You are viewing a single comment's thread from:

RE: ব্যস্তময় বিকেল থেকে বেলা শেষের অভিযান! Expedition to perform responsibility!

in Incredible India11 days ago

আপনার কাছ থেকে একটা জিনিস বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারি এবং শিখতে পারি। সেটা হচ্ছে যত ব্যস্ততাই থাকুক না কেন? মানুষের যদি ইচ্ছা থাকে কোন কাজ করার! তাহলে সেই মানুষ ওই কাজটা অবশ্যই করতে পারে, কিন্তু আমরা আমাদের ব্যস্ততার অজুহাত দেখিয়ে! সেই কাছ থেকে নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করি।

আপনার বিগত সপ্তাহে দেখেছিলাম আপনি সুন্দরবন ঘুরতে গিয়েছেন, কিন্তু সেখানে গিয়েও আপনি কমিউনিটির কথা চিন্তা করেছেন! কমিউনিটির মধ্যে যেন কারো সাপোর্ট এর সমস্যা না হয় সেই বিষয়টা বেশ ভালোভাবেই খেয়াল রেখেছেন! এটা হয়তো বা অন্যান্য কমিউনিটির এডমিনদের মধ্যে আমি কখনোই দেখিনি বা ভবিষ্যতে হবে কিনা, সেটা কল্পনার বাহিরে।

আসলে একটা সংসারের মধ্যে মানুষ ১০ জন হোক কিংবা একজন! আমি মনে করি সংসারটাকে গুছিয়ে নেয়ার জন্য ওই পরিমাণ কাজই করতে হয়! যেমন আপনি একজনের জন্য হলেও খাবার রান্না করতে হবে আবার ১০ জনের জন্য হলেও খাবার রান্না করতে হবে! তবে অনলাইনে যে জিনিসগুলো আপনি অর্ডার করে নিয়ে এসেছেন! সেগুলো সঠিকভাবে পেয়েছেন দেখে বেশ ভালো লাগলো! একটা মজার বিষয় আপনার অনলাইন অর্ডার দেখে মনে পড়ল।

আমার একটা ফ্রেন্ড অনলাইন থেকে একটা পাঞ্জাবি অর্ডার করেছিল, গত রমজানে। আমরা গ্রুপে কথা বলা কালীন সময়ে তার অর্ডার তার বাসায় চলে আসে। এরপর ও আমাদের সামনেই বাক্সটা আনবক্স করার জন্য উতলা হয়ে যায়। তারপর আমরাও ওকে সাপোর্ট করি, কিন্তু ও যখন বক্সটা যখন আনবক্স করলো, তখন যেটা দেখতে পেয়েছি সেটা দেখে আমরা অনেক বেশি অবাক হয়েছি।🤔 সেখানে একটা থ্রি পিস ছিল যেখানে কিনা সে অর্ডার করেছিল একটা পাঞ্জাবি।

বাংলাদেশেই মনে হয় এমন হয়ে থাকে, আপনারা দেখছি অর্ডার করলে সে জিনিসগুলো খুব সুন্দর ভাবেই পেয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও এত সুন্দর করে আপনার বিকেল বেলার মুহূর্ত টা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 11 days ago 

@rubina203 অনলাইন শপিং এর মূল মন্ত্র হল, অ্যাপ কত পুরোনো, কোম্পানির শর্তে রিটার্ন পলিসি কি আছে? পাশাপাশি কোন জিনিস পছন্দ করবে তার রেটিং।

এখানে সবাই ল্যাপটপ নিয়ে বসে থাকে, কমপ্লেইন করলে কোম্পানি থাকবে না!
এখানে মহিলা পুরুষ সকলেই কর্মরত কাজেই, সময়ের স্বল্পতার জন্য, এই পন্থা অবলম্বন করতে হয়।

আচ্ছা সময়সীমা আবার ১০ মিনিট যেখান থেকে আমি জিনিসগুলো কিনেছি, নইলে টাকা ফেরৎ কাজেই সব মিলিয়ে সময় বাঁচে, সাথে ঘরে বসে কম সময়ে দরকারি জিনিস বার বসে পেয়ে যাই

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.036
BTC 100241.55
ETH 3139.08
SBD 5.18