মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে

in Incredible India2 days ago

এই সুন্দর পৃথিবী ছেড়ে কে বা চায় সারা জীবনের জন্য চলে যেতে। প্রতিটি মানুষ চায় বেঁচে থাকতে আর চাইলেই কি মানুষ বেঁচে থাকতে পারে। আমরা সকলেই জানি যার প্রাণ রয়েছে তার মৃত্যু রয়েছে, এই কথা জানার সত্ত্বেও আমরা এটি মানতে নারাজ। আমরা যে এই পৃথিবীতে ছেড়ে চলে যাব এটা একদমই ভুলে গেছি আর তার জন্য সৃষ্টিকর্তার নাম স্মরণ করি না বললেই চলে।

pexels-photo-13564653.jpegpexels

যখন মানুষের মৃত্যুর সংবাদ শুনি তখন হয়তো মনে করি আমারও একদিন মরতে হবে আর এটা বেশি সময়ের জন্য মনে রাখি না, আর এমনটাই বেশির ভাগ মানুষ করে থাকি। আমরা মানুষ চাইলেও সারা জীবন বাঁচতে পারব না, একদিন না একদিন এই মায়ার বাঁধন ছেড়ে যেতে হবে।

পৃথিবীতে অনেকেই ধর্ম নিয়ে চলে আবার অনেকেই না কিন্তু আমাদের প্রতিটি মানুষের উচিত ধর্ম অনুযায়ী চলা। কারণ মৃত্যুর পর প্রতিটি মানুষের বিচার হবে যারা সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী চলবে তারাই শান্তিতে থাকবে।

pexels-photo-13564656.jpegpexels

গতকালকে হঠাৎ করে মাইকের আওয়াজ শুনতে ছিলাম কিন্তু বুঝতেছিলাম না কিসের মাইকিং করা হচ্ছে, একটু কান পেতে শুনতে বুঝলাম মৃত্যুর সংবাদ। তাই আর একটু মনোযোগ দিয়ে শুনতে থাকি আর শুনতে পাই আসাপ নামে এক ব্যক্তি মারা গেছে। আর সেই আঙ্কেল টা আমার পরিচিত ছিল বয়স খুব বেশি হয়নি, চারটা সন্তানের বাবা। আমি যখনই তার নাম শুনেছি ভিতরটা কেঁপে ওঠে কারণ কয়দিন আগেই তাকে একদম সুস্থ মানুষ দেখেছি আর আজকে তার মৃত্যুর সংবাদ শুনে সত্যি শোকাহত।

পৃথিবীতে কিছু কিছু মৃত্যু মানুষকে নাড়া দিয়ে যায় এটা বুঝিয়ে দিয়ে যায় আমরা চাইলেও সারা জীবন বাঁচতে পারব না। আর কখন কার মৃত্যু হবে সেটা আমরা কেউই জানিনা, আমরা সকলেই জানি আমরা একদিন মৃত্যুবরণ করবো তারপরও সৃষ্টি কর্তাকে ভয় করিনা, প্রতিনিয়ত পাপ কাজ করে যাচ্ছি। এখনি যদি মৃত্যুবরণ করি কি জবাব দিবো সৃষ্টিকর্তাকে এটা কি আমরা একবারও ভাবি?

pexels-photo-12393583.jpegpexels

আমাদের উচিত প্রতিটি মৃত্যু থেকে শিক্ষা নেওয়া আর এই শিক্ষা কে কাজে লাগিয়ে জীবনকে সঠিকভাবে পরিচালনা করা। মৃত্যু এমন একটা জিনিস কেউ একবার চলে গেলে, আর দ্বিতীয়বার ফিরে আসবে না। তাই মৃত্যুকে ভয় পাওয়া উচিত আর এই ভয়কে কাজে লাগিয়ে সৃষ্টিকর্তার পথ অনুসরণ করে চলা।

বর্তমান সময়ে মানুষ এতটাই পাষাণ হয়ে গেছে যে, একজন মানুষ অন্যজনকে মেরে ফেলতেও একটুও ভয় পাই না। ছোট ছোট বিষয়ে মানুষ মানুষকে হত্যা করছে এইগুলো থেকে নিঃসন্দেহে বলা যায় মানুষ সৃষ্টিকর্তাকে একদম ভুলে গেছে। যদি এই মানুষগুলোর মধ্যে সৃষ্টিকর্তার ভয় থাকতো কখনোই এরকম কাজ করতে পারত না। শুধুমাত্র সৃষ্টিকর্তাকে ভয় না পাওয়ার জন্যই এরকম কাজ প্রতিনিয়ত হচ্ছে।

তো বন্ধুরা আমাদের প্রতিটি মানুষকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। তাই যতটুকু পারি আমরা অবশ্যই সৃষ্টিকর্তার পথ অনুসরণ করে চলবো। আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
 2 days ago 

অসময়ে মসজিদে মাইকিং হলেই বুঝতে পারি যে কেউ না কেউ মারা গেছেন। কানে শব্দ আসার সাথে সাথে মনটা খারাপ হয়ে যাই এটা ভেবে যে ,একটু আগেও যে মানুষটা পরিবারের সাথে ছিল সে আর নেই এঁবং কোনোদিন ফেরত আসবেন না।
ঠিকই বলেছেন আমাদের একটাই জীবন তাই এই জীবনটাকে ভালো কাজে লাগানো উচিত। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কাজ করা প্রয়োজন। আর সবচেয়ে বড়ো কথা হলো একটা ভালো কাজ করলে নিজের কাছেও শান্তি লাগে। আর এই শান্তির দাম অতুলনীয়।

 yesterday 

কিছু কিছু মৃত্যুর সংবাদ জীবনকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়।। আর হ্যাঁ সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমাদের প্রত্যেককে কাজ করা উচিত।। এটা একদম সঠিক বলেছেন ভাল কাজ করলে নিজের কাছেও শান্তি লাগে।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।

Loading...
 2 days ago 

আসলে মানুষের মৃত্যুর খবর যখন হঠাৎ করে কানে আসে তখন মনের ভেতরটা আসলেই কেঁপে ওঠাটাই স্বাভাবিক। এবং আমি মনে করি আমাদের যে যার ধর্ম আছে সে ধর্ম নিয়েই মৃত্যু গ্রহণ করা ভালো।

এবং এমন কোন প্রাণী নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে না প্রত্যেকটা মানুষ কিভাবে পশুপাখি মৃত্যুর স্বাদ করুন করতে হবে এটাই স্বাভাবিক।
আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল এবং অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 yesterday 

একদম প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তাই পরকালের জন্য প্রতিটি ব্যক্তিকে ধর্ম অনুসরণ করে চলা উচিত।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

 yesterday 

মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে। আপনি আমি যে কোন মুহূর্তেই পৃথিবীর ছেড়ে চলে যেতে পারি। আমরা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে বসবাস করি। তারপরেও এ জীবন নিয়ে আমাদের কথা অহংকার। কিন্তু এটা আমরা ভুলে যাই, আমাদের সব অহংকার ধুলিসাৎ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে।

মৃত্যুর জন্য অসুস্থ হওয়ার প্রয়োজন নেই একটু খোঁজখবর নিয়ে দেখেন। অনেক যুবক অনেক ছোট বাচ্চা মারা যাচ্ছে। তাহলে তাদের কি হয়েছে? আসতে একটা সিরিয়াল থাকে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল থাকে না! কোন কোন পরিবারের দেখা যায় বড় ছেলে জীবিত আছে! ছোট ছেলে মারা গেছে! আবার কোন কোন পরিবারের দেখা যায়, ছোট ছেলে আছে বড় ছেলে মারা গেছে। তাই মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকাটা খুব প্রয়োজন। আঙ্কেল মারা গেছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। উনি যেন কবরের জীবনে ভালো থাকে। ধন্যবাদ উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 8 hours ago 

খুবই চমৎকারভাবে কমেন্ট করেছেন, আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী জন্য এসেছি আর কত অহংকার কত শক্তিশালী মনে করি নিজেকে।। আর হ্যাঁ মৃত্যুর জন্য অসুস্থ হওয়ার দরকার নেই আসলেই মানুষ যে কোন মুহূর্তেই মৃত্যুবরণ করতে পারে।। এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।।

 2 hours ago 

অহংকারী ব্যক্তিকে যেমন মানুষ পছন্দ করে না, ঠিক তেমনি আল্লাহ পছন্দ করেনা। কথায় আছে আল্লাহ যদি ধরে তাহলে আর ছাড়ে না। মৃত্যু এমন একটা জিনিস যেটা আমরা সবাই এটার স্বাদ গ্রহণ করতে হবে। আমার কাছে তো মনে হয় প্রতিনিয়ত মৃত্যুর জন্য অবশ্যই অপেক্ষা করা এবং প্রস্তুত থাকা। কেননা কখন মৃত্যু হবে আমরা কেউ জানিনা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60289.82
ETH 3304.15
USDT 1.00
SBD 2.42