RE: be:-Incredible India monthly contest of January #1|Goal that I want to achieve in 2025.
এই পৃথিবীতে সবাই সবার মতো করে সবকিছু পায় না তবে চেষ্টা করতে হয় আজকে প্রতিযোগিতার প্রতিটা প্রশ্ন এবং প্রতিটা প্রশ্নের উত্তর আপনি এত সুন্দর ভাবে দিয়েছেন যেটা পড়ার পরে সত্যিই মন ছুয়ে গেল আসলে আপনি স্টিম প্ল্যাটফর্মে কি কি অর্জন করতে চান সেটাও আমাদের সাথে শেয়ার করেছেন এবং আপনার বাস্তব জীবনে আপনি কি পেতে চান সেটাও শেয়ার করেছেন।
একটা কথা বলি আপনাকে এই প্লাটফর্মে টিকে থাকার জন্য বা আপনার স্বপ্ন পূরণ করার জন্য একমাত্র চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে কথার বলো না পরিশ্রম যেখানে পরিপূর্ণ সফলতা সেখানে ধরা দিবেই তাহলে আপনি আমি কেন দেরি করছি।
আপনার মনের ইচ্ছা গুলো পূরণ হোক এবং নিজের ভুলগুলো থেকে আবারো নতুন কিছু শিখতে পারেন এটাই কামনা করি একটা ভুল যখন আমাদের জীবনে হয়ে যায় তখন সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করাটাই আমরা সবচাইতে বড় বিষয় হয়ে ওঠে এগিয়ে চলুন নিজের মত করে।