You are viewing a single comment's thread from:
RE: স্বচ্ছতা এবং বিশুদ্ধতা কেবল জলে নয়, জীবনের সর্বত্রই কাম্য!(Clarity and purity are desirable not only in water, but everywhere in life!)
আসলেই আমাদের জীবনের সম্পর্ক গুলো যদি জলের মতো পরিষ্কার হত। তাহলে কতই না ভালো হতো। আপনার লেখার শেষে আপনি একটা গল্প শেয়ার করেছেন। মানুষের বিশ্বাস এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই জল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের দুই বন্ধুর সম্পর্কটা টিকিয়ে রেখেছে এবং একটা তুলসী গাছকে জীবন দান করেছেন।
বর্তমান সময়ের মানুষ শুধুমাত্র স্বার্থ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে স্বার্থ শেষ হয়ে গেলে, সবার কাছ থেকে ভালোবাসা পাওয়া মানুষটাও একসময় অবহেলায় পরিণত হয়। সম্পর্ক গুলোকে টিকিয়ে রাখার জন্য বিশ্বাস আস্থা ভালবাসা সবকিছুই প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ চমৎকার লেখা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।