শারীরিক সুস্থতায় সকল সুখের মূল,,,,।

in Incredible India2 days ago (edited)

আসসালামু আলাইকুম,
সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। সুস্থ থাকার কথা এজন্যই বললাম যে, শারীরিক সুস্থতা মানুষের সকল সুখের মূল। মন ভালো রাখতে হলে শরীরের সুস্থতা অবশ্যই প্রয়োজন, মানুষের শরীর মন দুটোকেই ভালো রাখা উচিৎ।

IMG_20241114_190120.jpg

আমার আজকের গল্পটা একটু ব্যতিক্রম। গতকাল রাত থেকে আমার শরীরটা প্রচন্ড অসুস্থ লাগতেছিল। মাথা ব্যথা এবং বাম চোখের ব্যথায় কোনভাবেই ঘুমাতে পারছিলাম না। আর শরীরের এই অসুস্থতার কারণে মনটাও প্রচন্ড আকারে খারাপ। রাতটা কোনভাবে পার করে সকাল সকাল নাস্তা করে ডাক্তারের কাছে রওনা দিলাম। ডাক্তারের কাছে আমি পৌঁছাতে সকাল ৯ টা পর্যন্ত বেজেছে, ততক্ষণে আমার সামনে আরো 20 থেকে 25 জনের সিরিয়াল। কি আর করার আমিও সিরিয়ালে নাম লিখে আমার মেডিকেল বইটা সাবমিট করলাম। অতঃপর সিরিয়াল দিয়ে বসে ছিলাম অনেক সময় ধরে।

IMG_20241114_190216.jpg

তবে আমি লং টাইম সিরিয়াল দিলেও আমার খুব একটা বোরিং ফিল হয়নি। কারন আমার এই পিচ্চি মেয়েটার খেলার জন্য সুন্দর ব্যবস্থা ছিল ডাক্তারখানার সামনে। তার খেলাধুলা হাসি খুশি ফ্রেন্ড সার্কেল সব মিলে তার খেলাধুলা আমি উপভোগ করেছি বসে থেকে। মেয়ের খেলাধুলা দেখতে দেখতে আমার সিরিয়াল চলে এসেছিল। তখন মেয়েকে নিয়ে চলে গেলাম ডাক্তার ম্যাডামের কাছে। আমার সব রকম সমস্যাগুলো ডাক্তার ম্যাডামের কাছে উপস্থাপন করলাম এবং তিনি বুঝে শুনে আমাকে কয়েক রকমের ঔষধ দিল। ঔষধ গুলো নিয়ে আমি বাসার দিকে রওনা দিচ্ছিলাম।

IMG_20241114_190132.jpg

বাসার পথে রওনা দেওয়ার সময় মেয়ে প্রচন্ড আকারে ঝামেলা শুরু করেছে। বাসায় এখন যাবে না, আবার খেলতে হবে। আসলে খেলাধুলার যে উপকরণগুলো সেখানে ছিল মেয়ে তো লোভ সামলাতেই পারে না। সে চায় সারাদিন সেখানে খেলবে। কিন্তু আমার তো বাসায় কাজ আছে, তাই অল্প কিছুক্ষণ তাকে নিয়ে সেখানে খেলাধুলা করার পর আমি বাসায় চলে আসি।

বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম,,এরপর দুপুরে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। একটুও রান্নায় মন বসছিল না তারপরও রান্নার কাজ শুরু করলাম। কারন খেতে তো হবেই, আবার হাজবেন্ড আসবে অফিস থেকে। সব দিক বিবেচনা করে মাথা ভার অবস্থায় গেলাম রান্না ঘরে। কাজ শুরু করে দিলাম রান্নার, রান্না শেষ করে গোসল করে বিছানায় এসে মেয়েটিকে নিয়ে একটু শুয়ে পড়লাম ক্লান্ত শরীরে শোয়ার পরপরেই ঘুম চলে এসেছে চোখে।

IMG_20241114_190238.jpg

ডাক্তারের কাছে থেকে আসার পর শরীরটা আরো কেন জানি বেশি খারাপ হয়ে গেল,,,, সাথে মনটা প্রচন্ড আকারে খারাপ লাগছিল ।খারাপ তো হবেই মনটা,,, কথায় আছে না শরীর খারাপ তো মন খারাপ। আসলে মানুষের সকল সুখের একমাত্র উপকরণ হচ্ছে শারীরিক সুস্থতা।

আপনারাই বলুন শরীর ভালো না থাকলে কি মন ভাল থাকে। শরীর এবং মন হচ্ছে মানুষের অবিচ্ছেদ্য অংশ।
শরীর খারাপ থাকলে মন মেজাজ কোনটাই ভালো থাকে না। আবার মন খারাপ থাকলে শরীর ভালো লাগে না। যাইহোক আমার মাথা এবং চোখের এত বেশি সমস্যা আপনাদের বলে বোঝাতে পারবো না। জানিনা ওষুধ খেয়ে সুবিধা হবে কিনা,,, দেখি আল্লাহ ভরসা করে কি হয়।

সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে,,, সব সময়ই তো অসুস্থ থাকলে হবে না। তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 yesterday 

আসলে আমাদের যখন শরীর অসুস্থ থাকে তখন পৃথিবীর সব সুখ এনে দিলেও ভালো লাগেনা। যদি শরীর সুস্থ থাকে তাহলে মন ভালো থাকে। যদি শরীর অসুস্থ থাকে তাহলে মন খারাপ থাকে। তাহলে মন খারাপের সময় এবং শরীর খারাপের সময় এই সুখ নিয়ে কি করব।

যাই হোক আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখতে পেলেন অনেক সিরিয়াল আছে। তাই আপনি আপনার কাগজ গুলো জমা দিয়ে সেখানে সিরিয়ালের জন্য বসেছিলেন। কিন্তু আপনার খুব বেশি কষ্ট হয়নি কারণ আপনার মেয়ে ছিলো খেলা নিয়ে।

আসলে ছোট বাচ্চারা যখন খেলনার জিনিস পায় সেখান থেকে তার আসতে চায় না। আপনি ডাক্তার দেখিয়ে সেখান থেকে চলে আসছিলেন কিন্তু আপনার মেয়ে বাসায় যেতে চাইছিল না। সে খেলা করতে চাইছিল এটা সব বাচ্চাই করে।

এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রাখি আপনার সরল যেনো খুবই দ্রুত সুস্থ হয়ে যায়। নিজের শরীরের প্রতি যত্ন নেবেন । এবং খেয়াল রাখবেন আশা করি আপনি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবেন।

 yesterday 

প্রথমেই জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার কথার সাথে আমিও একমত,।শরীর অসুস্থ থাকলে পৃথিবীর সব সুখ এনে দিলেও ভালো লাগেনা। শরীরের সুখই বড় সুখ।

হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমি যতক্ষণ বসে ছিলাম আমার মেয়েটা যদি বিরক্ত করতো তাহলে অবশ্য ওখানে এতক্ষন থাকতে পারতাম না। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ডাক্তারখানায় বাচ্চাদের জন্য এত সুন্দর খেলনার আয়োজন করার জন্য।
ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91178.33
ETH 3192.43
USDT 1.00
SBD 2.96