The October contest #2 by @sduttaskitchen| What if you won 2 BTC!

in Incredible India25 days ago

আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আমিও বেশ ভালো আছি। অনেকদিন পর আবার আপনাদের মাঝে কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য হাজির হয়ে গেলাম। আর আজকে খুবই চমৎকার একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এডমিন ম্যাম কে অনেক বেশি ধন্যবাদ, এত সুন্দর একটা বিষয়বস্তুর উপর কনটেস্টের আয়োজন করার জন্য।

আমি সর্বপ্রথম আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করি আপনারা কনটেস্ট অংশগ্রহণ করবেন।

@mou.sumi,
@krishna001,
@yoyopk

if you won 2BTC tomorrow? Explain your feelings!
free-photo-of-illuminated-bitcoin-symbol-in-neon-light.jpegpexels

জীবনে কিছু কিছু অনুভূতি আমরা প্রকাশ করতে পারি না। কিন্তু সেই অনুভূতিগুলো আমাদের আচার-আচরণে বুঝতে পারা যায়। যেমন অতিরিক্ত কষ্ট পেলে মানুষ কান্না করে, আবার অতিরিক্ত আনন্দে মানুষ কান্না করে। যদি আমি ঘুম থেকে উঠি দেখতে পাই ২টি বিটিসি পেয়েছি সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে পানি পড়বে কারণ তখন আমি অতিরিক্ত আনন্দে থাকবো আর অতিরিক্ত আনন্দ থাকলে আমার চোখ দিয়ে পানি ঝরে এটা আমি ছোট থেকেই আমার মধ্যে দেখেছি।

জীবনে আমরা অনেক সময় অনেক কিছু পাব না তারপরও ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করে। আমরা সেটা নিয়ে ভাবি আর মনে করি, যদি এটা আমি পেতাম তাহলে আমার জীবনের কি কি পরিবর্তন হতো? আমি কি কি করতাম? সুখ আমরা অনেক ভাবেই পেতে পারি অনেক সময় কোন কিছু পাবো না সেটা নিয়ে ভেবেও সুখ অনুভব করতে পারি।

মাত্রা অতিরিক্ত আনন্দ যখন জীবনে চলে আসে তখন অনেক বেশি উত্তেজিত হই এবং কিছুটা পাগলামো করি। সেই সাথে জীবনের যেন একটা অন্যরকম প্রশান্তি খুঁজে পাই। আমি যদি কখনো ২টি বিটিসি পাই তাহলে আমি সত্যি অনেক বেশি আনন্দিত হব সেই সাথে সাথে আমার পরিবার অনেক খুশি হবে কারণ মুহূর্তের মধ্যেই অধিক টাকার মালিক হওয়ার আনন্দ পরিবারে ছড়াছড়ি শুরু করবে। আর আমি সেই অর্থ নিয়ে শুরু করে দেব পরিকল্পনা‌

What would be your planning with that 2 BTC?
pexels-photo-844124 (1).jpegpexels

আমাদের প্রতিটি মানুষের অনেক পরিকল্পনা থাকে আর সেগুলো আমরা অর্থের অভাবে অনেক সময় পূরণ করতে পারিনা। আর যখনই আমাদের কাছে অর্থ চলে আসে আমরা সর্বপ্রথম আমাদের পরিকল্পনা বা স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবো। আর ওই মুহূর্তে জীবনের সবচাইতে আনন্দের মুহূর্ত হতে পারে। আর জীবন মুহূর্তের মধ্যেই পরিবর্তন শুরু এবং স্বপ্নগুলো বাস্তবায়ন হবে সেটা ভেবেই জীবনের আনন্দ অনেক গুণ বেড়ে যাবে।

আমি যদি কখনো ২টি btc পাই সর্বপ্রথম আমি আমার স্বপ্নগুলো পূরণ করব। সেই সাথে আমার পরিবারের স্বপ্নগুলো পূরণ করব। তাছাড়া আমি কিছু মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করব। এছাড়াও আমি আমার স্টিমিট একাউন্ট ভারি করার জন্য প্রচুর পরিমাণ স্টিম কয়েন কিনব যাতে আমি স্টিমিটে একজন বড় মাপের ইউজার হতে পারি।

আর জীবনে চাকরির জন্য কোন চেষ্টাই করবো না স্টিমিটে সময় দেব আর এখান থেকেই আমি আমার জীবিকা নির্বাহ করা শুরু করব। আর আমার খুব ইচ্ছা স্টিমিট একাউন্টে পাওয়ার করা যাতে আমি বৃদ্ধ হলেও এখান থেকে খুব সহজে উপার্জন করতে পারি।

Do you believe if we want something by heart and work accordingly, we can achieve it?
pexels-photo-3807624.jpegpexels

আমি এটা অবশ্যই বিশ্বাস করি আমরা যদি কোন কিছু মন থেকে চাই আর সেই অনুযায়ী চলি নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদেরকে সেটা দিবে। যদি সৃষ্টিকর্তার কাছে আমরা মন থেকে কোন কিছু চাইতে পারি নিশ্চয়ই তিনি আমাদের সেটা দেবে তার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে।

সত্যি কথা বলতে আমার একটা স্বপ্ন আছে আর সেটা পূরণ করার জন্য আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি আশা করি সৃষ্টিকর্তা আমাকে সেই স্বপ্নটা পূরণ করতে দেবে। যদি আমি সঠিক পথ অনুযায়ী চলতে থাকি তাহলে সেটি আমি পাব বলে আশা করি।

তো বন্ধুরা আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  

2 BTC প্রাপ্তির পর আপনার উচ্চাকাঙ্ক্ষা জানতে পেরে দারুণ লাগছে। আপনার পরিকল্পনা ভাল। ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।

Loading...
 22 days ago 

আপনার পরিকল্পনা কিছুটা আমার মত আমি আপনার মতই এমন পরিকল্পনা করেছি ভবিষ্যৎ করতে হলে আমাদের steemit পাওয়ার খুবই জরুরী. ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার সুন্দর মতামত জানানোর জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।

 20 days ago 

আপনার পোস্টটি সত্যিই অনুপ্রেরণাময়! বিটকয়েন নিয়ে আপনার চিন্তাভাবনা এবং স্বপ্নগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। আনন্দের মুহূর্তগুলি যেমন জীবনে বিশেষ স্থান দখল করে, তেমনই আপনার পরিবার ও আত্মীয়দের সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়ার পরিকল্পনা সত্যিই হৃদয়গ্রাহী।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91309.99
ETH 3150.55
USDT 1.00
SBD 2.89