হিডিম্বা || মুভি রিভিউ

in Incredible India17 days ago (edited)

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

৩রা জানুয়ারি , শুক্রবার।



হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি আমার দেখা একটি মুভি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আমার এই মুভির রিভিউ টি আপনাদের কাছে ভালো লাগবে।


image.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


📋 কিছু তথ্য


পরিচালকঅনিল কানেগান্তি
গল্প লেখককল্যাণ চক্রবর্তী
প্রোডাকশনগঙ্গাপত্তনম শ্রীধর
অভিনয়েঅশ্বিন বাবু, নন্দিতা স্বেতা, শ্রীনিবাস রেড্ডি, সাহিতি আভাঞ্চা, সঞ্জয় স্বরূপ, শিজু, বিদ্যুল্লেখা রমন, রাজীব কানাকালা, শুভলেখা সুধাকর, অজয় ​​রথনাম, মকরান্দ দেশপান্ডে, রঘু কুঞ্চে, রাজীব পিল্লাই, শিবু রবিন মেনন
মুক্তির তারিখ২০ জুলাই ২০২৩
চলমান সময়১ ঘন্টা ৫৭ মিনিট
দেশভারত
ভাষাতেলেগু (হিন্দি ডাবিং)


রিভিউ



বেশ অনেকদিন পর একটা অন্যরকম গল্পের মুভি দেখলাম, মুভিটার অনেকগুলো ভিডিও ক্লিপ আমি ফেসবুকে দেখেছিলাম এবং সেখান থেকেই মুভিটা দেখার একটা ইচ্ছে ছিল আমার, Youtube এ ফ্রী চলছে এত চমৎকার মুভি রয়েছে যেটা আসলে একজন মুভি লাভারের জন্য মিস করাটা ঠিক হবে না বলে মনে করি এর কারণ বিস্তারিত আমি আমার পোস্টে উল্লেখ করার চেষ্টা করব।


Screenshot_1.png

Screenshot_2.png


যারা বলিউডের রোমান্স একশন এই মুভি গুলো থেকে একটু ব্যতিক্রম কিছু দেখতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই উল্লেখিত মুভিটি দেখতে পারেন, এইখানে কিছুটা হরর কিছুটা অ্যাকশন এবং চমৎকার অভিনয় এবং গল্পের উপর ভিত্তি করে অসাধারণ একটা মুভি তৈরি করা হয়েছে, মুভিটা আপনাকে একটা নতুন অনুভূতি উপহার দিবে। মুভির শুরুর দিকে খানিকটা স্লোমোশনে গল্পটা এগুলোও আপনি খুব বেশি একটা বিরক্ত হবেন না এবং খানিকটা সময়ের মধ্যেই আপনি গল্পের মাঝখানে ঢুকে যাবেন।


Screenshot_3.png

Screenshot_4.png


গল্পের শুরুতেই দেখানো হবে ১৬ জন মেয়ে মিসিং এই শহর থেকে এবং এই কেসগুলো ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ নিযুক্ত হন এইখান থেকেই মূলত এই মুভির গল্পটা শুরু হতে থাকে, মুভির নামটা যেমন অদ্ভুত শুনলেই খানিকটা ভয়ের অনুভূতি হতে পারে ঠিক তেমনি গল্পের মধ্যেও। জঙ্গলের এমন একটা জাতিকে মুভির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে যারা একটা সময় পর মানুষ খেকো হয়ে যায়।


Screenshot_5.png

Screenshot_6.png


আপনি বুঝতে পারছেন যখন একটা বড় জাতি মাংসাশী হয়ে পড়ে তখন এটা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, আমাদের সাধারণ মানুষের কিছু লোভের কারণে এই জাতির লোকেরা লোকালয়ে ঢুকে পড়ে, পরবর্তীতে এই প্রজাতিকেই আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং সেখান থেকে একজন বেঁচে যায়। সেই মাংসসি হিডিম্বা জাতি এখন স্মার্ট শিক্ষিত এবং খুবই বিচক্ষণ একজন পুলিশ অফিসার হয়ে ফিরে আসে।


Screenshot_7.png

Screenshot_8.png


গল্পের এখানটায় আপনি বুঝতে পারছেন যে পুলিশ আসলে পুরো কেসটা হ্যান্ডেল করছে রাতের অন্ধকারে সেই হয়ে যায় হিংস্র। তারা যেহেতু মানুষের রক্ত খেতে পছন্দ করে, এই রক্ত পান করার কারণে তাদের মধ্যে কালার ব্লাইন্ড রোগটা বংশগতভাবেই ছিল। অদ্ভুতভাবে তারা শুধু লাল রং কি দেখতে পায় এবং লাল রঙের পরিধানরত মেয়ে মানুষ কি টার্গেট করা হয়। মুভির মধ্যে একটা ডায়লগ আছে শিকার করার জন্য মেয়ে মানুষ নাকি ভালো, কারণ খুব কম সত্যি খরচ করে তাদেরকে সহজভাবেই শিকার করা যায়।


Screenshot_9.png

Screenshot_10.png


গল্পটা যতই সামনের দিকে এগোতে থাকবে ততই যেন একটা থ্রিলার ভাব চলে আসবে, বিশেষ করে যারা থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা অনেকটাই আনন্দদায়ক হতে পারে। প্রিয়জন ফ্যামিলি সবার সাথে এই মুভিটা দেখার মত, তবে হ্যাঁ এখানে অনেকটা খুন খারাপ রক্ত এ বিষয়গুলো রয়েছে এ বিষয়টা খেয়াল রাখতে হবে ছোটদের এই মুভিটা না দেখাই ভালো। এছাড়া এই মুভির মধ্যে তেমন কোন খারাপ দিক নেই, খুব চমৎকার একটা গল্প নিয়ে সামনের দিকে এগোতে থাকে যেটা নিঃসন্দেহে একজন মুভি লাভারের মনে দাগ কাটতে পারে।



ব্যতিক্রম কোন গল্প উপভোগ করতে চান? প্রেম, ভালবাসার, রোম্যান্স, একশন এই টাইপের গল্প মুভি দেখতে দেখতে যদি একটু বিরক্ত হয়ে যান, নতুন কিছু দেখার মনোভাব থাকে তাহলে এই মুভিটা দেখতে পারেন, এখানে যেমন গল্পের উপর একটা বিশেষ জোর দেয়া হয়েছে, একটা নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। ঠিক তেমনি এখানে যারা অভিনয় করেছে তারাও গল্পে প্রাণ দেওয়ার চেষ্টা করেছে। আমার কাছে এই অ্যাকশন থ্রিলার এবং চমৎকার এই গল্পের মুভিটা খুবই ভালো লেগেছে। আমি এই মুভিকে ৮/১০ নাম্বার দিবো।

টেইলার ভিডিও


মুভির টেইলার ভিডিওটা দেয়া হল, টেইলার ভিডিও থেকেই বোঝা যাচ্ছে মুভিটা কতটা ইন্টারেস্টিং।



image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 17 days ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই , এত সুন্দর একটি মুভির রিভিউ নিয়ে আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার পোস্টটি পড়ে মুভিটির সম্পর্কে খুব ভালোভাবেই বুঝতে পারলাম। সত্যি অসাধারণ কাহিনী মুভিটির । আমি হয়তোবা সময় পেলেই, আজকে কালকের ভিতরে , এই মুভিটি দেখব।ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

 17 days ago 

অবশ্যই দেখতে পারেন ব্যতিক্রম ধরনের একটা মুভি, যদি বলিউডের মুভি দেখতে দেখতে একটু বিরক্ত হয়ে যান নতুন ধরনের কিছু, নতুন টেস্ট, নতুন গল্প উপভোগ করতে চান তাহলে মুভিটা আপনার জন্য বেস্ট হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা মন্তব্য করার জন্য।

Loading...
 16 days ago 

রিভিউ পড়ে মুভিটির প্রতি আগ্রহ তৈরি হলো। গল্পের ভিন্নতা আর থ্রিলার মিশ্রিত অ্যাকশন মনে হচ্ছে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে। আপনার রিভিউ খুবই তথ্যবহুল ও সুন্দরভাবে লেখা। মুভিটি দেখার জন্য তালিকায় রাখলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য!

 15 days ago 

আপনি ঠিকই ধরেছেন একটা মিশ্র অনুভূতি দেবে আপনাকে, গল্পটা এত চমৎকার স্মুথ ভাবে সামনের দিকে এগিয়ে যায় দর্শককে খুবই কম সময়ের মধ্যে আকৃষ্ট করে ফেলে, অনায়াসেই মুভিটা আপনার ভালো লেগে যাবে খুব চমৎকার একটা সময় কাটবে।

 16 days ago 

দাদা মুভিটা সত্যিই অনেক অসাধারণ। কিছু দিন আগে আমিও এই মুভিটি দেখেছি। পুরো মুভিটা সাসপেন্সএ ভরা। মুভিটির নায়ক তার রোল সত্যিই খুব ভাবে ফুটিয়েছে। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে আসল অপরাধী নায়ক নিজেই। আমার মতে নায়ক সাইকো ছিল।

ধন্যবাদ দাদা এতো সুন্দর ভাবে মুভিটার রিভিউ কারার জন্য। ভালো থাকবেন।

 15 days ago 

যেহেতু আপনি মুভিটা দেখেছেন এবং আমার রিভিউ পোস্ট করেছেন তাই বলা যায় গল্পটা আপনার জানা, খুবই ভালো লাগলো মুভিটা আপনার কাছে ভাল লেগেছে এটা জানতে পেরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা মন্তব্য আমাকে উপহার দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 102873.88
ETH 3292.16
SBD 4.87