ভানভাস || মুভি রিভিউ
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১৫ই জানুয়ারি , বুধবার।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি আমার দেখা একটি মুভি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আমার এই মুভির রিভিউ টি আপনাদের কাছে ভালো লাগবে।
📋 কিছু তথ্য
পরিচালক | অনিল শর্মা |
---|---|
গল্প লেখক | অনিল শর্মা, আমজাদ আলি, সুনীল সিরভাইয়া |
প্রোডাকশন | অনিল শর্মা, সুমন শর্মা |
অভিনয়ে | নানা পাটেকর, অশ্বিনী কালসেকর, সিমরত কৌর রন্ধাওয়া, রাজপাল নওরঙ্গ যাদব, কেত্তন সিং, স্নেহিল দীক্ষিত মেহরা, পরিতোষ ত্রিপাঠি |
মুক্তির তারিখ | ২০ ডিসেম্বর ২০২৪ |
চলমান সময় | ২ ঘন্টা ৩৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
রিভিউ
ভানভাস, নাম শুনেই বুঝতে পারছেন পরিবার-পরিজন ছেড়ে যে দূরে চলে যায় তাকে বনবাস বলা হয়, এটা খুবই বেদনাদায়ক একটা শব্দ, নাম শুনেই বুঝতে পারছেন মুভিটা পারিবারিক বিষয়ের উপর এবং খানিকটা বেদনাদায়ক হতে পারে।
হিন্দি সিনেমার মধ্যে এই সিনেমাটি একটি জায়গা করে নিতে পারবে বলে আমি মনে করি, অ্যাকশন রোমান্স কিংবা অভিনয়ের জন্য নয় শুধুমাত্র গল্পের উপর ফোকাস করে এই মুভিটাকে আপনাদের সঙ্গে তুলে ধরতে হবে, কেননা অন্য যেকোন এঙ্গেলে মুভিটাকে ব্যাখ্যা করার মত তেমন কিছু নেই। মুভিটা খুবই সহজ সরল হয়তো আপনার ভালো লাগবে কিংবা একদম খারাপ লাগবে, তবে গভীরভাবে ভাববার কিছু নেই খুব সহজ সরল ভাবে গল্পটা সামনের দিকে এগিয়ে যাবে এটা পরিবারের সাথে নিয়ে দেখলেও ভালো লাগবে বা একা দেখলেও ভালো লাগবে।
গল্পের শুরুতেই সুন্দর একটা পরিবারকে দেখানো হয়, তারা খুব সুন্দর ভাবে জীবন যাপন করছে হঠাৎ করে পারিবারিক চাপ, আর্থিক সংকট ইত্যাদি বিভিন্ন কারণে তারা তার বাবাকে বানারস একটি জায়গায় ছেড়ে আসে, সেখানে অনেক বয়স্ক বাবা-মাকেই মানুষ রেখে আসে এরকম একটা জায়গা, কিন্তু অদ্ভুতভাবে বয়স্ক এই মানুষটার ভুলে যাওয়ার একটা রোগ রয়েছে।
সে নিজেকে একজন যুবক ভাবছে এবং তার ছোট ছোট ছেলে মেয়ে হারিয়ে গেছে এমনটাই কমপ্লেন করছে পুলিশ স্টেশনে এসে, সবাই তাকে পাগল বলে আখ্যায়িত করে, তবে তিনি এত চমৎকার চমৎকার কথা বলে একজন পুলিশ অফিসারও তার কথায় অবাক হয়ে যান। তার কাছে যেন প্রত্যেকটা কথার চমৎকার কিছু জবাব থাকে যেটা মানুষকে দ্বিতীয়বার ভাবাতে বাধ্য করে। যাই হোক তিনি কোনভাবেই এটা বিশ্বাস করতে রাজি নয় তার ছেলে মেয়ে থাকে এখানে রেখে গেছেন।
বানারস পুলিশ স্টেশনে এখানে বাবা তার ছেলে মেয়েকে করছে, অপরদিকে শিমলাতে তার কোটি টাকার সম্পদ তার ছেলে মেয়ে বিক্রি করে দেয়ার জন্য নিজের বাবাকে মৃত ঘোষণা করে দিয়েছে, সম্পত্তি আর অর্থের জন্য জীবিত বাবাকে দ্বারা মৃত বানিয়ে দিল, আর এদিকে অসুস্থ ব্যক্তিটি তার ঠিকানা ভুলে আরো অসহায় পাগলের মত হয়ে গেল, এমন সময় তার বন্ধু হয়ে তার শুভাকাঙ্ক্ষী হয়ে ওই এলাকারই একজন ভলেন্টিয়ার তার সাহায্য করতে এগিয়ে আসেন, মূলত তিনি ওই এলাকার একজন সুনামধন্য চোর যিনি কিনা প্রত্যেকটা মানুষকে ঠকিয়ে ছোট থেকে বড় হয়েছেন।
তবে এই মানুষটাই এই বৃদ্ধ লোকের শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে, মুভির মধ্যে তিনটি মানুষকে দেখলে নিঃসন্দেহে আপনি বলতে পারবেন মুভিটা গল্পটা চমৎকার ভাবে তাদের নাম হলো নানা পাটেকর, অশ্বিনী কালসেকর, রাজপাল নওরঙ্গ যাদব, বলিউডে নানা পাটেকারের অনেক ভক্ত রয়েছে এবং আমিও তার অনেক বড় একজন ভক্ত, তার মুভি রেটিং দেয়ার মত যোগ্যতা আমার হয়ে ওঠেনি, তার অভিনয় যেন সবকিছুতে প্রাণ ফিরিয়ে দেয়।
এরকম মুভিটা আর নরমাল দশটা মুভির মত নয় এই মুভিটা যেন মুভি এবং বাস্তব জীবনের মাঝখানে পার্থক্যকে কমিয়ে দেয়ার চেষ্টা করেছে। ছোট এবং সিম্পল একটা গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে যেটা প্রায় সময়ে আমাদের চারপাশের হতে দেখা যায়, এখান থেকে আমাদের সচেতন হতে হবে নিজের পরিবার প্রিয়জনদের প্রতি আরো বেশি সদয় হতে হবে এরকম সামাজিক শিক্ষা মূলক একটা ছবি আজকে রিভিউ করতে পেরে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে, মুভিটাকে শুধুমাত্র গল্পের ভিত্তিতে দেখলে আপনার কাছে খুবই ভালো লাগবে।
মুভির টেইলার ভিডিওটা দেয়া হল, টেইলার ভিডিও থেকেই বোঝা যাচ্ছে মুভিটা কতটা ইন্টারেস্টিং।
আপনার মুভি রিভিউ পড়ে খুব ভালোই লাগলো, খুব ভালোভাবে আপনি উপস্থাপন করেছেন আমাদের মাঝে। সম্পূর্ণ মুভিটাকে youtube থেকে পাওয়া যাবে। এত সুন্দর একটি মুভি রিভিউ নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন! তার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্ট পড়ার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট আমাকে উপহার দেয়ার জন্য।
গভীর সামাজিক বার্তা ও পারিবারিক মূল্যবোধে ভরপুর একটি সুন্দর সিনেমার রিভিউ দিয়েছেন। সহজ-সরল গল্প হলেও নানা পাটেকারের অসাধারণ অভিনয় এই মুভিটাকে প্রাণবন্ত করে তুলেছে। আপনার বিশ্লেষণ দেখে মুভিটা দেখার আগ্রহ জাগছে। চমৎকার রিভিউ, ধন্যবাদ।
হ্যাঁ এটা বলা বাহুল্য নানা পাটেকারের অভিনয় যে কোন মুভিকেই প্রাণবন্ত করে তোলে, সেই সাথে গল্পটাও ছিল খুবই চমৎকার এবং যা আমরা হারহামেশাই দেখে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
আসলে আগে সময় করে মুভি দেখার চেষ্টা করতাম কিন্তু বর্তমান সময়ে ব্যস্ততা এতটাই বেড়ে গেছে মুভি দেখার সময় হয়ে ওঠে না তারপরেও মাঝে মাঝে চেষ্টা করে নিজের পছন্দের মুভি গুলো দেখার জন্য আজকে আপনি আমাদের সাথে বনবাস মুভি রিভিউ উপস্থাপন করেছেন যদিও মুভিটা এখনো পর্যন্ত দেখা হয়নি তবে অবশ্যই দেখার চেষ্টা করব নিজের পরিবারকে ছাড়া নতুন কোন শুভাকাঙ্ক্ষী যখন জীবনে আসে তখন জীবনটা একটু অন্যরকম ভাবেই পরিচালিত হয় অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
মুভিটা খুব বেশি মার্কেটিং করা হয়নি এজন্য অনেক মানুষের কাছে মুভিটা অপরিচিত, আমিও মুভি দেখা প্রায় বাদ দিয়ে দিয়েছি কিন্তু এটা একটা সময় আমার নেশা ছিল। এখন পোস্ট করার জন্য মুভি দেখি কাজ ও হয় এবং নিজেরও মন ভালো থাকে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।