𝓑𝓮𝓽𝓽𝓮𝓻 𝓛𝓲𝓯𝓮 𝓦𝓲𝓽𝓱 𝓢𝓽𝓮𝓮𝓶 || 𝓣𝓱𝓮 𝓓𝓲𝓪𝓻𝔂 𝓰𝓪𝓶𝓮 || 31 / 𝓙𝓪𝓷𝓾𝓪𝓻𝔂 / 𝟚𝟘𝟚𝟝

in Incredible India12 days ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৩১শে জানুয়ারি , শুক্রবার ।



হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


𝕋𝕙𝕖 𝔻𝕚𝕒𝕣𝕪 𝔾𝕒𝕞𝕖


Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage (2).jpg


কালকে রাত থেকে খানিকটা ভালো ছিলাম, অনেকদিন যাবত একটা প্লান এক্সিকিউট করার জন্য চেষ্টা করছি তাই আমার একটা ফ্রেন্ডের জন্য সেটা বারবার ভেস্তে যাচ্ছে। আজকে সকালে আমরা সেই উদ্দেশ্যে বের হব এমনটাই প্ল্যান ছিল। সকালবেলা জানতে পারলাম জুম্মার নামাজের পর আমরা যাচ্ছি এত দেরি করে বের হব খানিকটা চিন্তিত হয়ে গেলাম।

ঘুম থেকে একটু দেরি করে উঠলাম উঠেই ফ্রেশ হয়ে গোসল করে চলে গেলাম জুম্মার নামাজ পড়তে, মসজিদ থেকে বাসায় এসে তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে নিলাম। অদ্ভুতভাবে আজকেও আমার সেই ফ্রেন্ডের বড় ভাইয়ের কোন গুরুত্বপূর্ণ কাজ করা গেল তাই আজকেও যাওয়া হলো না। বড় ভাই অভিজ্ঞতা সম্পন্ন লোক সেজন্য তাকে সাথে রাখতে চেয়ে এতটা দেরি হয়ে যাচ্ছে।


IMG_20250131_163417.jpg


যাইহোক মন মেজাজ খুবই খারাপ ছিল, দুই একটা বন্ধু বান্ধব কে ফোন করলাম তারাও হয়তো দুপুরে ঘুম, সাথে একটা ফ্রেন্ড ছিল মনটা এত খারাপ ছিল যদি কেউ নাও থাকত আমি একাই দূরে কোথাও চলে যেতাম ঘুরতে। যাই হোক দুই বন্ধু চলে গেলাম নাগা সিঙ্গারা খেতে।


IMG_20250131_164228.jpg


আমরা ঢাকা থেকে চলে গেলাম পূর্বাচল পেরিয়ে নারায়ণগঞ্জ, সেখানে গিয়ে বোম্বাই মরিচ অর্থাৎ নাগা সিঙ্গারা খেলাম দুই বন্ধু। সেখানে খেতে খেতে ভাবলাম মাত্র দুইটা সিঙ্গারা খাওয়ার জন্য ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলে আসলাম ভাবতে ভাবতে মনে মনে খানিকটা হাসি পেল। যাক যেহেতু মুড অফ ছিল তাই একটু দূরে আশাতে ভালো লাগছে এবং এর জন্য এতটা দূরে আসা।


IMG_20250131_170430.jpg


যেহেতু শুধুমাত্র দুজন বন্ধু ছিলাম তাই খুব একটা ভালো লাগছিল না, আরো খানিকটা দূরে চলে গেলাম সেখানে গিয়ে চা খেয়ে এলাকার বন্ধুদেরকে ফোন করলাম, যেহেতু বিকেল হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠে গেছে বের হবে এবং আমাদেরও আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে সবাই বের হবে।


IMG_20250131_170554.jpg


আসলে কথা দিয়ে কথা রাখতে না পারলে, কাজে এবং কথার মধ্যে মিল না থাকলে আমার খুবই খারাপ লাগে। এতটাই বিরক্ত ছিলাম ইচ্ছে করছিল না আজকে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে, কি আর করার যেহেতু হাতে এমন একটা সময় রয়েছে, ইতিমধ্যে এলাকার বন্ধুরাও ফোন করা শুরু করল, সন্ধ্যার মধ্যে আবার চলে আসলাম নিজের এলাকায়।


IMG_20250131_181001.jpg


বন্ধুদের সাথে খানিক সময় আড্ডা দিলাম, আরো কিছু বড় ভাইয়েরাও আসলো তাদের সাথে কিছুক্ষণ আড্ডা হল। আমার আবার একটা বদ অভ্যাস আড্ডার মধ্যে সবথেকে আগে আমি বাসায় চলে আসি, সবার আগে আমার বাসায় চলে যাওয়াটা আমার অনেক বন্ধুদের কাছেই ভালো লাগেনা তারা চাই আমি যেন আরো আড্ডা দেই, এটা আমার কাছে বেশি একটা পছন্দ না একটা সীমিত সময়ের পর আড্ডা দেয়াটা আমার কাছে অতিরিক্ত সময় নষ্ট মনে হয়।


IMG_20250131_220447.jpg


যাইহোক বাসায় আসলাম ফ্রেশ হলাম টেবিলে আমার খাবার আগে থেকেই সাজিয়ে রাখা হয়, রাতে সব সময় আমরা ভাত খেয়ে থাকি কিন্তু আজকে দেখলাম ভাতের পরিবর্তে রান্না করা হয়েছে নুডলস। ভালই হয়েছে সব সময় রাতে ভাত খেতে ইচ্ছা করে না। তবে আজকে বাইরের খাবারটা একটু বেশিই খাওয়া হয়ে গেছে।


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 12 days ago 

আপনার পোস্টটা পড়তে বেশ ভালো লাগলো। এটা খুবই সত্যি যে, কখনো কখনো পরিকল্পনা মত কিছু ঘটে না, কিন্তু শেষ পর্যন্ত নিজের মনের শান্তি খোঁজার চেষ্টা করাটাই বড় কথা। সিঙ্গারা খেতে গিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার গল্পটা মজার ছিল, কখনো কখনো অপ্রত্যাশিত জিনিসের জন্যই আনন্দ পাওয়া যায়। আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়টা, যদিও সবার আগে চলে আসো, তাও সেটা একটা বিশেষ অভ্যেস,
আপনার দৈনিক জীবনের কার্যক্রম পড়ে সত্যিই ভালো লাগলো। এত সুন্দর একটি বিষয় বস্তু নিয়ে আজকে আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 11 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

Loading...
 10 days ago 

আপনার দিনটা বেশ মিশ্র অনুভূতির ছিল, তাই না? বন্ধুর সঙ্গে প্রস্থান করতে গিয়ে একটু হতাশা হলেও, শেষমেশ আপনি নিজেকে কিছুটা ভালো রাখলেন। নাগা সিঙ্গারা খেতে যাওয়া ও নতুন জায়গা দেখতে যাওয়া, যদিও সেটা একটু অদ্ভুত কারণের জন্য ছিল, তবুও আপনার মুড কিছুটা ভালো করেছে। আড্ডার পর বাসায় ফিরে সাদামাটা খাবারের পরিসরেও একটি স্বস্তি নিশ্চয়ই পেয়েছেন। আপনার অনুভূতির খোলামেলা প্রকাশ সত্যিই ভালো লাগল।

 7 days ago 

জি ঠিক বলেছেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 days ago 

বর্তমান সময়ে অনেকের ক্ষেত্রেই দেখতেছি কথা দিয়ে কথা রাখে না আসলে বিশ্বাসের অমর্যাদা করার মানুষগুলোকে নিয়ে আর যাই হোক একসাথে চলা যায় না আজকে আপনি সেটাই আমাদের সাথে শেয়ার করেছেন আমি নিজেও এটা অনেক বেশি বোরিং ফিল করি আমার কাছে মনে হচ্ছে আমি যদি কারো কথা না রাখতে পারি তাহলে আমার প্রয়োজন নেই তাকে কথা দেয়ার অবশ্যই আমার প্রয়োজন ততটুকু যতটুকু আমি করতে পারব। নাগা সিঙ্গারা খুবই ভালো লাগে খেতে এমনিতেই সিঙ্গারা ঝাল দিয়ে খেলে বেশ ভালো লাগে তবে মরিচ বেশি হলে তো আর কোন কথাই নেই অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 7 days ago 

জি অবশ্যই যেটা আমি করতে পারবো না সেটা আমি কেন কথা দিব, আর যেটা আমি কথা দিয়েছি সেটা আমি অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করব। বর্তমান সময়ের মানুষের কথা বরখেলাপ অনেক হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96065.94
ETH 2625.90
USDT 1.00
SBD 0.43