Better Life with Steem|| The Diary Game||23 October 2024
গতকালকে শুয়ে থাকা অবস্থায় মাইকের আওয়াজ শুনতে ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না কিসের মাইকিং করা হচ্ছে। একটু কান পেতে শুনতেই শুনতে পাই সুসংবাদ, পাশের বাসার একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। মৃত্যু এমন একটা জিনিস যেটা থেকে কোন প্রাণী রেহাই পাবে না। পৃথিবীতে যত প্রাণী আছে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
আমি আর একটু কান পেতে শুনতে পাই, সকাল ৯.৩০ ঘটিকায় তাকে মাটি দেওয়া হবে তাই আমি বিলম্ব না করে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। আর ফ্রেশ হয়ে, নাস্তা করে সেখানে চলে যায়, বাসা থেকে কাছেই আর আমার সম্পর্কে ফুফা হয় বেশ কিছুদিন হয় অসুস্থ ছিল। অসুস্থ থাকলেও হাঁটা চলা করতে পারত কথা বলতে পারতো। পরশুদিন আমি রাস্তায় বসে ছিলাম তখন দেখি তাকে অটোতে নিয়ে যাচ্ছে হসপিটালে। তখনও একজন স্বাভাবিক মানুষের মধ্যেই অটোতে বসেছিল। আর হসপিটাল থেকে বাসায় আনার পরেই রাতে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় পরকালে।
যাই হোক আমি সেখানে যেয়ে শেষ বিদায় করে বাসায় চলে আসি। আর বাসায় আসার পর প্রতিদিনের মতোই কিছু কাজ করে নেই। আর রুমে শুয়ে থেকে কিছু সময় ফোন দেখতেছিলাম, আর একটা নিউজ দেখতেছিলাম বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝড়ের আগমন ঘটছে। প্রতিবছরই এই সময়ে অনেক বড় বড় ঝড় হয়, যার ফলে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় এবারও হয়তো এর ব্যতিক্রম নয়।
কিছু সময় ফোন দেখার পর প্রতিদিনের মতোই দুপুরের গোসল করে নেয় সেই সাথে খাওয়া-দাওয়া। তারপরেই চলে আসি রুমে আর শুয়ে থেকে কিছু সময় ফোন দেখি আর এমন সময় বাবা ডাকতেছিল। পরে যেয়ে দেখি একটা মোটর নিয়ে এসেছে যেহেতু সামনে ধান আসবে আর ধান মাড়াই করতে হবে তার জন্য মোটর নিয়ে এসেছে। পরে আমি সেটা টেস্ট করে দেখলাম কতটা ভালো আছে। দেখার পর রুমে চলে আসি আর শুয়ে থেকে প্রতিদিনের মতোই একটু ঘুমিয়ে যায়।
পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম, আবহাওয়া বেশ খারাপ ছিল মনে হচ্ছে বৃষ্টি আসবে। পরে একটু বাসা থেকে বের হই হাঁটাহাঁটি করার জন্য, আর বাসার পাশেই একটা নতুন ব্রিজ হচ্ছে সেখানে যাই আর তাদের কাজকর্ম দেখি। অনেকেই সেখানে পরিচিত ছিল তাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করি। আর ইতিমধ্যেই দেখতে পাই আবহাওয়ার অবস্থা আরো খারাপ। পরে দ্রুত সেখান থেকে বাসায় চলে আসি, বাসায় আসতে আসতে তুমুল বাতাস শুরু হয়ে যায়। মনে হচ্ছে ঝড় যেন উঠে আসলো, বেশ কিছু সময় বাতাস হওয়ার পর হালকা বৃষ্টি শুরু হয়।
তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
Congratulations on bringing a quality content. You have earned a positive vote from team 2, and it is delivered by @starrchris.
Many Blessings...🙏🏻
Thank you so much 🙏🏿
মরহুমের মৃত্যুর মাগফিরাত কামনা করি আল্লাহ সুবহানাতায়ালা যেন তার উত্তম জাজা দান করেন। তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বেহেস্ত দান করেন
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কারো আগে কি বা কারো পরে,, আল্লাহ তাকে জান্নাত বাসী করুক।
বিষয়টা আমার খুবই ভালো লাগলো মৃত ব্যক্তির কথা শুনেই আপনি জানা যায় চলে গিয়েছিলেন,, এটা একজন মুসলমান ব্যক্তির জন্য অনেক ভালো একটা কাজ।।
সেই সাথে আপনার সারাদিনের কার্যক্রম পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
জন্ম নিলে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।
সবাইকে একদিন মৃত্যুকে শিকার করতে হবে এটা চরম সত্য। প্রতিবছরই আমাদের কোনো না কোনো ঝড়ের কবলে পড়তে হয়৷ তবে এবারের ঝরের কারনে বাংলাদেশ কোনো ক্ষয়ক্ষতি হয় নি। সামনে জমি থেকে ফসল উঠাবে কৃষক তাই সেটার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার কার্যক্রম তুলে ধরার জন্য।