দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসা
হ্যালো স্টিমিট বন্ধুরা |
---|
আজ আমার মন ভালো নেই।তো আপনাদের মনের কি অবস্থা। নিশ্চয়ই খুব ভালো,না কি কারো কারো অবস্থা আমার ই মতো।আমি অনেক চেষ্টা করি
মন ভালো রাখার। কিন্তূ সব সময় পেরে উঠি না মনের সাথে,পারবো ই বা কি ভাবে বলুন, তার তো আর সখের শেষ নেই।
দু চোখে যা দেখে তার তাই লাগে। সমর্থের ও তো একটা ব্যাপার থাকে ।ইচ্ছে করলেই কি সব সময়
সব কিছু কিনা যায় বলুন তো বন্ধুরা।
মন কেন যে,এই সাধারণ বিষয় টা বুঝতে চায় না।
আসলে ই মনকে সামলানো বড় দায়।আজ ও অব্দি
তাকে চিনতে ই পারলাম না।😭
এখন আসি কেন মন ভালো নেই সেই কথায়।মন তো
ভালো নেই, সে তো জানি,হয়তো বা আমাদের সাথে শেয়ার করার ফলে, একটু ভালো লাগতে ও পারে, আপনাকে সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে।
গত বৃহস্পতিবার গিয়েছিলাম আশুগঞ্জ বাজারে ,যাওয়া পথেই দেখতে পেলাম শুভ উদ্বোধন
হিসেবে মূল্য ছাড়।তা দেখে আমার আর হোস নেই।
অটো রিকশায় ছিলাম, সাথে সাথে ই সু রুমের সামনে
নেমে গেলাম, সাথে ছিল, আমার এক কাজিন।দু' জন
একই গোয়ালের গরু।
ও আমাকে বলল, চল এখানেই নেমে পড়ি,যে কথা
সে কাজ। দুজনে মিলে ঢুকে পড়লাম সুরুমে।
এতো সুন্দর ছিল ফার্রনিচারর গুলো দেখে মন জুড়িয়ে গেল।
কয়েকটি তো আমার চোখে লেগে আছে।এর মধ্যে সবচেয়ে সুন্দর লাগছিল টলি টা দাম ২৯,০০০হাজার টাকা মাত্র।২৯ হাজার টাকা কি কখনো মাএ হতে পারে, আমার মাথায় ধরে না 🥹।এসব হিসেবনিকেশ।
এর পর পছন্দ হলো একটি চায়না লেদারের ছোফা
তার দাম শুনবেন বন্ধুরা,মাএ ৯২,০০০ টাকা। একটু সামনে এগিয়ে যেতে ই দেখতে পেলাম একটি কাঠের দোলনা দাম কি বলতে হবে? ঠিক আছে তবে বলছি,
মাএ ২,৩০,০০০টাকা 🤓🤓।
সত্যি বলতে কী আর সামনে এগিয়ে যেতে ইচ্ছে করছিল না।মন টা তখন ই ভেঙ্গে চুরমার। আমার কাজিনের তো বেজায় মন খারাপ হয়ে গেলো। আমি
বললাম, তুমি তো বাসায় নিয়ে বসবেই , তাহলে এখানে একটু বসে ফেল বিনা মাইনে তে।
আমার এই দোলনাটা খুব ভালো লাগলো তার দাম গায়ে লিখা ছিল না।কারন টা অবশ্য জানতে পারলাম না।সব গুলোর দাম গায়ে লিখা কিন্তূ এই টার দাম লিখা নেই কেন।ডাইনিং টেবিল টা ও চোখে পড়ার মতো এটির দাম সেই যে বলে মাএ ১,১০,০০০ টাকা
আরো অনেক সুন্দর সুন্দর ফার্রনিচারর ছিল সুরুম টা তে।
তবে যত কিছু ই বলি না কেন, আশুগঞ্জ অনেক উন্নত হয়েছে। বন্দর নগরী হিসেবে খ্যাত এই আশুগঞ্জে একসময় ভালো একটা থ্রি পিস ই পাওয়া যেত না। এখন হাতিল সহ অনেক ধরনের ফার্রনিচারর পাওয়া যায় অনায়াসে ই।দেশ উন্নতি হলেই, জীবন যাত্রার মান ও উন্নতি হয়।
এখন তো মনে হয় আপনাদের বুঝাতে আর বাকি নেই কেন আজ আমার মন ভালো নেই।ছাড় দেখে ঢুকে ও কাজের কাজ কিছুই হলোনা,তাই আমার মন খারাপ। তাছাড়া শুধু মন ভালো থাকলেই তা শেয়ার করব, খারাপ টা নয় তা কি করে হয় বন্ধুরা। আপনারা তো আমার সুখ দুঃখের সাথী।
আবার ও আসব খুব শীঘ্রই নতুন কিছু ভাবনা নিয়ে, একটু নতুন ভাবে। সেই পর্যন্ত আমার সাথে ই থাকবেন বন্ধুরা।
সত্যিই আপু,,ঘর সাজানোর জিনিস চোখের সামনে পরলেই মনের মধ্যে কেমন যেন একটু খচ খচ করে,,যা দেখি তাই কিনতে মন চায়।।
তাই চেষ্টা করি সাধ্যের মধ্যেই নিজের শখ গুলো পূরণ করার জন্য।।
আপনিও মন খারাপ করবেন না আপু,,ইচ্ছা থাকলে তা একদিন পূরণ হবেই ইনশাআল্লাহ।।
তবে আমি মাঝে মাঝে একটু চালাকি করে আমার হাসবেন্ড কে দিয়ে কিছু শখ পূরণ করে নেই।।
কিরে সবার ই দেখি একই সমস্যা।যাক আমার দল ধীরে ধীরে বড় হচ্ছে। খুব ভালো লাগলো আপনার মন্তব্য টি পড়ে। ধন্যবাদ আপনাকে।
Luxus ist sinnlos .
!invest_vote
আপু আপনি একটা কথা বলেছেন পোস্টের মাধ্যমে।
মন কে বোঝানো বা সামলানো বড় কষ্ট মন কেন যে বুঝতে চায় না। ঠিক আপনার মত অবস্থা আমার হয় যখন মার্কেটে যায় এবং পছন্দের জিনিস অনেক বেশি দাম বেড়ে যায় ঠিক তখন।
তাই, তাহলে তো ভালই হলো।দুজনে মিলে কাউন্সিলিং করে নিজেদের সুদরিয়ে নিব। ধন্যবাদ আপনাকে।
😁😁😁 আপু কথাটা কিন্তুু খারাপ বলেন নি।
তাই ভেবে দেখবে। নিজের সামলানো সহজ ব্যাপার নয়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ধন্যবাদ রিপ্লাই করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।সব কিছুর এত দাম তার কারন কিছু কেনাকাটা করার জন্য গেলে মন এমনিতেই খারাপ হয়ে যায়। আপনার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
আপনাকে ও ধন্যবাদ ভাইয়া। আমি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দেখে তো রীতিমত অবাক।কি ভাবে টিকে থাকবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !
আপনি মানে ভালো দামে সস্তা দেখে কোন শোরুমে গেলে এতটা অবাক হতেন না। আমি কিছুদিন আগে খুব রিজেইনেবল প্রাইজের মধ্যে ফার্নিচার দেখেছি। এত হতাশ হবেন না। শখ খুব শীঘ্রই পূরণ হোক সেই কামনা করি
দোয়া খুব মন দিয়ে করবেন।শখ পূরণ না হলে ভেবে নিব দোয়া তে গাবলা ছিল 🤣🤣🤣🤣🤣 মন্তব্যের জন্য ধন্যবাদ। খুব ভালো লাগলো।
আপনি কাকলী ফারনিচার কিনে নেন। দামে কম মানে ভালো
তাই,ভেবে দেখব। চোখের নেশা বড় নেশা।হাতিল দেখে তো কাকলীর কাছে যেতে ইচ্ছে করছে না। ধন্যবাদ পরামর্শের জন্য।
I'm sorry to hear that your mind isn't feeling well today. It's completely normal for our moods to fluctuate, and managing our minds is indeed a significant responsibility. I can understand the challenges that come with trying to keep your mind in a positive state.
Thank you very much for such a nice comment. Be well always sister.
বর্তমান সময়ে কোন কিছু কেনার মত অবস্থা নেই জিনিস পত্রের এত দাম। জিনিসপত্রের দাম শুনলে মাথা গুড়ে যায়। ঠিক এমনই অবস্থায় আজকে আপনাকে পড়তে হয়েছে। আপনি মন খারাপ করবেন না আজকে কিনতে পারেন তাই কি হয়েছে। আপনি পরবর্তীতে কিনবেন সেই দুয়া করি। আমিও মাঝে মাঝে এই পরিস্থিতি পড়ে থাকি কিছুই করার থাকে না আমার। কারণ আমি বাবার বড় ছেলে, আমাকে অনেক দিকে খেয়াল রাখতে হয়।
তাই, খুব ভালো লাগলো আপনার মন্তব্য টি শুনে। আসলে আমি এই পোস্ট টি দ্রব্য মূল্যের উ ঊর্ধগতি কে ইঙ্গিত করেই লিখেছি। আমি ও বাবার বড় মেয়ে। পছন্দ হলেও খুব একটা চাপ দেইনা পরিবার কে। তাছাড়া মানুষের একটা বিশেষ সময় পর্যন্ত ই মনের চাহিদা থাকে,একটা সময় তা ফুরিয়ে যায়।তখন হয়তো আপনাদের দোয়ায় অনেক কিছুই হবে,বাট এই আনন্দ টা থাক বেনা। ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট রিস্টিম করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।