You are viewing a single comment's thread from:

RE: একটি দিনের কথা! About a day!

in Incredible India12 days ago

অনেকেই আমাকে অসামাজিক ভাবতে পারেন, কারণ মন জুগিয়ে মিথ্যে বলে কারোর সুনজর কাড়ার পক্ষপাতী আমি নই, আর আমি সেটা করতেও পারি না!(যদিও কখনও চেষ্টা করিনি)!

আপনার কথার সাথে আমিও সহমত পোষণ করছি। অনেকেই হয়তোবা আপনাকে অসামাজিক অন্য কিছু বলতে পারে। তবে আমি মনে করি আপনি আপনার জায়গা থেকে ১০০% সঠিক আছেন। আজকাল মানুষের মন জুগিয়ে চলতে গেলে মিথ্যা অভিনয় ছাড়া এই পৃথিবীতে বাঁচা অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই আপনার মত করে যদি চলতে পারতাম তাহলে কতই না ভালো হতো।

প্রতিটা প্রাণীর মধ্যেই শৃঙ্খলা রয়েছে শুধুমাত্র শৃঙ্খলা নেই আমাদের মত মানুষদের মধ্যে। আমরা হাজার চেষ্টা করেও নিজেদের মধ্যে শৃঙ্খলা অধ্যাবসায় কোন কিছুই নিয়ে আসতে পারি না। আপনার একটা দিনের অভিজ্ঞতা আপনি আমাদের সাথে চমৎকার ভাবে শেয়ার করেছেন। যেটা দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন।

Sort:  
 12 days ago 

@rubina203 আজকাল প্রায় মানুষ সাদা কালোর চাইতে রঙ্গিন মোড়কে মোড়ানো কথা বেশি পছন্দ করেন!

আমি শৈশব থেকেই এমনটাই! যদি কোন জিনিস পছন্দ না হতো আমার মুখ দেখলেই সকলে বুঝে যেতো;
একই বিষয় কথার ক্ষেত্রেও প্রযোজ্য।

আমার মনে হয়, ভালো সম্পর্কে অভিনয়ের কোন জায়গা নেই।
যদি সত্যি কারোর মঙ্গল আমরা চেয়ে থাকি তাহলে সেখানে ভালোবাসার পাশপাশি শাসন এবং শৃঙ্খলা থাকবেই।

এটা আপনি আরো ভালো বুঝবেন একজন মা হিসেবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 98252.29
ETH 2736.81
SBD 0.63