RE: আমার জীবনের মূল্যবান মানুষ গুলোর মধ্যে থেকে একটা মানুষকে হারিয়ে ফেললাম।
আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের বাবা-মা এরপরে আমরা যাদেরকে বাবা-মায়ের জায়গায় রাখে তারা হচ্ছে আমাদের শশুর শাশুড়ি জীবনের এই মানুষগুলো যখন আমাদেরকে তাদের মেয়ের মত দেখে আমাদের ইচ্ছা গুলো পূরণ করে তখন মনে হয় এই মানুষগুলোই হচ্ছে আমাদের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ।
আমরা এই পৃথিবীতে থাকবো না সবাই চলে যাব তবে প্রিয় মানুষগুলোকে হারানোর বেদনা সবাই সহ্য করতে পারে না আপনি আপনার শ্বশুরকে হারিয়ে অনেক বেশি আঘাত পেয়েছেন আসলে আঘাত পাওয়াটা স্বাভাবিক যে মানুষটা আপনাকে মেয়ের মতো করে ভালোবেসেছে আপনার ইচ্ছা আমার ইচ্ছার মূল্য দিয়েছে সে যখন হারিয়ে গেছে তখন অনেক কিছুই আপনার জীবন থেকে চলে গেছে।
আমি ঠিক জানিনা তারপরেও বলছি হয়তোবা আপনার শ্বশুরেরর রূপে আপনার ঘরে একটা পুত্র সন্তান আসবে তাকে আপনার শ্বশুরের মত করেই লালন পালন করে বড় করে তুলবেন যে চলে গেছে তার জন্য দোয়া করেন যেন পরকালে তিনি ভালো থাকতে পারে।
একদম ঠিক কথা বলেছেন, আমার এই জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি যেটা হয়তো আর কখনো ওভাবে পাবো না,, খুব দুঃখ লাগে আপসোস হয় কিন্তু একটা কোথাও গিয়ে বিশ্বাস করি সৃষ্টিকর্তা যেটা করে হয়তো তিনি আমার ভালোর জন্যই করেছে,,।
তাই চেষ্টা করছি নিজেকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনার সব আঘাতগুলোকে ভুলে যাওয়ার সব দুঃখ কষ্ট ভুলে নতুন করে শুরু করার যদিও জানি সামনে আমার অনেক সংগ্রাম রয়েছে, অনেক কিছু সম্মুখীন হতে হবে আমাকে, তাই উপরওয়ালার উপরেই সবকিছু এর ভরসা রাখছি।
আমরা যে মানুষগুলোকে আমাদের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি পছন্দ করি জীবনের যেকোনো মুহূর্তেই হোক না কেন সেই মানুষগুলো কিন্তু আমাদের জীবন থেকে চলে যায় চাইলেও আমরা তাদেরকে ধরে রাখতে পারে না।
আপনার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে যেই মানুষটা আপনাকে অনেক বেশি সাপোর্ট করেছে সেই মানুষটা আজকে অনেকদিন ধরেই দুনিয়া থেকে চলে গেছে দোয়া করেন তার জন্য তিনি যেন পরকালে ভালো থাকতে পারে আপনারা পৃথিবীতে তার জন্য যতটুকু করবেন এটাই হচ্ছে তার বড় পাওয়া আপনার জন্য হয়তো বা সামনে আরো নতুন কিছু অপেক্ষা করছে শুধু সময়ের প্রতি বিশ্বাস রেখে নিজের কাজ করে যান আল্লাহর উপর ভরসা রাখুন।