বন্ধুর বিয়েতে আনন্দের কিছু মুহূর্ত

in Incredible India13 days ago

ঈদের পরেই বন্ধুদের বিয়ের ধুম পড়ে গেছে শুধু বন্ধুদের না অনেক মানুষেরই বিয়ের তারিখ ঈদের পর দিয়েছে। যেখানেই যায় যে দিকেই তাকাই শুধু বিয়ের অনুষ্ঠান আর অনুষ্ঠান। জীবনের প্রথম বার দেখলাম এতগুলো বিয়ে একই দিনে পড়েছে, আমার তিনটা বন্ধুর বিয়ে একই তারিখে পড়েছে এছাড়া মামাতো বোনের বিয়েও। আর বর্তমানের মানুষ প্রতিটি বিয়ে কোরবানির ঈদের পরে নিয়ে থাকে।

Picsart_24-06-27_19-27-21-012.jpg

যেহেতু একই দিনে তিন বন্ধুর বিয়ে আর তিনজনই দাওয়াত দিয়েছে এখন কি করা যায়? পরে আমরা বাকি বন্ধুরা সব কিছু বিবেচনা করে একটা বন্ধুর বিয়েতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর আমরা সকাল দশটার মধ্যে বন্ধুর বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু ঘুম থেকে উঠেই বৃষ্টি পড়তে থাকে তাই আমরা সেখানে যেতে অনেকটা দেরি করি।

IMG_20240619_185950.jpg

ঈদের পরের দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে এতে করে অনেক সমস্যার মধ্যেই পড়তে হয়েছে, প্রতিটি বিয়ে বাড়িতে। একটি বিয়ের পেছনে প্রতিটি মানুষের অনেক পরিকল্পনা থাকে আর বৃষ্টির জন্য সব পরিকল্পনা নষ্ট হয়ে যায়। আমরা বন্ধুর বাসায় যেয়ে দেখি তাকে বসে রেখেছে, আর সবকিছু প্রায় ভেজা কারণ সকাল থেকে বৃষ্টি ছিল আর আমরা ১২.০০ পরে সেখানে উপস্থিত হয়েছি। আর আমরা সকলে মিলে তার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করি।

IMG_20240619_185834.jpg
IMG_20240619_185807.jpg

আমরা ১৩ টা বন্ধু একত্রিত হতে পেরেছি আরো বন্ধু ছিল তারা তাদের ব্যস্ততার জন্য আসতে পারেনি। আমরা যেয়ে বন্ধুর সাথে কিছু সময় বসে ফটোগ্রাফি তুলি আর দুষ্টামি করতে থাকি। আর বন্ধুর একটা ভাবি রয়েছে অনেক ভালো মনের মানুষ তার সাথে অনেক দুষ্টামি করি।

IMG_20240619_185744.jpg

আর আমাদের বন্ধুর বিয়ে হচ্ছে দিনাজপুর আর আমাদের বাসা লালমনিরহাট এখান থেকে দিনাজপুর যেতে অনেক সময় লাগে। আর এই জন্য ২.০০ মধ্যে গাড়ি ছাড়া সিদ্ধান্ত নেয় কিন্তু সবকিছু গুছিয়ে নিয়ে, গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় ৩.০০ পার করে ফেলে। পরে আমরা সব বন্ধুরা মিলে গাড়িতে উঠে সেখানে যাওয়ার জন্য রওনা হয় আর সেখানে যেতে যেতে আমাদের প্রায় চার ঘন্টা পার হয়ে যায়।

IMG_20240618_185654.jpg
IMG_20240627_185629.jpg

আমরা সেখানে যেয়ে ৮.০০ দিকে পৌঁছায় আর বন্ধুর বিয়ে আগেই করে রেখেছিল শুধু অনুষ্ঠান করা বাকি ছিল, তাই সেখানে যেয়ে বিয়ে করানোর কোন ঝামেলা ছিল না। আমরা যাওয়ার কিছু সময় পরে আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন যেহেতু অনেক দূরে থেকে গিয়েছি সবাই অনেক ক্লান্ত এত সময় গাড়িতে বসে থাকা অনেক বিরক্তিকর। সর্বপ্রথম আমাদেরকে নাস্তা খেতে দেয় তারপরে খাবার দেওয়া শুরু করে।

IMG_20240619_185500.jpg

পরে আমরা খাবার খাওয়ার শেষে আমাদের বন্ধুকে খেতে দেয়, আর তাকে খাবারে মাঝখানে একগ্লাস পানি নিচের দিকে করে রাখে। আর আমাদেরকে বলে গ্লাস উঠিয়ে তারপর খাবার খেতে হবে। আর আমাদের একটা বন্ধু সে এইভাবে রাখা গ্লাস উঠাতে পারে।। পরে সে ৫০০ টাকার একটা নোট বের করে খাবারগুলো এক পাশ করে গ্লাস এর নিচ দিয়ে টাকাটা ঢুকিয়ে দিয়ে গ্লাসটা উঠিয়ে ফেলে। আর ওই সময়টায় অনেক আনন্দের ছিল। আর যদি আমরা গ্লাসটা না উঠাইতে পারতাম তাহলে আমাদের জরিমানা দিতে হতো।

IMG_20240619_185401.jpg

যাই হোক তারপরে আমাদের বন্ধুর বউকে বাইরে বসিয়ে খাবার দেওয়া হয়। পরে আমরা চারপাশে থেকে ছবি উঠাতে থাকি আর দুষ্টামি করতে থাকি। যেহেতু বন্ধুর বউ দুষ্টামি করতে কোন বারন নেই, বেশ কিছু সময় দুষ্টুমি করার পর পরে আমরা সেখান থেকে বাসায় আসার জন্য রওনা দেই রাত দশটার পর। আর বাসায় আসতে আসতে আমাদের প্রায় একটা বেজে যায়। পরে বাসায় এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করে, সব বন্ধুরা বলি আমরা বাসায় চলে যাব সকালে উঠে আবার আসবো।। বিয়ে বাড়িতে থাকা একটু কষ্টসাধ্য ব্যাপার আর আমাদের বাসা সকলের কাছেই। পরে আমরা বন্ধুরা সকলেই বাসায় চলে আছি।

আর এভাবেই আমি আমার বন্ধুর বিয়েতে আনন্দের সাথে একটি দিন পার করি।

Sort:  
 13 days ago 

ভাই শুধু বন্ধুর বিয়ের দাওয়াতে গেলে হবে আপনিও বিয়ে করুন এবং আমাদেরকে দাওয়াত করুন। যাইহোক বন্ধুর বিয়েতে গিয়ে বেশ আনন্দ উপভোগ করেছেন আশা করি। এবং আপনার বন্ধুর জন্য অনেক অনেক শুভকামনা রইল তার আগামী দিনগুলো খুবই সুন্দর হোক। এবং আপনিও খুবই দ্রুত বিয়ে করে নেবেন আশা রাখি। যাইহোক বন্ধুর বিয়ের আনন্দের কিছু মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

বন্ধুর বিয়ে দেখে নিজেরা পড়তে ইচ্ছে করছে ভাই কিন্তু কি করি অপেক্ষা করতেই হবে আর অপেক্ষা করতে করতে দেখবো একদিন বিয়ে করার সময় হয়ে গেছে।। আর অবশ্যই আমাদের বাইজিদ ভাইকে আমি দাওয়াত করব।।

Loading...
 13 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আপনার বন্ধুর বিয়েতে যে আনন্দময় সময়টি কাটিয়েছেন সে বিষয়ে আপনি আমাদের সামনে অনেক সুন্দর করে সাজিয়ে একটি গল্প শেয়ার করেছেন।

যেটি আসলে অসাধারণ ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। সেই সাথে সাথে আপনাকে অবশ্যই বলব বন্ধুর বিয়ে তো অনেক কি খেলে এবার নিজের বিয়ে নিয়ে একটু মাথা ঘামান তাহলে আমরা অনেক খুশি হব। আশা করি অবশ্যই আমরা আপনার বিয়ের দাওয়াত পাবো‌। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 12 days ago 

বন্ধুর বিয়ে অথচ আনন্দ করবো না তা তো হয় না ভাই অনেক আনন্দ করেছি সবাই মিলে।। হ্যাঁ ভাই নিজের দিকেও খেয়াল করতে হবে বয়স তো আর কম হলো না 🤣🤣 আমি বুঝলেও বাসায় বুঝে না ভাই

 12 days ago 

বিয়ে বাড়ি মানে অনেক আনন্দ মজা করা যায়। তবে বিয়ে বাড়িতে বৃষ্টি হলে সত্যিই খুব খারাপ লাগে। বন্ধুর বিয়েতে গিয়ে খুব আনন্দ মজা করে কাটিয়েছেন। এতজন বন্ধু মিলে বিয়ে বাড়িতে দুষ্টামি করেছেন ।সত্যি বন্ধুর বিয়েতে বন্ধুর পিছনে লাগছে খুব ভালোই লাগে। আপনার পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

 12 days ago 

একদম আপু বিয়ের দিন বৃষ্টি হলে পরিকল্পনা সব নষ্ট হয়ে যায় সবকিছু সুন্দরভাবে সাজানো সম্ভব হয়ে ওঠে না।। আর হ্যাঁ যেহেতু বন্ধুর বিয়ে মজা করবো না তাকে আর হয় সবাই মিলে অনেক আনন্দ করেছি।।

 11 days ago 

বিয়ে মানেই ভরপুর খাওয়া দাওয়া এবং বিনোদন। তবে মজার বিষয় আপনার তিনটা বন্ধুর কাছ থেকে দাওয়াত পেয়েছেন এবং পরবর্তীতে একটা বন্ধুর বিয়েতে গিয়েছেন।
বেশ আনন্দ উল্লাস করে বিয়েটা উপভোগ করেছেন। আর একদম ঠিক কথা বন্ধুর বউয়ের সাথে দুষ্টুমি করতে কোন বারন নেই।

আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে বন্ধুর বউ মানে আমার বউ দুষ্টুমি তো একটু করাই যায়। মজা করলাম আপনার সাথে।
ভালো লাগলো পোস্টটি পড়ে ধন্যবাদ।

 11 days ago 

ঠিকই বলেছেন আপু বিয়ে মানে আনন্দ ভরপুর খাওয়া দাওয়া আর বিশেষ করে বন্ধুর বিয়েতে তো এগুলো একটু বেশি হবে।। আর হ্যাঁ আমাদের এখানেও আছে বন্ধুর বউ মানে নিজের বউ আনন্দিত করা যায় মন খুলে।।

 9 days ago 

প্রথমে আপনার বন্ধু এবং ওনার স্ত্রীর জন্য দাম্পত্য জীবনের অনেক অনেক শুভকামনা রইল। আশা করি ওনাদের দাম্পত্য জীবন অনেক বেশি সুন্দর হবে। ছেলেদের এই একটা সুবিধা আছে, বন্ধুর বিয়ে উপভোগ করার জন্য যেতে তাদের তেমন একটা সমস্যা হয় না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হাজারো সমস্যা সামনে এসে দাঁড়ায়।

একজন দুইজন নয় মোট ১৩ জন বন্ধু মিলে বিয়ের আনন্দ উপভোগ করেছেন। এর চাইতে বড় পাওয়া হয়তোবা আর কিছুই হতে পারে না। অনেক বেশি মজাও করেছেন। আর বিয়ে মানেই হচ্ছে আনন্দ খাওয়া দাওয়া। ধন্যবাদ বন্ধুর বিয়েতে যাওয়ার আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 8 days ago 

এটা একদম সঠিক বলেছে ছেলেদের বন্ধুর বিয়ে বাড়িতে যেতে কোন সমস্যা নেই কিন্তু মেয়েদের অনেক রকম সমস্যা এবং অনেক ফ্যামিলি যেতে দেয় না।। জি আপু আরও ফ্রেন্ড ছিল ব্যস্ততার জন্য আসেনি সবাই আসলে তো 20-30 জন হয়ে যেত।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57688.87
ETH 3100.54
USDT 1.00
SBD 2.37