ডিফেন্ডার অফ আওয়ার স্কাই পার্ক

in Incredible India10 months ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প শেয়ার করব আশা করি সবারই ভালো লাগবে।

IMG20230902173629.jpg

আমরা সবাই কম বেশি অনেক পার্কে ঘুরাফেরা করেছি কিন্তু ডিফেন্ডার অফ আওয়ার স্কাই এই পার্ক আমার প্রথম দেখা আমি কখনো এরকম পার্ক কোথাও দেখি নাই। এই পার্কটি অবস্থিত ঢাকার আগারগাঁও স্থানে। আগারগাঁও সেখানে মেট্রো রেইল স্টেশন আছে আপনি চাইলে মেট্রো ট্রেনে করে আগারগাঁও যেতে পারেন। এই পার্কটি দেখে আমার অনেক ভালো লাইলো ।

সেখানে প্রবেশ করার জন্য অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করতে হবে তা না হলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। সেখানে একটি টিকিট এর মূল্য ছিলো ৫০ টাকা করে আমি আর আমার বন্ধু দুইটা টিকিট কেটে নিলাম তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকার পর আমার অনেক ভালো লেগেছে। কারন সেখানে আমি দেখেছি আগে যেসব বিমান এবং হেলিকপ্টার ব্যবহার হয়েছিলো।

IMG20230902182733.jpg

সেইসব কিছু সেখানে রাখা হয়েছে দর্শনীয় ভাবে সবাইকে দেখানোর জন্য। তারপর সেখানে আরো অনেক কিছু দেখেছি যেমন পানীতে নৌকা যেখানে উঠে আপনি ঘুরতে পারবেন পুরো দিঘি। সেখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট ও রয়েছে পার্ক এর ভিতরে । আমি যেকোনো একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়েছি আমার অনেক ভালো লেগেছে সেখানকার খাবার।

এরপর আমরা দুজন এ পুরো পার্ক ভালো ভাবে ঘুরে দেখেছি। বেশ ভালোই লাগলো সেখানে অনেক ভালো মাঠ ও রয়েছে যেখানে ছোট বাচ্চারা খেলা ধুলা করে । কিন্তু সেদিন সেখানে বৃষ্টি হওয়ার ফলে মাঠ ভিজে গিয়েছিলো যার কারনে আমরাও সেই মাঠে যেতে পারিনি। তারপর কিছু বিমান এর সাথে ছবি তুলেছি সেখানে যেই সকল বিমান গুলো আগে ব্যবহার হয়েছিলো।

IMG20230902175628.jpg

আপনারা যদি সেখানে যান তাহলে নিজের চোখে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে জায়গা টা আসলে কত টা সুন্দর। শুনেছি সেখানে সকালে নাকি অনেক সুন্দর ভাবে পুরো সূর্য দেখা যায় যেটা দেখতে অনেক ভালো লাগে। সেই সময় নাকি অনেক ভির শুধু ছবি তোলার জন্য। সেই সকাল বেলা কখনো আমার যাওয়া হয়নি। আমি এইবার অবশ্যই সকালে যাবো সেইখানে ছবি তোলার জন্য।

আমরা যখন যাই তখন ছিলো বিকেল বেলা সেখানে ঘুরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে যায় যার ফলে আমরা রাতে আরেক দৃশ্য দেখতে পাই যেটা অনেক ভালো ছিলো। বিশেষ করে লাইটিং সিস্সেম গুলো বেশ ভালো লেগেছিল গাছে গাছে সুন্দর ভাবে সাজানো ছিলো সেইসব লাইট যা দেখতে অনেক ভালো লাগছি । আমি নিজেকে চুপচাপ রাখতে পারছিলাম না তাই তাড়াতাড়ি গিয়ে সেখানে গিয়ে ছবি তুলে নিলাম।

IMG20230902181321~2.jpg

আমার মতে ছোট বাচ্চাদের ঘুরাফেরার জন্য এটি সবচাইতে ভালো একটা জায়গা হতে পারে। কারন সেখানে খেলার মাঠ রয়েছে এবং আরেক পাশে রয়েছে দোলনা যেখানে ছোট বাচ্চাদের আনন্দের জায়গা

আজকে আমার গল্প এই পর্যন্তই আশা করি সবারই ভালো লাগবে এই পার্কে চাইলে আপনি ও ঘুরে আসতে পারেন বিশেষ করে সেই সকাল বেলা তাহলে আপনি খুব ভালো পরিবেশ টা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
 10 months ago 

বাহ্ খুব উপভোগ করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার ছবিগুলো ও খুব সুন্দর হয়েছে। আপনার পার্ক পরিদর্শন এবং এর বর্ণনা পড়ে খুব ভালো লাগলো, অনেক সুন্দরভাবে লিখেছেন।
এইরকম সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য

 10 months ago 

আপনি ডিফেন্ডার অফ আওয়ার স্কাই পার্কে ঘুরতে গেছেন এবং ভিতরে ঢুকে কিছু আকর্ষণীয় বিমান দেখতে পেলাম সেগুলো শুধু দেখানোর জন্য রাখা হয়েছে।

ডিফেন্ডার অফ আওয়ার স্কাই পার্কে ঢোকার জন্য অবশ্যই টিকিট কাটতে হয়, যেটি আপনি বলেছেন। একটি করে টিকিট 50 টাকা করে আসলে যে কোন পার্কে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়, তা না হয় সেখানে প্রবেশ করতে দেয় না।

আপনার দিনটি অনেক ভালো কেটেছে কারন এত সুন্দর একটি পার্কে গেছেন সেখানে কি আর মন খারাপ থাকার কথা, খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

 10 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাল থাকবেন ভাই।

আপনি প্রক্রিয়াটি খুব উপভোগ করেছেন। আপনার ছবিগুলোও সুন্দর হয়েছে। আপনার পার্ক পরিদর্শন এবং বিবরণ পড়ে ভাল লেগেছে, ভাল লেখেছেন.
আমাদের সাথে এমন একটি সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

Loading...
 10 months ago 

আপনি তো দেখছি ভালোই আনন্দ উপভোগ করেছেন ডিফেন্ডার অফ আওয়ার স্কাই পার্ক আমিও আগে অনেকবার গিয়েছি ওখানে জায়গাগুলো এখন অনেক সুন্দর করেছেন অনেক উন্নত করেছেন আগে এতটা উন্নত ছিল না।

আমি লাস্ট যে বছর গিয়েছিলাম ওই সময় পার্কের টিকিট ছিল ৩০ টাকা করে এখন বর্তমানে ৫০ টাকা হয়ে উঠেছে এটা আসলে দুঃখজনক।

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।

 10 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57616.20
ETH 3030.92
USDT 1.00
SBD 2.25