পুষ্পা ওয়ান মুভিটা আমি দেখেছিলাম এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে নায়ক অনেক বেশি ভিলেনের মতো আচরণ করে যেটা একটু বেশিই খারাপ লেগেছে কারন আমার কাছে মনে হয় একটা নায়ক হবে রোমান্টিক একটা নায়ক হবে নিজের ফ্যামিলির প্রতি কেয়ারিং এখানে ঠিক তাকে নায়ক বলবো নাকি ভিলেন বলব এটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম তবে পশু পার্টিও এখনো দেখা হয়নি আপনার পোস্ট পরিদর্শন করে কিছুটা আন্দাজ করে নিয়েছিলাম অবশ্যই খুব দ্রুত দেখার চেষ্টা করব ধন্যবাদ চমৎকার মুভি রিভিউ আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।