Bitcoin and steem price prediction
বর্তমানের বিটকয়েন প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন ৬০ হাজার ডলারের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। বেশ কিছুদিন হয় ৬০০০০ এর আশেপাশেই ঘোরাঘুরি করতে ছিল কিন্তু গতকালকে হঠাৎ করেই একটা ডাউন ফল হয় যেটা ৫৯০০০০ ডলার আছে। গতকালকে সন্ধ্যা বাংলাদেশ সময় ৬.৩০ us মার্কেটে CPI ডাটা আছে যে নিউজটা পজেটিভ থাকলেও মার্কেটে ডাউন আসে। মূলত বিটকয়েন ৫৯০০০ হাজার ডলারে আসার প্রয়োজন ছিল। কারণ সেখানে একটা সাপোর্ট রেখে গেছিল সেটা আবার ধরেছে তার মানে বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট অনেক ভালো হবে।
প্রতিটি মানুষের একটাই প্রশ্ন কবে বিটকয়েনের প্রাইস ১ লাখ ডলার যাবে। সত্যিকার অর্থে crypto মার্কেটে কেউ কখনো ১০০% শিওর হয়ে কোনো কিছু বলতে পারবেনা। কিন্তু টেকনিক্যাল এনালাইজে কিছুটা আন্দাজ করা যেতে পারে। বিটকয়েন বর্তমানে যেখানে আছে সেই জায়গায় বেশ কিছুদিন হয় ঘোরাফেরা করছে টেকনিক্যাল এনালাইসে উঠে আসছে আগামী 15 অক্টোবর এর পর থেকে মার্কেটে একটা ভালো লেভেলের পাম্প দেখা যেতে পারে।
Crypto মার্কেট এমন একটি মার্কেট যেখানে মানুষ কে অনেক বেশি ভয় দেখানো হয় আর যারা নতুন মার্কেটে আছে আর ইনভেস্ট করে তারা অনেকেই ভয়ে তাদের অর্থ লসে সেল করে বেরিয়ে যায় শুধুমাত্র তাদের মধ্যে কনভেকশন না থাকার জন্য। দেখুন আমরা যেখানে কাজ করব সেটার প্রতি আমাদের বিশ্বাস না থাকলে আমরা কখনোই সেখানে টিকে থাকতে পারবো না। ঠিক এরকমই crypto মার্কেটে যাদের বিশ্বাস নেই তারা কখনো টিকে থাকতে পারবে না। আর যারা বুঝে গেছে তাদের কাছে উপার্জনের একমাত্র মাধ্যম cryptocurrency.
এবার আসুন আমাদের স্টিম প্রাইজ নিয়ে কিছু বলা যাক |
---|
আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে স্টিম প্রাইস। বেশ কিছুদিন হয় $০.১৫ থেকে $০.২০ এর মধ্যে ওঠানামা করছে। আমাদের অনেকেরই প্রশ্ন স্টিম কয়েন কি পাম্প করবে না? আসলে যে কোন কয়েনেরই কিছু মাধ্যম থাকে আর সেই অনুযায়ী সে কয়েন পাম করে।
আপনারা উপরে দেখতেই পাচ্ছেন স্টিমের সর্বোচ্চ রেট কতটা উঠেছিল আর সর্বনিম্ন কত। আমার প্রাইজ পিডিকশনে উঠে আসছে অক্টোবর মাসেই এস্টিমের প্রাইস $০.২৫ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আগেই বলেছি কিন্তু মার্কেটে কেউ ১০০% সিওর দিয়ে কোন কিছুই বলতে পারবে না।
আর হ্যাঁ ২০২৫ সালের মধ্যে স্টিম প্রাইজ কোথায় যেতে পারে? অনেকের অনেক কল্পনা জল্পনা রয়েছে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা বুঝেছি 2025 সালের মধ্যে স্টিম প্রাইস $০.৫০ থেকে $০.৬০ যাওয়া সম্ভাবনা অনেক বেশ। আমি এমন বলছি জন্য এমনি হবে এরকমটা না, এর চাইতেও বেশিও যেতে পারে কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি এরকম প্রাইস যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
সকল screenshot google থেকে নেওয়া
তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
আজকে আপনি ক্রিপ্টো কারেন্সি মার্কেট সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন যেটা আমি আগে জানতাম না। ২০২৫ সাল আসছে আর বেশি বাকি নাই যদি এস্টিমেট প্রাইস ৫০ টাকা ৬০ পয়সা হয় তাহলে আমরা যারা কাজ করছি তাহারা অনেক খুশি হব।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ভাবে বিটকয়েন সম্পর্কেও আমাদেরকে জানানোর জন্য ভালো থাকবেন।
বর্তমান সময়ে crypto মার্কেটে বেশ সময় দেওয়া হয় ভাই জানেন তো অনেক কয়েন কিনে রেখেছি জানিনা কতটা প্রফিট দিবে।। আমার পোস্টের মাধ্যমে আপনি স্টিম কয়েনের কিছু ধারণা পেয়েছেন জেনে ভালো লাগলো।।
আপনাদের থেকে তো প্রতিদিন কিছু না কিছু শিখতে পরি।আপনাদের মুল্যবান পোস্ট আপনাদের অনেক উপকার আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট টা পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
খুব সুন্দরভাবে আপনি বিটকয়েন এবং স্টিমের বর্তমান মার্কেট পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। বিটকয়েনের প্রাইস মুভমেন্ট নিয়ে আপনার বিশ্লেষণ বিশেষ করে সাপোর্ট লেভেল ধরার বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। যেহেতু এই মার্কেটে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন, তবে টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে কিছুটা আন্দাজ করা সম্ভব, সেটা আপনি ভালোভাবেই তুলে ধরেছেন। আশা করি, আপনার প্রেডিকশনগুলো সঠিক প্রমাণিত হবে এবং স্টিম এবং বিটকয়েন দুইটিই ভাল পারফর্ম করবে।
আমি জানি আপনিও মোটামুটি crypto সম্পর্কে অবগত। আর হ্যাঁ এই মার্কেট কেউ ১০০% সিউর হয়ে কোন কিছু বলতে পারবে না কিন্তু টেকনিক্যাল এনালাইজ করে অনেক কিছুই বলা সম্ভব।। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।