পৃথিবীতে আজ হাজারো মেয়ে আছে যারা একটা সংসার বা একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক কিছু সেক্রিফাইস করে।। আবার এমনও দেখা যায় অনেক মেয়ে তারা কিনা সংসার না করার জন্য অনেক কিছু করে থাকে।।
আসলে প্রিয় মানুষগুলোর প্রতি একটা অন্যরকম মায়া সৃষ্টি হয় যে মায়া চাইলেও আরো ভোলা যায় না।।