"রেনডম ফটোগ্রাফি "
সৌন্দর্যে ভরা আমাদের বাংলাদেশ। যেখানে লুকিয়ে আছে অসম্ভব সুন্দর সুন্দর ফুল। যে ফুল গুলো মানুষের নজর কাড়ে খুব সহজে তেমনি আজকে দুটি ফুল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। খুবই পরিচিত ও সৌন্দর্যের দিকে কোন অংশে পিছিয়ে নেই এই দুটি ফুল। যদিও ফুলগুলো বছরে একবারই দেখা মেলে।
উপরে আপনারা যে ফুল দেখতে পাচ্ছেন হয়তো অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছেই না। কিন্তু এই ফুলটা দেখতে এতটাই সুন্দর যেটা বলে বোঝানোর মতো না। কিন্তু ফুলটা দেখে অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে,, আবার অনেকের কাছেই না। আবার অনেকেই অন্যান্য ফুলের সাথেও তুলনা করতে পারেন কিন্তু আসলেই এই ফুলটি হচ্ছে মুলার ফুল যেটা কিনা দেখে একদমই চেনা যাচ্ছেনা।
আমাদের মধ্যে হয়তো অনেকেই মুলার ফুল দেখেনি তাই হয়তো তাদের কাছে অনেক বেশি অপরিচিত মনে হতে পারে। কিন্তু আমরা যারা গ্রামের আছি তাদের কাছে অতি পরিচিত এই ফুল। আমাদের বাসায় প্রতিবছরই মুলার চাষ করা হয়। বেশিরভাগ মুলা তুলে ফেললেও বেশ কিছু গাছ রেখে দেয়া হয় বীজ রোপনের জন্য।
এই ফুলগুলো দীর্ঘস্থায়ী না,, হয়তো কয়েকদিন থাকার পর এর মধ্যে বীজ রোপন হয়।। আর সেগুলো আমরা সংরক্ষণ করে রাখি পরবর্তী বছরে আবারও রোপন করার জন্য। যখন অনেকগুলো গাছ একত্রিত হওয়ার পর ফুলগুলো ফুটে তখন অনেক ভালো লাগে।। আর সাদা হওয়ার জন্য ফুল গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে।
যাই হোক এখন আরও একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। যেটা আমাদের সকলের অতি পরিচিত একটি ফুল,, যেটা হলো লেবুর ফুল। ধীর গতিতে ফুল থেকে আস্তে আস্তে লেবু হতে থাকে আর একটা পর্যায়ে আমরা এই লেবুগুলো খাবার কাজে ব্যবহার করে থাকি।
বিশেষ করে অনুষ্ঠানে এই লেবু বেশি ব্যবহার করা হয়ে থাকে সালাত হিসাবে। আবার অনেকেই শরীরচর্চার জন্য এই লেবু ব্যবহার করে থাকে। বিশেষ করে যাদের চর্বি বেশি তাদেরকে ডাক্তার পরামর্শ দেয় বেশি বেশি লেবু খেতে। এছাড়াও গরমের সময় লেবুর শরবত খেতে কেনা ভালবাসে,, রাস্তায় বের হলে দেখা যায় অনেকেই এই লেবুর শরবত বিক্রি করছে।
আমাদের বাসায় কয়েকটা লেবুর গাছ রয়েছে প্রতিটি গাছেই অনেক লেবুর ফুল এসেছে। রাস্তার পাশে গাছ হওয়ায় আমাদের চাইতে অন্য মানুষেরা লেবু বেশি নিয়ে থাকে। ব্যক্তিগতভাবে লেবু আমার খুব বেশি পছন্দ না,, খাবারের সাথে অনেকেই লেবু খেতে খুব পছন্দ করে কিন্তু আমার একদমই পছন্দ না।
যাইহোক বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।। আবারও দেখা হবে নতুন কোন পোস্টে, নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
আজকে আপনি আমাদের সাথে দুই ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন একটা হচ্ছে মুলা ফুলের ফটোগ্রাফি আরেকটা হচ্ছে লেবু ফুলের ফটোগ্রাফি শীতের সময়টা যেহেতু একেবারে শেষের দিকে তাই এখন বর্তমান সময়ে অনেক ধরনের ফুল আমরা দেখতে পাবো আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
এটা একদম সঠিক বলেছেন শীত কিছুটা শেষের দিকে তাই এখন অনেক ফুলের দেখা মেলে।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
ফুল সকলেই ভালো লাগে সেটা যে কোন ফুল হতে পারে। তবে মূলার ফুল আমি কোনদিন দেখিনি এই প্রথমবার দেখলাম। কিছুদিন আগে মাঠ থেকে মূল্য তুলে নিয়ে এসেছে কিন্তু ফুল কেমন হয় সেটা কোনদিনই আমার দেখা হয়নি। লেবুর ফুল আমি বহুবার দেখেছি। লেবুর থেকে খুব সুন্দর সুগন্ধ বের হয়। আজকে আপনি সুন্দর সুন্দর ফুলের ছবি শেয়ার করেছেন।
আপনি কখনো মূলার ফুল দেখেন না এই প্রথমবার দেখলে আসলে আমার মনে হয় অনেকেই দেখেনি।। এটা একদম সঠিক বলেছেন লেবুর ফুলের খুব সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যায়।। ধন্যবাদ মন্তব্য করার জন্য।।
সত্যিই আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনি না বলেল বুঝতেই পারতাম না যে প্রথম ফুলটি হলো মূলার ফুল। কোনো ভাবেই এটা বোঝার উপায় নেই। আপনার লেবু ফুলের ছবি গুলোও বেশ ভালো লেগেছে।
এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন দাদা।