You are viewing a single comment's thread from:
RE: নাম না জানা ফুলের ফটোগ্রাফি 🌸
আপনার রাতের বেলা নাম না জানা সেই ফুলের নাম হল জবা ফুল, সাধারণত আমার আশেপাশে সবচেয়ে বেশি পাওয়া যায় লাল জবা ফুল, এবং টকটকে লাল যে ফুলটি হয়ে থাকে তাকে রক্ত জবা বলা হয়। তবে আপনার উল্লেখিত ছবিতে যাবার রং ছিল সাদা। এই ফুলের অনেক জায়গায় চায়না রোজ নামেও জনপ্রিয়তা রয়েছে।