ঢাকা শহরে যানবাহনের জ্যাম

in Incredible India10 months ago (edited)

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের কাছে ঢাকা শহরে যানবাহনের জ্যাম নিয়ে আলোচনা করব আশা করি সবার ভালো লাগবে।

IMG20230821125501.jpg

প্রথমে যখন আমি ঢাকা শহরে আসি ঢাকা শহর সবদিক থেকে অনেক ভালো ছিল এবং আমার অনেক ভালো লাগছিল। শহরটি খুবই ব্যস্ত মনে হচ্ছিল সবাই যে যার মত কাজে লেগে থাকে। এখানে রাত দিন 24 ঘন্টা দোকান খোলা থাকে যার কারণে সব সময় রাতে এবং দিনে পরিবেশটায় আলোকিত হয়ে থাকে। এখানে ঘুরার মতো অনেক ভালো জায়গা রয়েছে।তাই আমরা মানে বন্ধু এবং ভাইদের নিয়ে ঘুরতে যাই মাঝে মাঝে।

আমি যেখানে থাকি সেটা হচ্ছে সেক্টর এর ভিতরে যার ফলে সেখানে কোনো জ্যাম থাকে না। এখানে অনেক নিয়ম কানুন রয়েছে যেটা আমার অনেক ভালো লেগেছে সেটি হচ্ছে রাত দশটা বাজলে ই সেক্টরের ভিতরে রাস্তার বড় গেট লক করে দেওয়া হয় যার ফলে অনেক বড় গাড়ি এবং ছোট গাড়ি গুলো ও চলাফেরা করতে পারে না সেই কারনে সেক্টরে থাকা বসবাস কারি মানুষ গুলো অনেক শান্তি তে থাকতে পারে।

IMG20230821124024.jpg

কারন সেখানে শব্দ দূষণ অনেক কম এবং সেখানে ছোট বাচ্চারাও রাস্তায় খেলাধুলা করে তাই সেখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে। কিন্তু আমি কিছুদিন আগে বাহিরে বেড়াতে গিয়েছিলাম সেখানে যাওয়ার সময় দেখলাম যে অনেক জ্যাম। যেখানে সামান্য এক ঘন্টার রাস্তা যাওয়ার সময় আমার প্রায় সাড়ে তিন ঘণ্টা লেগে গিয়েছিল।

IMG20230821115441.jpg

আমি যখন ঢাকা এয়ারপোর্টে যাই তখন অতিরিক্ত জ্যামের কারণে সেখানে যাত্রীরা সকলেই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। প্রথমে যদি আপনি এই ঢাকা শহরে আসেন তাহলে প্রথমত সবার আগেই এই যানবাহনের জ্যাম অবশ্যই দেখতে পাবেন। যেটা প্রতিনিয়ত লেগে থাকে তবে আমি ঠিক বুঝতে পারছি না এখানে তো অনেক ফ্লাইও রোড রয়েছে তবুও অনেক যানবাহনের জ্যাম দেখতে পাওয়া যায়।

IMG20230821120230.jpg

আমি যখন আমার অফিস এ ট্রেনিং করতে যাই তখন অনেক আগেই বের হই কারন আমি প্রথম যখন আসি তখন অফিস এ যাওয়ার সময় প্রতিনিয়ত আমার দেরি হয়ে যেতো যার ফলে অনেক সমস্যা ও দেখা দিয়েছে। কারন সবাই লক্ষ্য করছিলো যে আমি প্রতিদিন দেরি করে অফিস এ যাচ্ছিলাম । তাই আমি ঠিক করেছি যে যদি আমি ৩০ মিনিট বা ১ ঘন্টা আগে বের হই তাহলে যদি জ্যাম ও হয় ।

ঠিক সময় মতো বা তার ও আগে অফিস এ পৌছে যেতে পারবো। আমার মনে হয় ঢাকা শহর এর জ্যাম শেষ কখনোই হবে না হবে হয়তো একটা সময় হবে কিন্তু আমি যে অবস্থা দেখছি তাতে মনে হয় না এই দুই তিন বছরে এই জ্যাম শেষ হবে । যানবাহনের জ্যাম এর কারনে অনেক দূর্ঘটনা অবশ্যই হয়ে থাকে। বিশেষ করে যদি এমার্জেন্সি রোগী হয় তাহলে সমস্যা আরো বেশি।

IMG20230821122210.jpg

যানবাহন আমাদের জন্য অনেক সমস্যা এবং ঝামেলার একটা বিষয় বলা যেতে পারে। যার ফলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কাজে তাদের গন্তব্যে যেতে চায় তখন সেখানে যদি এই জ্যাম সৃষ্টি হয় তাহলে অবশ্যই আপনার খারাপ লাগবে এবং সেই সময় অবশ্যই এই জ্যাম এ আটকে থাকার ধৈর্য্য টা আর কুলাবে না। অন্যান্য দেশে এ এর থেকেও অনেক বড় বড় রাস্তায় জ্যাম হয় আমি পেপার পত্রিকায় দেখেছি।

IMG20230821125507.jpg

আমাদের দেশ অনেক ছোট কিন্তু দিন দিন এর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার ফলে দেশের মানবাহন এর যেসব জ্যাম রয়েছে সেগুলো ও দিন দিন অনেক বাড়ছে এটা তার মূল কারন যানবাহন এর কারনে ছোট বাচ্চা রা স্কুল এ যেতে পারে না আর হাজার ও মানুষ রয়েছে তারাও তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না বা অফিসে ঠিক মতো পৌঁছাতে পারে না।

ধন্যবাদ সবাইকে কেমন হয়েছে আমার পোস্ট অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
Loading...
 10 months ago 

ঢাকা শহরের জ্যামের কথা না বললেই নয়। এত জ্যাম যা বলার বাহিরে। আজকে আপনি ঢাকা শহরে জ্যাম নিয়ে আমাদের সাথে কিছু কথা শেয়ার করেছেন। আপনি বলেছেন আপনি যখন অফিসে যান তখন বাসা থেকে একটু আগেই বের হন। তা না হলে আপনার অনেক লেট হয়ে যায়।

আমি যখন ঢাকায় গিয়েছিলাম,, তখন আমি নারায়ণগঞ্জ থেকে মিরপুর যেতে আমার সাড়ে চার ঘন্টা সময় লেগেছে। যেখানে আমি নোয়াখালী থেকে ঢাকা যেতে মাত্র তিন ঘন্টা সময় লাগলো। ওই সময়টা আসলে আমার কাছে এতটাই খারাপ লেগেছে। যা বলার বাহিরে,, একে তো আমি জার্নি করতে পারিনা। দ্বিতীয়তঃ এতক্ষণ বাসের মধ্যে বসে থাকাটা আমার জন্য খুব,, ভয়ংকর একটা বিষয় হয়ে পড়েছে।

যাইহোক ঢাকা শহরের জ্যাম কবে শেষ হবে সেটা হয়তোবা কল্পনারও বাহিরে। বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে,, ফ্লাইওভার তৈরি হচ্ছে তাও ঢাকা শহরের জ্যাম আগের মতই আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য

 10 months ago 

সাধারনত আমরা জানি ঢাকা শহর একটি পুরাই ব্যস্ত শহর ৷ সেখানে অনেক জনসংখ্যা রয়েছে যার কারনে প্রতিদিন প্রায় সময়ই যানজট রয়েছে ৷ আর এই যানজটের কারনে অনেক মানুষের যাতায়াত এর ব্যবস্থা খুবই কঠিন হয়ে যাচ্ছে ৷ সঠিক সময়ে অফিস আদালত যেতে পারছে না আবার ঠিক সময়ে বাড়িও ফিরতে পারছে না ৷ ঢাকা শহরে অনেক যানবাহান থাকা সত্ত্বেও অনেক ভিড় দেখা যায় কারন যানবাহান আর জনসংখ্যা অতিরিক্ত হয়ে গেছে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

বাংলাদেশে যানজটের শহর বলা হয় ঢাকা শহরকে। ঢাকা শহরের মানুষদের প্রায় যানজটের মধ্যেই অর্ধেক জীবন পার করতে হয়।

তারা না পারে টাইম মতো অফিসে যেতে না পারে সময় মতো বাসায় ফিরতে। ব্যস্তময় শহরে মানুষের তুলনায় মনে হচ্ছে গাড়িই অনেক বেশি!

কোন একটা জ্যামে পড়লে প্রায় সেখানে ১ থেকে ২ ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায় তারপরেও সন্দেহ থাকে জ্যামটা কখন ছুটবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 10 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 57951.98
ETH 3051.79
USDT 1.00
SBD 2.26