আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দরজা। সাফল্য আসবে, তবে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং অধ্যাবসায় প্রয়োজন। সুতরাং পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি এটি একটি সত্য বাক্য যা আমাদের জীবনে প্রতিনিয়ত অনুসরণ করা উচিত।
নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় খুবই প্রয়োজন। কঠোর পরিশ্রম হল সিড়ির মত আর ভাগ্য হলো লিফটের মত। কোন কোন সময় লিফট বন্ধ হয়ে যেতে পারে কিন্তু উচ্চতায় উঠতে গেলে আমাদের পাশে সিঁড়ি সবসময় থাকে। সেজন্যই লিফটের অপেক্ষায় বসে না থেকে সফলতায় পৌঁছাতে হলে আমাদের অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে হবে অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হবে।
সফল হওয়ার আগ পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কঠোর পরিশ্রম করার পরে সফলতা না ছুঁয়ে দেখা পর্যন্ত হাল ছাড়তে নাই। তাই আমাদের সবার উচিত সবকিছু ভুলে কঠিন পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে সফলতা আসবেই, ইনশাল্লাহ।
- যাইহোক বন্ধুরা আজকে এ পর্যন্তই। আশা করছি সম্পূর্ণ গল্পটি আপনাদের ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ গল্প পড়ার পরে আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, শরীরের যত্ন নিবেন, নিজের খেয়াল রাখবেন।
পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। কোনো কাজে সফল হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করে যেতে হবে। বাস্তব জীবনে অথবা কর্মজীবনে সাফল্যে পেতে হলে পরিশ্রমের বিকল্প নেই।
ব্যর্থ হলে ভাগ্যের দোষ দিয়ে প্রকৃত পক্ষে কোনো লাভ হয় না কারন আমাদের ভাগ্য আমরাই নির্মাণ করতে পারি পরিশ্রমের মাধ্যমে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।