সর্বোত্তম প্রাণী মানুষ
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৩রা ফেব্রুয়ারি, সোমবার।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
সর্বোত্তম প্রাণী মানুষ
আজকের পোস্টের টাইটেলটা কি দিব ভাবতে ভাবতে উল্লেখিত এ লাইনটি দিতে ইচ্ছে করল। যদিও পোস্ট পড়ে জানতে পারবেন আমি খানিকটা অসুস্থ, তবে শুধুমাত্র সন্ধ্যার পরের কয়েকটা মুহূর্ত আজকের সারাদিনটা আমার স্মরণীয় করে রাখবে, একজন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার তার সাথে সাক্ষাৎকারটা আমার পুরনো ধারণাটাই পাল্টে দিয়েছে, তাহলে শুরু থেকে শুরু করছি।
হঠাৎ করে কালকে আমার প্রেসার লো হয়ে যায়, এজন্য কালকে আমি পোস্ট করতে পারিনি এতটা শরীর খারাপ লাগছিল। আজকে সারাদিন ও প্রায় রেস্টেই ছিলাম তবে সন্ধ্যার পরে আমার স্কিনের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। অদ্ভুত না হাহাহা বলছি প্রেসার লো আর গিয়েছি স্কিন ডক্টর এর কাছে, কত বছর আমার চুল পড়া শুরু হয়েছিল এজন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ঠিক হয়েছিল এবং আবার চুল পড়া শুরু হয়েছে এখন তাই তার শরণাপন্ন হলাম।
ডাক্তারের জন্য ওয়েট করার সময় চা দেয়া হলো।
এইবার আসি আসল কথায়, আজকের যে ডাক্তারের শরণাপন্ন হয়েছে তাকে আমরা একদম পছন্দ না, গম্ভীর একটা মানুষ তার ব্যবহার আমার ভালো লাগেনি এর আগেরবার যখন গিয়েছিলাম, তাই আজকে হঠাৎ কি হল?
কত বছর আমি একটা সরকারি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে একজন জুনিয়র ডক্টর রোগী দেখছিলেন। সরকারি ডাক্তার মানে তো বুঝতেই পারছেন, সারাদিনে প্রায় হাজার মানুষকে তাদের দেখতে হয়। সিনিয়র ডক্টর ছিল না এজন্য নাস্তার একটা বিরতি ছিল প্রায় ঘন্টাখানেক। ডাক্তারের বিশাল চেম্বার এর মধ্যে একসাথে ১০ জন ভেতরে বসতে পারে বাকিরা বাহিরে, যাইহোক সেই দশজনের মধ্যে আমি একজন ছিলাম সেই জুনিয় ডক্টর সবাইকে এক ঘন্টা বসে থাকতে বললেন অথচ আমাকে সামনে ডেকে নিলেন।
আমার পরিচয় জানতে চাইলেন, পরক্ষণেই তিনি আমাকে কোন চিকিৎসা না দিয়ে তার পার্সোনাল চেম্বারে আসতে বললেন। অদ্ভুতভাবে তার চেম্বার আমার এলাকার মধ্যেই। যাইহোক মনে মনে খুব কষ্ট পেলাম, যদিও আমি কখনো সরকারি ডাক্তার দেখাই না এই প্রথম নিজের জন্য এখানে এসেছিলাম। ডাক্তার তার নিজের চেম্বারে যেতে বলায় আমার কেন যেন এই ডক্টরকে খুব বেশি একটা ভালো লাগলো না।
তারপর যাই হোক আমি বিদায় নিলাম, বাকিরা ঘন্টাখানেক হয়তোবা বসে ছিল। যাইহোক সরকারি হাসপাতালে টিকেট ছিল ১০ টাকা, আমার অভিজ্ঞতা একদমই খারাপ ছিল। যাই হোক তার চেম্বারে আমি গেলাম তার গম্ভীর ভাব তীক্ষ্ণ ব্যবহার সেই সাথে যেহেতু সে আমাকে হাসপাতালে চিকিৎসা দেয়নি এজন্য তার উপর আমার খানিকটা রাগও ছিল।
মনে মনে ভাবছিলাম মানুষ কতই না স্বার্থপর নিজের পকেটে টাকা ঢুকানোর জন্য তিনি এখানে চিকিৎসা না করে তার পার্সোনাল চেম্বারে আসতে বলল। এমনকি তার ভিজিট দেয়ার পরেও তার ইঞ্জেকশন পুশ করার জন্য এক্সট্রা টাকা দিতে হতো, তাই আমি তার কাছে তিনবার গিয়েছিলাম এরপর আর যায়নি।
কিন্তু প্রায় এক বছর পর আবার একই সমস্যা হল, কাছাকাছি মধ্যে ভালো ডাক্তার তাকেই মনে হল যখন আমি সবগুলো ডায়াগনস্টিক সেন্টার ঘুরলাম। যাইহোক ডাক্তারের পার্সোনাল নাম্বার ছিল আমি তার সাথে হোয়াটসঅ্যাপে আগে যোগাযোগ করলাম এবং রীতিমতো আজকে আমি হাজির।
পূর্বের অভিজ্ঞতায় যে ডক্টরকে আমার একদমই পছন্দ ছিল না তিনি আজকে আমার সাথে হাসিমুখের কথা বলছেন, ওয়েটিং এ বসে থাকার সময় রং চা খেয়েছিলাম, ডক্টরের জিজ্ঞাসা করল আপনি চা পেয়েছেন তো? বলি সে আমার দিকে রিকোয়েস্ট করে বলল বিস্কিট খেতে। আমি তার এত আপ্যায়ন দেখে একদম বোকা হয়ে গেলাম কারণ পূর্বের অভিজ্ঞতা আমার ভালো ছিল না।
গত বছর যে মানুষটার ব্যবহার আমার ভালো লাগেনি এত গম্ভীর ভাব আমাকে বিরক্ত অনুভব করিয়েছে, তিনি আজকে খুঁটিয়ে খটিয়ে আমার পরিবারের সকল খবর নিলেন। আজকে তিনি পাঁচ দশ মিনিটের মত আমার সাথে জমিয়ে আড্ডা দিল, তার অন্যান্য পেশেন্টের সাথে মজার মজার ঘটনা আমার সাথে শেয়ার করলো। স্বামী-স্ত্রীর মধ্যে কিভাবে ভালোবাসা বৃদ্ধি করা যায় ইত্যাদি এমন এমন বিষয় আমাকে তথ্য দিচ্ছে রীতিমতো আমি লজ্জায় লাল।
তিনি আরো বললেন এই বিষয় সম্পর্কে তিনি গবেষণা করতে ইন্ডিয়াতে যাবে, প্রথমে তার এত ভালো ব্যবহার, এরপর জমিয়ে আমার সাথে আড্ডা, এমনকি ইঞ্জেকশন পুজ করার জন্য যে একটা অতিরিক্ত চার্জ দিতে হয় প্রথমে সেখানে একটা ডিসকাউন্ট দিল, পরবর্তীতে সে অতিরিক্ত চার্জ টা নিতেই যাইতো না, এত পরিমাণ হাসি মজা গল্প হল এই প্রথম কোন ডক্টরের সাথে এতটা হাসিখুশি কথা হল।
আপনারা ভাবতে পারেন হয়তো বিষয়গুলো আমার প্রয়োজন এই আমাকে জানানো হচ্ছে, বিষয়টা এরকম নয়। সম্পূর্ণটাই আড্ডা ছিল অন্যান্য পেশেন্টের মজার মজার কিছু সমস্যা নিয়ে, যদিও সেটা পরিচয় গোপন করে শুধুমাত্র তাদের অদ্ভুত কথা ইত্যাদি নিয়েই হাসি মজা হল।
যাইহোক আমি তার চেম্বার থেকে বের হয়ে যখন ডায়াগনস্টিক সেন্টার থেকে বেরিয়ে গেলাম মানুষটার প্রতি আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল, কয়েক ঘন্টা আগেও আমি এই ডাক্তারের কাছে যাব কিনা ভাবছিলাম, তবে আজকে তার ব্যবহার, আপ্যায়ন, আড্ডা, ডিসকাউন্ট আমি সম্পূর্ণ অবাক হয়ে গেলাম একটা মানুষ এতটা পরিবর্তন।
পরক্ষণেই মনে হল এত সহজেই মানুষকে জাজ করা ঠিক না, তার এক বছর আগের ওই মানুষটাকে আমি যেরকম ভেবেছিলাম আজকে ডক্টরটা ঠিক তার উল্টো। মানুষ বড়ই অন্তত একটা প্রাণী, কম সময়ের মধ্যে এই ডক্টরের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। যে মানুষটা টাকার জন্য হাসপাতালে চিকিৎসা না দিয়ে তার পার্সোনাল চেম্বার আসতে বলল তিনি এক বছর পর এত পরিমান ডিসকাউন্ট দিচ্ছে এবং তার ব্যবহার সম্পূর্ণটাই আমাকে মুগ্ধ করল। শুধুমাত্র তার ব্যবহারের কারণেই আজকের দিনটা আমার সব সময় স্মরণীয় হয়ে থাকবে।
আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম। আপনি আজকে ডাক্তারের কাছে গিয়েছেন। সত্য কথা বলেছেন বাংলাদেশের বেশিরভাগ ডাক্তার সরকারি প্রতিষ্ঠানে ঠিকমতন সার্ভিস দেয় না। তারা তাদের পার্সোনাল চেম্বারে সার্ভিসটি প্রদান করে থাকে। একটা মানুষকে শুধু একটা বিষয় দিয়েই বিচার করা, আমাদের উচিত না। গত বছরে হয়তোবা ডাক্তারের মন খারাপ ছিল এর জন্যই আপনার সাথে গম্ভীর ভাব নিয়ে কথা বলেছে। এত সুন্দর শিক্ষানীয় বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। এর আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
হাহাহ লাইটটা খুবই ভালো লাগলো, সত্যি কথা বলতে তিনি আমাকে কিছু প্রশ্ন করেছিল এবং তার উত্তর দিতে গিয়েই তিনি অনেক বেশি আমার সাথে ফ্রেন্ডলি হয়ে যায় এবং এতটাই ফ্রেন্ডলি হয়ে যায় রীতিমতো আমার সাথে আড্ডা জমিয়ে দেয়, অন্যদিকে তার পেশেন্টরা তার জন্য অপেক্ষা করছে।
আপনার অভিজ্ঞতাটি সত্যিই চমৎকার ছিল! আমরা অনেক সময় মানুষকে তার প্রথম আচরণ দিয়েই বিচার করি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। আপনার ক্ষেত্রে সেই ডাক্তারের প্রতি ধারণা যেমন বদলেছে, তেমনটাই অনেক ক্ষেত্রেই ঘটে।
মানুষের ব্যবহার ও পরিস্থিতি বদলাতে পারে, আর সেটাই আজকের পোস্টের মূল বার্তা। সত্যিই, মানুষ অনেক রহস্যময়! আশা করি, আপনার শারীরিক সমস্যা দ্রুত ভালো হয়ে যাবে। আপনার জন্য দোয়া রইল।
ভালো লাগলো আমার পোস্টের মূল সারাংশ আপনি বুঝতে পেরেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য এবং এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
মানুষ সবচাইতে পরিবর্তনশীল প্রাণী হঠাৎ করে পরিবর্তন হয় আবার হঠাৎ করে তার মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দেয় আপনার সাথে যে মানুষটার গত এক বছর আগে পরিচয় হয়েছিল তার স্বভাব চরিত্র আপনার মোটেও পছন্দ হয়নি কেননা সে আপনাকে হসপিটালে নয় তার ব্যক্তিগত চেম্বারে নিয়ে চিকিৎসা দিয়েছিল।
কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি যখন তার শরণাপন্ন আবারও হলেন তখন তার প্রতি আপনার যে ধারণা ছিল সেটা একেবারেই পরিবর্তন হয়ে গেল এটাই ঠিক মানুষ পরিবর্তন হয়ে যায় সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেন আপনার প্রতি যার যে ভাবনাটা ছিল সেটা দূর হয়ে গেছে জানতে পেরে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি বর্তমান সময়ে ভালো আছেন।