অবহেলিত আমাদের কমিউনিটি ক্লিনিক

in Incredible India16 days ago
IMG_20241031_120143.jpg

আপনারা জানেন বাংলাদেশে প্রতিটি জেলায় বেশ কয়েকটি করে কমিউনিটি ক্লিনিক রয়েছে এর মধ্যে থেকে কিছু ক্লিনিক উন্নত হলেও বেশ কিছু ক্লিনিক অবহেলিত হয়ে পড়ে আছে। মনে হয় সরকার ভুলেই গেছে কিছু কিছু ক্লিনিকের উন্নতির কথা। আপনারা জানেন আমাদের বাসার সাথেই একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে, আমি বোঝার পর থেকেই এই ক্লিনিকে সেইভাবে কোন উন্নতি দেখিনি।

IMG_20241031_120118.jpg

অনেকদিন হয় বৃষ্টির জন্য ক্লিনিকের আশেপাশ ভেঙ্গে গেছে যার ফলে ক্লিনিক কিছুটা ফেটে গেছে। মনে হচ্ছে যদি এর সংস্করণ না করা হয় হয়তো বড় কোনো দুর্ঘটনা হতে পারে। এছাড়াও ক্লিনিকের বেশ কিছু জায়গায় প্লাস্টার যেন ভেঙে যাচ্ছে তারপরও কোন নজর নেই সরকারের।

IMG_20241031_120551.jpg
IMG_20241031_120525.jpg

কয়েকদিন হয় ক্লিনিকের আন্টি আমাকে বলতেছিল ক্লিনিকে চারপাশে ছবি ও রুমের ছবি তুলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে। তাই আমি আন্টির কথা মত ক্লিনিকের চারপাশের ছবি উঠিয়ে সেটা সেই নাম্বারে পাঠিয়ে দেয়। সেই সাথে তার সাথে কিছুক্ষণ কথা হয় সে হেলথের চাকরি করে আর তার মাধ্যমে অনেক ক্লিনিকের বাজেট আসে।

বাংলাদেশে এরকম ক্লিনিক থাকায় গরীব মানুষের সবচাইতে বড় উপকার হয়েছে, বিশেষ করে গর্ভবতী মায়েদের তারা খুব সহজে এই ক্লিনিক এসে সেবা নিতে পারে। আর সম্পূর্ণ সেবাটাই একদম বিনামূল্যে দেয়া হয় যে জন্য মানুষের অনেক বেশি সুবিধা হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসার জন্য হসপিটালে গেলেই অনেক টাকা গুনতে হয় সেই তুলনায় এরকম ক্লিনিক থাকায় গরিব মানুষসহ সকল শ্রেণীর মানুষের অনেক বেশি উপকার হয়েছে।

আমাদের দেশের সরকার এটা সবচাইতে ভালো একটি কাজ করেছে যার প্রশংসা অবশ্যই করতে হয়। এখন যদি এই কমিউনিটি ক্লিনিক গুলোর উন্নতি হয় তাহলে অনেক বেশি ভালো হয়। এর আগেও বেশ কয়েকবার অভিযোগ দেয়া হয়েছিল তারপরও তেমন বাজেট আসেনি যার জন্য এখনো ক্লিনিকের অনেক কাজ বন্ধ হয়ে আছে।

আমি অন্যান্য জায়গায় ক্লিনিক দেখেছি সেখানে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে সেই সাথে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু আমাদের এই ক্লিনিকে এখনো বিদ্যুতিক লাইন দেওয়া হয়নি কিন্তু বিদ্যুতিক সবকিছু সেটআপ করা আছে। এক কথায় বলা যেতে পারে আমাদের এই ক্লিনিক অনেক বেশি অবহেলিত। আমরা আশা করতেছি এবারে ক্লিনিকের বেশ উন্নতি হবে সেইসাথে বিদ্যুতের লাইনটাও দিয়ে দিবে এতে করে যারা এখানে চাকরি করে তাদের অনেক বেশি সুবিধা হবে।

আমি দেখেছি গরমের সময় ভিতরে থাকাটা অনেক কষ্টকর হয় তারপরও যারা চাকরি করে কষ্ট করেই মানুষকে সেবা দিয়ে থাকে। আমি মাঝে মাঝেই ক্লিনিকে যেয়ে বসে থাকি আর যারা চাকরি করে তাদের সাথে গল্প করি। সত্যি কথা বলতে তাদের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে।

বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ।

Sort:  
Loading...
 15 days ago 

ক্লিনিকের সঠিক ব্যবস্থাপনা এবং পরিচর্যা না থাকলে দিনে দিনে সেটা পরিত্যক্ত হয়ে যাই আপনি একদম ঠিক বলছেন বাংলাদেশের অনেক জায়গায় এমন ক্লিনিক বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে ‌। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 8 days ago 

যেকোনো জিনিসই যদি পরিচয় জানা থাকে সেটা দিন দিন পরিত্যাক্ত হয়ে যায়।। একদম সঠিক বলেছেন বাংলাদেশে অনেক জায়গায় এই ক্লিনিকগুলো বন্ধ হয়ে আছে আর আমি মনে করি এটা আমাদের জন্যই বন্ধ হয়ে আছে।।

 8 days ago 

ভাই আপনি একদম ঠিক বলছেন যে কোন জিনিস পরিচর্যা না করলে সেটা দিনে দিনে নষ্ট হয়ে যায়। কমেন্টি পড়ে মনে পড়ে গেল আমার সাইকেলের কথা অনেক কষ্ট করে আমি একটি সাইকেল কিনেছিলাম মালের সাথে আসার পর আব্বু কয়েকদিন চালায় তারপর সাইকেলের চা কা নষ্ট হয়ে যাওয়াতে ফেলে রাখছিল পরবর্তীতে সেটা যত্ন না নেওয়ার কারণে লোহার ওজনে বিক্রি করতে হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91295.19
ETH 3130.58
USDT 1.00
SBD 2.89