You are viewing a single comment's thread from:

RE: উদাসীনতা!Apathy!

in Incredible India3 months ago

আমার মনে হয় আমাদের অজুহাতে মোটেও ঠিক না। আমরা যদি আমাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলি। তাহলে কিন্তু আমরা যে কোন কাজ খুব সহজেই করতে পারি। আমাদের মন খারাপ হলে আমরা কখনোই উপরোক্ত প্রশ্ন আপনি করেছেন। তার উত্তর আমার কাছে নেই কারন আমি কখনোই মন খারাপ করে হয়তোবা অনেক দিন খাবার খাইনি। অনেকদিন বললে ভুল হবে দুই দিন বা তিন দিন কিন্তু মোবাইল দেখা থেকে বিরত থাকেনি কখনো রাত জাগিনি।

আমাদের জীবনটাকে আমরা যদি একটু অন্যরকম ভাবে কাটানোর চেষ্টা করি, সেটা সম্ভব আর কিছুটা সময় হলে ও নিজেকে দেয়া উচিত। কারণ আমরা এত বেশি অজুহাত দেয়া শুরু করি যেটা দেয়া মোটেও ঠিক না।

একজন মানুষ যে শারীরিক বিকলাঙ্গ সে কিন্তু পাহাড়ে উঠেছে আর অথচ আমি বা আমার আশেপাশে যারা রয়েছেন। তারা সবকিছু বুঝি আল্লাহ তায়ালা মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে। হাত পা দিয়েছে তারপরেও আমাদের অজুহাতের শেষ নেই। পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করে নেয়াটাই উত্তম। অসংখ্য ধন্যবাদ উপলক্ষে বিষয় আমাদের সাথে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ অজুহাত দেয়া থেকে বিরত থাকবো।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.029
BTC 81031.23
ETH 1551.38
USDT 1.00
SBD 0.73