কিছু ফুলের র‍্যানডম ফটোগ্রাফি


আসসালামু আলাইকুম


আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন বেশী কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের পোস্ট ।

ছবি নং - ০১

IMG_2800.jpeg

ডিভাইস : আইফোন ১২ | | এডিট : আইফোন এডিটিং টুলস | | w3w

উপরের ফুলটির নাম হলো নয়নতারা। এই ফুল আমার অনেক পছন্দের। আমাদের গ্রামের অনেক বাড়িতেই এই নয়নতারা ফুলের দেখা পাওয়া যায়। সবুজ গাছের মধ্যে সুন্দর সুন্দর সাদা ফুল যে কারোরই মন কেড়ে নিবে। তবে এই ফুলের ছবিটি আমি তুলেছিলাম রংপুরের পুলিশ লাইন্সের সামনে একটি গাছের দোকান থেকে। কিছুদিন আগে আমি সেখানে একটি ক্যাপটাস নেয়ার জন্য গিয়েছিলাম এবং তখন এই ফুলের ছবিটি তুলেছিলাম। ছবিটি আমি ২x জুম করে তুলেছি এবং আইফোন এডিটিং টুলস ব্যবহার করে এডিট করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

ছবি নং - ০২

IMG_5566.jpeg

ডিভাইস : আইফোন ১২ | | এডিট : আইফোন এডিটিং টুলস | | w3w

উপরের ফুলটির নাম হলো লালজবা। ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। আমিও ফুল অনেক পছন্দ করি এবং ফুলের ছবি তুলতে অনেক ভালোবাসি। লালজবার গাছের আকৃতি মাঝারি আকারের হয় তাই ফুলগুলোও হাতের নাগালে থাকে। এই লালজবার ছবিটি আমি দিনাজপুর মহিলা কলেজে কিছুদিন আগে পরীক্ষা দিতে গিয়ে তুলেছি। ছবিটি আমি প্রট্রেইট মোডে তুলেছি এবং আইফোন এডিটিং টুলস ব্যবহার করে এডিট করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

ছবি নং - ০৩

IMG_6296.jpeg

ডিভাইস : আইফোন ১২ | | এডিট : নো এডিট | | w3w

উপরের ছবিটি শুধু একটি ফুলের নয়। এটা হলো রজনীগন্ধা ও গোলাপ ফুলের সমন্বয়ে তৈরি একটু ফুলের কাজরা। সাধারণত এই ফুলের কাজরা মেয়েরা হাতে ও চুলের খোপায় পড়ে। আর এটা পড়লে মেয়ের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। আর এই ফুলের কাজরা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। কিছুদিন আগে আমার বান্ধবীর জন্মদিনের ফুলের তোড়া কিনতে গিয়ে ফুলের দোকানে সুন্দর এই ফুলের কাজরাটি আমার চোখের আয়ামনে ভেসে ওঠে আর তখনি আমি সেটা ক্যামেরাবন্দি করে ফেলি। ছবিটি আমি নরমাল মোডে তুলেছি এবং কোনোপ্রকার এডিট করি নি।

ছবি নং - ০৪

IMG_7437.jpeg

ডিভাইস : আইফোন ১২ | | এডিট : আইফোন এডিটিং টুলস | | w3w

উপরের ছবিটি একটি গোলাপ ফুলের ছবি। ফুলের রাজা বলা হয় এই গোলাপ ফুলকে। গোলাপ ফুলের বিভিন্ন প্রকারভেদ আছে। এটা হলো লাল গোলাপ। তবে এই ফুলটা অনেকটা গোলাপি রঙের হয়ে গেছে। গোলাপ ফুল ভালোবাসা প্রকাশের জন্য সবচেয়ে বেশী ব্যবহার করা হয়। প্রিয় মানুষের রাগ ভাঙানো থেকে শুরু করে ভালোবাসার প্রস্তাব সবক্ষেত্রেই গোলাপ ফুলের ব্যবহার লক্ষ্য করা যায়। এই গোলাপ ফুলের ছবিটি আমি পার্বতীপুর উপজেলায় নির্বাচন অফিসের সামনে থেকে তুলেছি। ছবিটি আমি ২x জুম করে তুলেছি এবং আইফোন এডিটিং টুলস ব্যবহার করে এডিট করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

ছবি নং - ০৫

IMG_6800.jpeg

ডিভাইস : আইফোন ১২ | | এডিট : আইফোন এডিটিং টুলস | | w3w

উপরের ছবিটি হলো লাউ গাছের ফুলের ছবি। গ্রাম কিংবা শহরের বাসাবাড়ির ছাদে সচারাচর এই লাউ গাছ দেখা যায়। লাউ একটি উপকারী সবজি আর এই লাউ গাছের ফুল অনেক বড় হলেও এটা দেখতে অনেক সুন্দর। হলুদ রঙের লাউ গাছের ফুল দেখতে বেশ ভালোই লাগে। আমাদের বাড়ির আঙিনায় আমার আম্মু লাউ গাছ লাগিয়েছে এবং সেই গাছেই সুন্দর এই ফুলটি ফুটেছে ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছিলো তাই সেটার ছবি তুলে নিই। ছবিটি আমি প্রট্রেইট মোড ব্যবহার করে তুলেছি এবং আইফোন এডিটিং টুলস ব্যবহার করে এডিট করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে আমার ফটোগ্রাফিগুলো ভালো লাগবে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।

ধন্যবাদ সবাইকে


Sort:  

ফটোগ্রাফি করতে আমাদের সবারই ভালো লাগে। আজকে আপনে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফিই অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে তিন নাম্বার ফটোগ্রাফিটা আমার কাছে বেশি ভালো লাগছে। এভাবে আরও ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করতে থাকুন।

ধন্যবাদ পোষ্টটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Loading...
 6 hours ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন সেই সাথে আমার প্রিয় নয়ন তারা নয়ন তারা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় আমাদের চোখের মতো আমাদের চোখে যেমন চারপাশের সাদা মাঝখানের অংশ লাল ঠিক তেমনি নয়ন তারা ফুলের চারপাশের অংশ সাদা মাঝখানের অংশ হালকা গোলাপী গারো গোলাপি হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় লাল হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 1 hour ago 

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার তোলা ছবিগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। পারসোনালি আমার কাছে গোলাপ ফুলের ছবিটা বেশি ভালো লাগছে। আসলে গোলাপ আমার পচ্ছন্দের একটি ফুল।

ভালো লাগলো ছবি গুলো দেখে। ভালো থাকবেন দাদা আপনি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96955.90
ETH 2675.59
SBD 0.63