শখের ছবিওয়ালা || ফুলের সমাহার
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২০শে জানুয়ারি, সোমবার।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমার তোলা কিছু ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে।
শখের ছবিওয়ালা 📸
বেশ অনেক বছর পর ফটোগ্রাফি করতে বের হয়েছিলাম, পোস্ট করব ভাবতে ভাবতে মনে হল আজকে একটু বের হই চেষ্টা করি আগের মত ফটোগ্রাফি করতে, যেভাবে সেই কাজ একা একা বেরিয়ে গেলাম। আগে একটা সময় প্রচুর ফটোগ্রাফি করতাম, সেই অতীতের ভালোলাগা আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি সার্থক।
📸 ছবি নাম্বার: ১
সেই অতীতের কথা মনে পড়ে গেল, আগেও যখন ফটোগ্রাফি করতে বের হতাম বেশিরভাগ সময়ই নার্সারিতে চলে যেতাম সেখানে এক জায়গাতেই অনেক ধরনের ফুল পাওয়া যায় আর আমার ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।
ফুলগুলো দেখতে খুবই সুন্দর, বিভিন্ন রকম রংয়ের হয়ে থাকে এই ফুলগুলো। অনায়াসেই আপনার বাগানের সৌন্দর্য বিক্রি করতে পারে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো। এর বাহারি রঙের ডিজাইন এবং কয়েকটা ধরনের রঙের মিশ্রণ একটি বাগানকে তার সৌন্দর্যে মাটিয়ে তুলতে সক্ষম।
ছবিতে দেখা এই ফুলটির নাম হল ডায়ানথাস চিনেনসিস। অনেকে এই ফুলকে চায়না পিঙ্ক, রংধনু গোলাপি ইত্যাদি নামেও ডেকে থাকে, এটা সাধারণত চায়না, কোরিয়া, দক্ষিণ রাশিয়া ও পূর্ব রাশিয়াতে এই প্রজাতির ফুল দেখা যায়। এই ফুলগুলো বেশ কয়েকটা রঙের হয়ে থাকে, এ রঙের সৌন্দর্যে মানুষের কাছে জনপ্রিয়।
📸 ছবি নাম্বার: ২
আমাদের দেশে আমরা এই ফুলকে নয়ন তারা ফুল হিসেবে চিনে থাকি, এটি মূলত ক্যাথারান্থাস রোজাস প্রজাতির একটি উদ্ভিদ। স্থান ভেদে এই ফুলের নাম বিভিন্ন রকম হয়ে থাকে, এটি সাধারণত এশিয়া মহাদেশেই বেশি দেখা যায় বাংলাদেশ,ভারত, পাকিস্তান ও আফ্রিকা অঞ্চলে এই প্রজাতির উদ্ভিদ এবং এই ধরনের ফুলগুলো বেশি দেখা যায়, এই ধরনের ফুলের একটি বৈশিষ্ট্য হলো এরা পাঁচ পাতা বিশিষ্ট হয়ে থাকে অর্থাৎ এদের গঠন হয়ে থাকে পাঁচটি পাতা নিয়ে।
📸 ছবি নাম্বার: ৩
মোরগ ফুল, ফুল টা দেখতে যেমন অদ্ভুত ঠিক তেমনি তার নাম। আমাদের দেশে এই ফুলকে এই অদ্ভুত নামেই ডাকা হয়। মোরগের মতো মাথা উঁচু করে রাখে বলে এই ফুলের নাম মোরগ ফুল। এর একটা বৈজ্ঞানিক নাম রয়েছে সেলোসিয়া আরজেনটিয়া ভার। এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় এই ফলটা দেখা যায় তবে বাংলাদেশেই ফুলটা বেশি জন্মায়। প্রায় সময় রাস্তার ধারে, খোলা জায়গায়, কেউ কেউ আবার শখ করে বাগানের মধ্যেও এই ফুলগাছ লাগায়, এই ফুলের বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। সহজেই এই ফুল গাছে জন্মায়। বেশ কয়েকটি রঙের হতে পারে এই ফুলটি।
পোষ্টের ধরন | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @sajjadsohan |
লোকেশন | https://w3w.co/uptown.health.clay |
ডিভাইস | Xiaomi Redmi Note 10 Pro Max |
thank you for your support
প্রথমে আপনাকে বলব খুব সুন্দর একটা বিষয়বস্তু নিয়ে! আজকে পোস্ট করেছেন, আমাদের মাঝে এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আজকের বিষয়বস্তু ,ফুলের ফটোগ্রাফি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।আপনার এক নাম্বারের যে ফুলটা ওই ফুলের ফটোগ্রাফি টা! আর তৃতীয় নাম্বারটা, যাইহোক আপনি অনেক সুন্দর ভাবে ফুলের ছবিগুলো আমাদের সাথে তুলে ধরেছেন, যা দেখে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম, আমার পোস্ট দেখার জন্য এবং চমৎকার একটা মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
টুইটার পোস্ট লিংক
ফটোগ্রাফি করতে আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন যেটা দেখে আসলে সত্যিই ভালো লাগছে বিশেষ করে নয়ন তারা মোরগ ফুল সব কিছুই অনেক বেশি সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে ফুল গুলো ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম, আমি চেষ্টা করব এরকম ফটোগ্রাফি আপনাদেরকে উপহার দেয়ার জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অনেক সুন্দর। যতবার দেখি ততবার আপনার ফটোগ্রাফির প্রেমে পড়ে যায়। এত সুন্দরভাবে ছবিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পার্সোনালি আমার কাছে প্রথম ছবিটি বেশ ভালো লেগেছে। এই ফুল আমি আগে কোথাও দেখিনি। আশা করি ভবিষ্যতে আপনি আমাদের মাঝে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আসবেন।
ভালো থাকবেন দাদা।