RE: অসুস্থতার মাঝে, একটু খেয়াল অনেক মূল্য রাখে! In the midst of illness, a little care is worth a lot!
অন্যের বিপদে আমরা ঠিকই দৌড়ে গিয়ে তার পাশে দাঁড়াই, কিন্তু নিজের বিপদে কাউকে পাশে পাওয়ার চিন্তাভাবনা করাটা একেবারেই বোকামি। এটা অনেক বড় একটা অপরাধ। এটা বর্তমান সময়ে এসে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আপনি কতটা অসুস্থ আছেন বা বিগত দিনে ছিলেন সেটা মোটামুটি আমাদের জানা রয়েছে। কিন্তু আপনি আপনার কাজের প্রতি কখনো অবহেলা করেন না, এটাও আমরা জানি।
যাক! কথায় আছে যার কেউ নেই তার সাথে সৃষ্টিকর্তা আছেন।
যেকোনো লড়াই কখনোই একলা আসে না, যখন লড়াই আসে তখন সব দিক থেকেই।
আসলে এটা একেবারেই বাস্তব যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছে। তিনি কখনোই মানুষকে ছেড়ে দেয় না হয়তো বা কিছুটা সময়ের জন্য ছাড় দেয়। বিপদ যখন আসে তখন প্রতিটা দিক থেকেই মনে হয় ঘিরে ধরে। তারপরেও আমরা চেষ্টা করি সবকিছু সমাধান করে, আবারও সামনের দিকে এগিয়ে চলতে।
আপনার বড় বোন আছে কোন বিপদে বা কোন সমস্যায় পড়লে, উনি আপনাকে মোটিভেট করে আবার উনি যখন কিছু সমস্যায় পড়েন। তখন আপনি তাকে মোটিভেট করে, এটাই তো বড় পাওয়া। আসলে মেয়েরা যতই গল্প করুক না কেন? দিন শেষে তাদের মা সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র হিসেবে তাদের সাথে ধরা দেয়।
সবাই বলে সঙ্গে আছি, দিনশেষে যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। তখন দেখা যায় কে সঙ্গে ছিল আর কে সঙ্গে থাকবে। আমরা অন্যদেরকে যত্ন ভালবাসা সবকিছু দিয়ে আগলে রাখতে গিয়ে, নিজেদের দিকে খেয়াল রাখার কথা ভুলেই যাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অসুস্থতা নিয়েও আপনার মনের অনুভূতি, আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।