ভালো-মন্দ সবকিছু মিলিয়ে পৃথিবীতে চলতে হবে শুধুমাত্র ভালোর সাথে থাকবেন খারাপ কে সঙ্গ দিবেন না এমনটা কখনোই হয় না বসন্তকালের পরেই গ্রীষ্মকাল আসলে সবকিছুই হচ্ছে আল্লাহর লীলা খেলা সব সময় বসন্তকাল থাকবে এমনটা কখনো হবে না আবার সবসময় গ্রীষ্মকাল থাকবে এটাও কখনো হবে না।
আপনি ঠিকই বলেছেন বসন্তের সময় শুধুমাত্র প্রকৃতি নয় মানুষের মনের মধ্যেও অনেক বেশি পরিবর্তন চলে আসে পারিবারিক পরিবেশ অনেক পরিবর্তন হয় আর এরপরেই শুরু হয় গ্রীষ্মের গৃহতাপ সেটা অনেকেই সহ্য করতে পারে না তার পরেও চলতে হয় এই পৃথিবীতে অসংখ্য ধন্যবাদ বসন্ত এসে গেছে নিজের মনের অনুভূতি শেয়ার করার জন্য ভালো থাকবেন।